What disturbing image does Eliot use to describe the evening spread out against the sky in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
An etherised patient
B
A shattered mirror
C
A bleeding soldier
D
A fallen angel
উত্তরের বিবরণ
সন্ধ্যার আকাশকে Eliot তুলনা করেছেন “a patient etherised upon a table”–এর সাথে। এটি একেবারেই অপ্রচলিত উপমা। সাধারণত কবিরা আকাশকে সুন্দর বা রোমান্টিকভাবে বর্ণনা করেন, কিন্তু Eliot ইচ্ছাকৃতভাবে ভয়ানক এবং অস্বস্তিকর চিত্র ব্যবহার করেছেন।
Etherised patient মানে হলো এমন একজন ব্যক্তি যাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে, ফলে সে অচেতন ও নড়াচড়া করতে অক্ষম। এই চিত্রের মাধ্যমে Eliot আধুনিক সভ্যতার অসাড়তা, হতাশা ও প্রাণহীন অবস্থা বোঝাতে চেয়েছেন।
আকাশের মতো মহৎ কিছুকেও তিনি নিস্তেজ রোগীর মতো দেখিয়েছেন, যা এক গভীর অস্তিত্ব সংকটের প্রতীক।

0
Updated: 20 hours ago
What is the main theme of The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
Anxiety and hesitation
B
Love and passion
C
War and peace
D
Nature and beauty

0
Updated: 1 month ago
What metaphor expresses Prufrock’s paralysis before taking action in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
“There will be time to murder and create”
B
“There will be dreams to follow and hold”
C
“There will be fires to burn and glow”
D
“There will be lights to guide and shine”
Prufrock মনে করে, সবকিছুর জন্য প্রচুর সময় আছে — এমনকি হত্যা আর সৃষ্টি করারও। কিন্তু এই আশ্বাসই তাকে স্থবির করে দেয়। Eliot এখানে procrastination বা কালক্ষেপণের ভয়ঙ্কর দিক দেখিয়েছেন। Prufrock কাজ না করে শুধু সময়ের ওপর ভরসা করে, আর এভাবেই তার জীবন অপচয় হয়।

0
Updated: 19 hours ago
What symbol reflects Prufrock’s habit of postponement in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
“There will be time”
B
“The world ends tomorrow”
C
“The door is forever closed”
D
“The night is without end”
Prufrock বারবার মনে করিয়ে দেয় নিজেকে — “There will be time।” এই লাইন তার দ্বিধা আর কালক্ষেপণের প্রতীক। সে মনে করে, ভালোবাসা প্রকাশ করার, কাজ করার বা সাহস দেখানোর জন্য প্রচুর সময় আছে।
কিন্তু এই অজুহাতই তাকে স্থবির করে রাখে। Eliot এখানে আধুনিক মানুষের অভ্যাস দেখিয়েছেন — কাজ ফেলে রাখা, পরে করার অজুহাত খোঁজা। কিন্তু শেষ পর্যন্ত সময় ফুরিয়ে যায়, আর কিছুই করা হয় না।

0
Updated: 19 hours ago