কোনটি সাধু ভাষার শব্দ?
A
দন্ত
B
বাঘ
C
কান
D
হাতি
উত্তরের বিবরণ
কিছু বিশেষ্যপদের সাধু ও চলিত রূপের পার্থক্য নিম্নরূপ:
-
অগ্নি → আগুন
-
কর্ণ → কান
-
চন্দ্র → চাঁদ
-
দন্ত → দাঁত
-
পক্ষী → পাখি
-
ব্যাঘ্র → বাঘ
-
মৎস্য → মাছ
-
হস্তী → হাতি

0
Updated: 14 hours ago
'শ্মশান' - শব্দের উচ্চারণ কোনটি সঠিক?
Created: 14 hours ago
A
শঁশান্
B
শ্মশান
C
শশান্
D
শমশান
‘ম’ বর্ণের উচ্চারণ সাধারণভাবে [ম], তবে ম-ফলা যুক্ত অবস্থায় এর উচ্চারণে ভিন্নতা দেখা যায়।
-
সাধারণ অবস্থায় ‘ম’ এর উচ্চারণ [ম]।
-
যখন শব্দের প্রথম বর্ণে ম-ফলা যুক্ত থাকে, তখন উচ্চারণ হয় [অঁ] এর মতো।
উদাহরণ: শ্মশান [শঁশান্], স্মরণ [শঁরোন্]। -
শব্দের মধ্যে ম-ফলা যুক্ত হলে, সেই বর্ণের উচ্চারণে দ্বিত্ব ঘটে এবং সামান্য অনুনাসিক হয়।
উদাহরণ: আত্মীয় [আত্তিঁয়ো], পদ্ম [পদ্দোঁ]। -
কিছু ক্ষেত্রে ম্-এর উচ্চারণ বজায় থাকে।
উদাহরণ: যুগ্ম [জুগ্মো], জন্ম [জন্মো], গুল্ম [গুল্মো]।

0
Updated: 14 hours ago
কোনটি দন্ত্য ব্যঞ্জন?
Created: 14 hours ago
A
ত
B
ন
C
ল
D
র
দন্ত্য ব্যঞ্জনধ্বনি হলো সেইসব ধ্বনি, যেগুলো উচ্চারণ করতে জিভের ডগা উপরের দাঁতের সঙ্গে মিলিত হয়ে বায়ুপ্রবাহে বাধা সৃষ্টি করে। এ কারণে এগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলা হয়।
-
দন্ত্য ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা দাঁতের সঙ্গে ঠেকে যায়।
-
উদাহরণ: ত, থ, দ, ধ – যেমন তাল, থালা, দাদা, ধান।
অন্যদিকে, জিভ দাঁতের গোড়া বা মূলে ঠেকালে যে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয়, তাকে বলা হয় দন্তমূলীয় ব্যঞ্জন।
-
উদাহরণ: ন, র, ল, স – যেমন নানা, রাত, লাল, সালাম।

0
Updated: 14 hours ago
উপভাষার অপর নাম কী?
Created: 3 weeks ago
A
মান্য ভাষা
B
আঞ্চলিক ভাষা
C
প্রমিত ভাষা
D
প্রচলিত ভাষা
উপভাষা
-
আঞ্চলিক ভাষার আরেক নাম উপভাষা।
-
এটি প্রমিত ভাষার পাশাপাশি অঞ্চলভেদে প্রচলিত হয়।
-
পৃথিবীর সর্বত্রই প্রমিত ভাষার পাশাপাশি এক বা একাধিক উপভাষা ব্যবহৃত হয়।
-
প্রমিত ভাষা ও উপভাষার পার্থক্য ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণ কাঠামোয় নিহিত।
-
প্রমিত ভাষা সর্বস্তরে ও লিখিতভাবে ব্যবহৃত হলেও উপভাষা কেবল নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে সীমিত।

0
Updated: 3 weeks ago