What image represents the lifelessness of modern love in the poem "The Waste Land"?
A
The typist smoothing her hair afterwards
B
The woman lighting a lamp with joy
C
The man singing passionately to her
D
The couple walking under the moon
উত্তরের বিবরণ
যৌন সম্পর্ক শেষ হওয়ার পর typist কেবল চুল ঠিক করে নেয়, যেন কিছুই হয়নি। এখানে কোনো আবেগ বা আবেগীয় যোগাযোগ নেই। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন আধুনিক ভালোবাসা নিস্তেজ, যান্ত্রিক আর প্রাণহীন হয়ে গেছে। এই সাধারণ কাজটি আসলে সম্পর্কের শূন্যতাকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলে।
1
Updated: 1 month ago
Who delivers the “Fire Sermon” in Buddhist tradition in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Buddha
B
Krishna
C
Christ
D
Zoroaster
Buddha–র “Fire Sermon” থেকে Eliot অনুপ্রেরণা নিয়েছেন। এখানে বলা হয়েছিল, সবকিছু কামনা ও আসক্তির আগুনে জ্বলছে। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক সমাজের যৌনতা, লোভ আর ভোগবাদের আগুন বোঝাতে। Buddhist প্রেক্ষাপট কবিতায় আধ্যাত্মিক বিকল্প তৈরি করে।
0
Updated: 1 month ago
What role does water play in “The Waste Land”?
Created: 1 month ago
A
Both life and death
B
Only destruction
C
Only fertility
D
Only cleansing
পানি কবিতায় দ্বৈত প্রতীক। একদিকে এটি উর্বরতা ও জীবনের প্রতীক, অন্যদিকে এটি মৃত্যু আনে, যেমন Phlebas–এর ডুবে যাওয়া। Eliot দেখিয়েছেন, আধুনিক মানুষ পানির মতো শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। পানি আছে, কিন্তু জীবন নেই।
1
Updated: 1 month ago
What phrase from St. Augustine is quoted in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“To Carthage then I came”
B
“City of God eternal”
C
“My heart is restless”
D
“The flame shall consume”
Eliot St. Augustine–এর Confessions থেকে “To Carthage then I came” লাইন এনেছেন। এটি কামনা আর ভোগের আগুনে জ্বলা জীবনের প্রতীক। Augustine পরবর্তীতে আধ্যাত্মিক মুক্তি পান, কিন্তু তার স্বীকারোক্তি Eliot–এর Waste Land–এ ভোগবাদী জীবনের ধ্বংস বোঝাতে ব্যবহৃত হয়।
4
Updated: 1 month ago