What ancient Roman poet heavily influenced Eliot’s allusions in the poem "The Waste Land"?
A
Ovid
B
Virgil
C
Horace
D
Catullus
উত্তরের বিবরণ
Eliot Metamorphoses–এর গল্প বারবার ব্যবহার করেছেন। Philomela–র ধর্ষণ ও রূপান্তর কাহিনি এসেছে Ovid থেকে। Eliot Ovid–এর মিথ ব্যবহার করে আধুনিক যৌনতার ভাঙন ও মানবীয় কষ্ট প্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago
In The Love Song of J. Alfred Prufrock, what does Prufrock fear most in social interactions?
Created: 3 weeks ago
A
Being judged and misunderstood
B
Being ignored and forgotten
C
Losing his social status
D
Experiencing failure at work
The Love Song of J. Alfred Prufrock কবিতায়, প্রুফ্রকের সবচেয়ে বড় ভয় হলো সামাজিক সমালোচনা এবং ভুল বোঝাবুঝি। সে তার আচরণ, ভাবনা এবং আবেগ প্রকাশ করতে দ্বিধা বোধ করে, কারণ সে জানে যে সমাজ তাকে বোঝাবে না।
Eliot প্রুফ্রকের এই ভয় এবং আত্ম-সন্দেহের মাধ্যমে আধুনিক ব্যক্তির মানসিক অস্থিরতা এবং নিঃসঙ্গতার চিত্র ফুটিয়েছেন।
0
Updated: 3 weeks ago
What phrase shows Prufrock’s concern with outward appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“My morning coat, my collar mounting firmly to the chin”
B
“My voice echoing across the hollow night”
C
“My shoes polished bright with silver light”
D
“My hat shading the weary eyes within”
Prufrock তার পোশাক ও সাজসজ্জা নিয়ে অতি সচেতন। সে ভাবে, তার morning coat আর collar মানুষ কীভাবে লক্ষ্য করবে। এই ক্ষুদ্র বাহ্যিকতা নিয়ে তার চিন্তা আসলে তার গভীর অনিশ্চয়তার প্রতীক।
জীবনের বড় প্রশ্ন থেকে দূরে সরে, সে ক্ষুদ্র বাহ্যিকতা নিয়েই ব্যস্ত হয়ে থাকে। Eliot এই চিত্র দিয়ে আধুনিক মানুষের ভেতরের ভঙ্গুরতা ও আত্মবিশ্বাসের অভাব তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
In T.S. Eliot's poem The Waste Land, which section is titled “The Fire Sermon”?
Created: 3 weeks ago
A
The first
B
The second
C
The third
D
The last
The Fire Sermon কবিতার তৃতীয় অংশ। এই অংশে Eliot নগর জীবনের যৌন, নৈতিক এবং আধ্যাত্মিক দূষণের কথা তুলে ধরেছেন। নদী থেমসে, মানুষদের শোষণ এবং ভ্রান্ত আচরণ প্রতিফলিত হয়।
এখানে পুরাতন ধর্মীয় এবং আধ্যাত্মিক চিত্র ব্যবহার করে Eliot আধুনিক মানুষের শূন্যতা তুলে ধরেছেন।
0
Updated: 3 weeks ago