What symbol represents sexual corruption along the Thames in the poem "The Waste Land"?
A
Prostitutes and river songs
B
Broken nets and dead fish
C
Drunken sailors and loud bells
D
Burning ships and falling stars
উত্তরের বিবরণ
Thames নদীর পাশে যৌন দুর্নীতি ও পতিতাবৃত্তির চিত্র Eliot এঁকেছেন। একসময় যেখানে নদী পবিত্র ছিল, এখন সেখানে কেবল ভোগবাদী আচরণ আর গান। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতীক।
1
Updated: 1 month ago
Who is the clairvoyant woman in “The Waste Land”?
Created: 1 month ago
A
Madame Sosostris
B
Lady Philomel
C
Queen Dido
D
Marie of Bavaria
Madame Sosostris হলো কবিতার একটি চরিত্র, যাকে “the wisest woman in Europe” বলা হয়েছে। সে ট্যারোট কার্ড পড়ে ভবিষ্যৎ বলে। Eliot এখানে কুসংস্কার, ছলনা আর ভণ্ডামির প্রতীক দেখিয়েছেন।
Sosostris আধুনিক সমাজের আধ্যাত্মিক শূন্যতার প্রতিফলন। মানুষ যখন প্রকৃত বিশ্বাস হারায়, তখন ভুয়া ভবিষ্যদ্বক্তার কাছে যায়। Eliot ব্যঙ্গ করে এই চরিত্র ব্যবহার করেছেন, যাতে আধুনিকতার মিথ্যা আধ্যাত্মিকতা স্পষ্ট হয়।
0
Updated: 1 month ago
"Gerontion" is a poem by-
Created: 3 months ago
A
T.S. Eliot
B
W.B.Yeats
C
Mathew Arnold
D
Robert Browning
'Gerontion' কবিতাটি লিখেছেন T. S. Eliot
এই কবিতায় যুদ্ধকে একটি প্রধান বিষয় হিসেবে দেখানো হয়েছে। এর পাশাপাশি ধর্ম ও রাজনৈতিক পরিবর্তনের কথাও উঠে এসেছে।
এই কবিতায় ১৯১৯ সালের বিভিন্ন ঘটনার প্রভাব রয়েছে এবং Eliot তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধ, ধর্ম ও রাজনীতিকে জটিলভাবে তুলে ধরেছেন।
এই কবিতাটি আটটি স্তবকে (stanza) বিভক্ত, তবে প্রতিটি স্তবকে পঙ্ক্তির সংখ্যা সমান নয়।
• T. S. Eliot বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে পরিচিত।
তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে:
– The Waste Land (1922)
– Four Quartets
– The Hollow Men
– Ash Wednesday ইত্যাদি।
• তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে:
– Murder in the Cathedral
– The Cocktail Party
– The Trail of a Judge ইত্যাদি।
Source: Britannica, An ABC of English Literature (Dr. M. Mofizar Rahman), poemanalysis.com
0
Updated: 3 months ago
What phrase shows Prufrock’s concern with outward appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“My morning coat, my collar mounting firmly to the chin”
B
“My voice echoing across the hollow night”
C
“My shoes polished bright with silver light”
D
“My hat shading the weary eyes within”
Prufrock তার পোশাক ও সাজসজ্জা নিয়ে অতি সচেতন। সে ভাবে, তার morning coat আর collar মানুষ কীভাবে লক্ষ্য করবে। এই ক্ষুদ্র বাহ্যিকতা নিয়ে তার চিন্তা আসলে তার গভীর অনিশ্চয়তার প্রতীক।
জীবনের বড় প্রশ্ন থেকে দূরে সরে, সে ক্ষুদ্র বাহ্যিকতা নিয়েই ব্যস্ত হয়ে থাকে। Eliot এই চিত্র দিয়ে আধুনিক মানুষের ভেতরের ভঙ্গুরতা ও আত্মবিশ্বাসের অভাব তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago