Which mythical creatures appear near the poem’s end, symbolizing unattainable desire in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Mermaids
B
Angels
C
Sirens
D
Nymphs
উত্তরের বিবরণ
শেষের দিকে Prufrock কল্পনা করে বলে, “I have heard the mermaids singing, each to each. I do not think that they will sing to me.” এখানে mermaid–এর চিত্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রাচীন কাহিনিতে mermaid বা সমুদ্রপরী সৌন্দর্য, প্রলোভন এবং অধরা আকাঙ্ক্ষার প্রতীক। Prufrock মনে করে, এই সৌন্দর্য ও আনন্দের জগৎ তার নাগালের বাইরে। সে জানে, mermaid–রা কখনও তার জন্য গান গাইবে না, কারণ সে নিজের জীবনে সাহসী বা আকর্ষণীয় কোনো ভূমিকা পালন করতে পারেনি।
এই লাইন তার আত্ম-অবিশ্বাসকে আরও গভীরভাবে প্রকাশ করে। Eliot এই প্রতীক ব্যবহার করে দেখিয়েছেন, Prufrock জীবনের সুন্দরতম জিনিসগুলোও তার কাছে দূরের এবং অপ্রাপ্য।
0
Updated: 1 month ago
What phrase shows Prufrock’s concern with outward appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“My morning coat, my collar mounting firmly to the chin”
B
“My voice echoing across the hollow night”
C
“My shoes polished bright with silver light”
D
“My hat shading the weary eyes within”
Prufrock তার পোশাক ও সাজসজ্জা নিয়ে অতি সচেতন। সে ভাবে, তার morning coat আর collar মানুষ কীভাবে লক্ষ্য করবে। এই ক্ষুদ্র বাহ্যিকতা নিয়ে তার চিন্তা আসলে তার গভীর অনিশ্চয়তার প্রতীক।
জীবনের বড় প্রশ্ন থেকে দূরে সরে, সে ক্ষুদ্র বাহ্যিকতা নিয়েই ব্যস্ত হয়ে থাকে। Eliot এই চিত্র দিয়ে আধুনিক মানুষের ভেতরের ভঙ্গুরতা ও আত্মবিশ্বাসের অভাব তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
What repeated question expresses Prufrock’s fear of action in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“Do I dare?”
B
“Shall I sleep?”
C
“Can I wait?”
D
“Will I fall?”
Prufrock বারবার নিজেকে জিজ্ঞেস করে, “Do I dare?”। এই প্রশ্নে তার ভয়ের প্রকৃতি প্রকাশিত হয়। সে জীবনে কোনো সাহসী সিদ্ধান্ত নিতে পারছে না, এমনকি প্রিয়জনের কাছে ভালোবাসা প্রকাশ করার সাহসও নেই।
তার মনে হয়, সামান্য পদক্ষেপ নিলেও পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। Eliot এই প্রশ্নের পুনরাবৃত্তির মাধ্যমে দেখাতে চেয়েছেন আধুনিক মানুষের ভেতরের অস্থিরতা ও সিদ্ধান্তহীনতা।
কবিতায় প্রতিটি “Do I dare?” হলো জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সুযোগে ব্যর্থ হয়ে যাওয়া এক ধরনের অভ্যন্তরীণ কণ্ঠস্বর।
0
Updated: 1 month ago
Which season does the poem "The Waste Land" famously begin with?
Created: 1 month ago
A
April
B
December
C
June
D
October
কবিতার প্রথম লাইন হলো — “April is the cruellest month.” Eliot ইচ্ছাকৃতভাবে প্রচলিত ধারণার উল্টো বলেছেন। সাধারণত এপ্রিলকে বসন্তের মাস হিসেবে আনন্দময় মনে করা হয়, কিন্তু Eliot–এর কাছে এপ্রিল নিষ্ঠুর।
কারণ শীতের মতো নিস্তেজ সময় মানুষকে অনুভূতিহীন করে রাখে, কিন্তু বসন্ত মানুষকে আবার স্মৃতি, আশা আর যন্ত্রণার দিকে ঠেলে দেয়। এই লাইন পুরো কবিতার মুড সেট করে দেয়।
Eliot দেখিয়েছেন আধুনিক জীবনের হতাশা, ভাঙাচোরা আবেগ এবং মৃত্যু–পরবর্তী পুনর্জন্মের বেদনা।
0
Updated: 1 month ago