What profession is linked to Mr. Eugenides in the poem "The Waste Land"?
A
Banker of Frankfurt
B
Merchant of Smyrna
C
Sailor of Marseilles
D
Priest of Rome
উত্তরের বিবরণ
Mr. Eugenides একজন বণিক, যিনি Smyrna থেকে এসেছে। সে আধুনিক ভোগবাদী মানসিকতার প্রতীক। Eliot দেখিয়েছেন, ব্যবসা আর প্রলোভনের এই চরিত্র সমাজে আধ্যাত্মিকতার অভাব প্রকাশ করে। বাণিজ্য আর শরীরী আকাঙ্ক্ষাই তার জীবনের কেন্দ্র।

0
Updated: 20 hours ago
Which river goddess is invoked in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
The Thames
B
The Rhine
C
The Ganges
D
The Nile
কবিতার শেষ অংশে ভারতীয় উপাদান আসে, যেখানে গঙ্গার উল্লেখ আছে। Eliot সংস্কৃত ও হিন্দু ধর্মগ্রন্থ থেকে প্রভাব নিয়েছিলেন। গঙ্গা এখানে পবিত্রতা, আধ্যাত্মিক শক্তি আর ধ্বংসের পর পুনর্জন্মের প্রতীক।
আধুনিক ইউরোপের Waste Land–এর বিপরীতে গঙ্গা এক ভিন্ন সভ্যতার আধ্যাত্মিক আশা প্রকাশ করে। Eliot দেখিয়েছেন, পূর্বের সংস্কৃতিতে এখনো ধর্মীয় শক্তি আছে।

0
Updated: 20 hours ago
What does Prufrock compare the evening sky to in the opening lines of the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 20 hours ago
A
A patient etherised upon a table
B
A painting hanging in a gallery
C
A lion resting in the jungle
D
A candle flickering in the dark
Prufrock কবিতার প্রথম লাইনে সন্ধ্যার আকাশকে তুলনা করেছেন “a patient etherised upon a table” এর সাথে। এই উপমাটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে Eliot চেয়েছেন আধুনিক জীবনের স্থবিরতা, অসহায়তা এবং নিষ্ক্রিয়তার চিত্র তুলে ধরতে।
একজন রোগী যখন অপারেশনের জন্য টেবিলে শুয়ে থাকে, তখন সে কোনো নড়াচড়া করতে পারে না, সম্পূর্ণ অচেতন অবস্থায় থাকে। ঠিক একইভাবে, Prufrock–এর চোখে আধুনিক সমাজও নিস্তেজ এবং প্রাণহীন হয়ে পড়েছে। অন্য অপশনগুলো যেমন “painting in a gallery” বা “lion in the jungle” বা “candle in the dark” — এগুলো কবিতায় নেই, আর এগুলো Eliot–এর উদ্দিষ্ট অচেতন এবং হতাশাজনক মুড তৈরি করতে পারত না।
Eliot ইচ্ছে করেই এমন এক অস্বস্তিকর এবং শকিং চিত্র ব্যবহার করেছেন যাতে পাঠক হঠাৎ থেমে যায় এবং বুঝতে পারে কবিতার বর্ণনা সাধারণ রোমান্টিক নয়।
তাই সঠিক উত্তর হচ্ছে অপশন (a) — এটি আধুনিকতার এক রকম প্রতীক, যা স্থবির, অচেতন, এবং অস্তিত্ব সংকটের সাথে জড়িত।

0
Updated: 20 hours ago
Who wrote
The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago