Which mythical creatures appear near the poem’s end, symbolizing unattainable desire in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Mermaids
B
Angels
C
Sirens
D
Nymphs
উত্তরের বিবরণ
শেষের দিকে Prufrock কল্পনা করে বলে, “I have heard the mermaids singing, each to each. I do not think that they will sing to me.” এখানে mermaid–এর চিত্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রাচীন কাহিনিতে mermaid বা সমুদ্রপরী সৌন্দর্য, প্রলোভন এবং অধরা আকাঙ্ক্ষার প্রতীক। Prufrock মনে করে, এই সৌন্দর্য ও আনন্দের জগৎ তার নাগালের বাইরে। সে জানে, mermaid–রা কখনও তার জন্য গান গাইবে না, কারণ সে নিজের জীবনে সাহসী বা আকর্ষণীয় কোনো ভূমিকা পালন করতে পারেনি।
এই লাইন তার আত্ম-অবিশ্বাসকে আরও গভীরভাবে প্রকাশ করে। Eliot এই প্রতীক ব্যবহার করে দেখিয়েছেন, Prufrock জীবনের সুন্দরতম জিনিসগুলোও তার কাছে দূরের এবং অপ্রাপ্য।

0
Updated: 20 hours ago
What symbol represents sexual corruption along the Thames in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
Prostitutes and river songs
B
Broken nets and dead fish
C
Drunken sailors and loud bells
D
Burning ships and falling stars
Thames নদীর পাশে যৌন দুর্নীতি ও পতিতাবৃত্তির চিত্র Eliot এঁকেছেন। একসময় যেখানে নদী পবিত্র ছিল, এখন সেখানে কেবল ভোগবাদী আচরণ আর গান। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতীক।

0
Updated: 20 hours ago
What phrase describes London as a place of death in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
“Unreal City”
B
“Silent Town”
C
“Empty Street”
D
“Shadowed Land”
Eliot লন্ডনকে বলেছেন “Unreal City।” এখানে তিনি যুদ্ধোত্তর নগরজীবনের যান্ত্রিকতা বোঝাতে চেয়েছেন। মানুষ ভিড় করে রাস্তায় হাঁটছে, কিন্তু তাদের দেখে মনে হয় যেন মৃতদেহ চলছে। শহরটা জীবন্ত নয়, বরং স্বপ্ন বা মায়ার মতো ফাঁপা। এই লাইন আধুনিক সমাজের আত্মাহীনতা ও যুদ্ধের পর ধ্বংসকে প্রতিফলিত করে।

0
Updated: 20 hours ago
What does Prufrock compare the evening sky to in the opening lines of the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 20 hours ago
A
A patient etherised upon a table
B
A painting hanging in a gallery
C
A lion resting in the jungle
D
A candle flickering in the dark
Prufrock কবিতার প্রথম লাইনে সন্ধ্যার আকাশকে তুলনা করেছেন “a patient etherised upon a table” এর সাথে। এই উপমাটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে Eliot চেয়েছেন আধুনিক জীবনের স্থবিরতা, অসহায়তা এবং নিষ্ক্রিয়তার চিত্র তুলে ধরতে।
একজন রোগী যখন অপারেশনের জন্য টেবিলে শুয়ে থাকে, তখন সে কোনো নড়াচড়া করতে পারে না, সম্পূর্ণ অচেতন অবস্থায় থাকে। ঠিক একইভাবে, Prufrock–এর চোখে আধুনিক সমাজও নিস্তেজ এবং প্রাণহীন হয়ে পড়েছে। অন্য অপশনগুলো যেমন “painting in a gallery” বা “lion in the jungle” বা “candle in the dark” — এগুলো কবিতায় নেই, আর এগুলো Eliot–এর উদ্দিষ্ট অচেতন এবং হতাশাজনক মুড তৈরি করতে পারত না।
Eliot ইচ্ছে করেই এমন এক অস্বস্তিকর এবং শকিং চিত্র ব্যবহার করেছেন যাতে পাঠক হঠাৎ থেমে যায় এবং বুঝতে পারে কবিতার বর্ণনা সাধারণ রোমান্টিক নয়।
তাই সঠিক উত্তর হচ্ছে অপশন (a) — এটি আধুনিকতার এক রকম প্রতীক, যা স্থবির, অচেতন, এবং অস্তিত্ব সংকটের সাথে জড়িত।

0
Updated: 20 hours ago