কোনটি অর্ধস্বরধ্বনি?
A
[অ্যাঁ]
B
[উ]
C
[আ]
D
[অ]
উত্তরের বিবরণ
অর্ধস্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি যা পূর্ণভাবে উচ্চারিত হয় না। বাংলা ভাষায় চারটি অর্ধস্বরধ্বনি রয়েছে: [ই], [উ], [এ] এবং [ও]। এগুলোকে টেনে বা দীর্ঘ করা যায় না।
অন্যদিকে, কিছু স্বরধ্বনি হলো:
-
মৌলিক স্বরধ্বনি: [আ], [অ]
-
অনুনাসিক স্বরধ্বনি: [অ্যাঁ]

0
Updated: 14 hours ago
'জানালা > জান্লা' - এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 14 hours ago
A
অভিশ্রতি
B
সম্প্রকর্ষ
C
বিপ্রকর্ষ
D
ব্যঞ্জনচ্যুতি
সম্প্রকর্ষ বা স্বরলোপ হলো এমন ধ্বনিগত প্রক্রিয়া, যেখানে দ্রুত উচ্চারণের ফলে শব্দের কোনো স্বরধ্বনি অপসারিত হয়। এটি শব্দের আদি, মধ্য কিংবা অন্ত্য অংশে ঘটতে পারে।
-
আদি স্বরধ্বনি লোপ: আটমেসে > আটাসে
-
অন্ত্য স্বরধ্বনি লোপ: কুটুম্ব > কুটুম
-
মধ্যবর্তী স্বরধ্বনি লোপ: জানালা > জান্লা

0
Updated: 14 hours ago
দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
Created: 1 month ago
A
আইন
B
দাখিল
C
এজেন্ট
D
মুচলেকা
• ’এজেন্ট’ শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত।
- যার অর্থ: প্রতিনিধি, ব্যবসায়ী সংস্থার প্রতিনিধি।
• ইংরেজি ভাষা থেকে আগত কিছু শব্দ:
এফিডেভিট, এপ্রিল, এমডি, এয়ারপোর্ট, কনফারেন্স, কফিন, কমিটি, ক্যাবিন, ডজন, ডলফিন, তার্পিন।
অন্যদিকে,
- ‘আইন’ শব্দটি ফারসি শব্দ।
- ‘দাখিল’ আরবি শব্দ।
- ‘মুচলেকা’ তুর্কি শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 weeks ago
A
আকৃষ্ট
B
আকৃস্ট
C
আকৃষ্ঠ
D
অকৃষ্ট
শুদ্ধ বানান: আকৃষ্ট
🔹 শব্দতত্ত্ব
-
মূল: সংস্কৃত
-
গঠন: আ + √কৃষ + ত
🔹 পদপরিচয়
-
শ্রেণি: বিশেষণ
🔹 অর্থ
-
আকর্ষণ করা হয়েছে এমন
-
প্রলুব্ধ
-
মুগ্ধ
তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমী

0
Updated: 2 weeks ago