Which mythological fertility figure underlies the structure of the poem "The Waste Land"?
A
The Fisher King
B
Hercules
C
Perseus
D
Achilles
উত্তরের বিবরণ
Fisher King মিথ কবিতার মূল কাঠামো। তার আঘাতের কারণে দেশ উর্বরতা হারিয়েছে। Eliot এই কাহিনি ব্যবহার করে দেখিয়েছেন, আধুনিক ইউরোপও আধ্যাত্মিকভাবে মৃত। Fisher King সুস্থ হলে দেশ বাঁচবে, যেমন মানুষ আধ্যাত্মিক পুনর্জন্ম পেলে সভ্যতা টিকবে।
0
Updated: 1 month ago
What symbolic element is most absent in The Waste Land?
Created: 1 month ago
A
Air
B
Water
C
Fire
D
Earth
"The Waste Land" কবিতায় পুরো Waste Land–এর সবচেয়ে বড় সংকট হলো পানি। পানি উর্বরতা আর জীবনের প্রতীক। এর অভাবে জমি শুকিয়ে গেছে, মানুষ মরুভূমির মতো বাঁচছে। Eliot পানি দিয়ে আধ্যাত্মিক শূন্যতাকে প্রতীক করেছেন।
0
Updated: 1 month ago
What phrase shows mechanical repetition in society in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“Hurry up please, it’s time”
B
“Once more into the breach”
C
“Never again shall we meet”
D
“Endless night forevermore”
"The Waste Land" কবিতায় “A Game of Chess” অংশে পাবের ভেতরে মহিলারা বারবার বলে — “Hurry up please it’s time.” এটি বার–বন্ধের সময়ের ঘোষণা। Eliot এটিকে প্রতীক করেছেন সমাজের যান্ত্রিক পুনরাবৃত্তির। মানুষের জীবনে সময় কেবল মেকানিকাল নিয়মে চলে, আবেগ নেই।
0
Updated: 1 month ago
What are the streets in The Love Song of J. Alfred Prufrock compared to?
Created: 2 weeks ago
A
Etherized patient
B
Tedious arguments
C
Cheap hotels
D
Yellow fog
টি. এস. এলিয়টের “The Love Song of J. Alfred Prufrock” কবিতায় শহরের রাস্তাগুলোকে “tedious arguments” অর্থাৎ একঘেয়ে তর্ক-বিতর্কের সঙ্গে তুলনা করা হয়েছে। এই তুলনা কবির আধুনিক নগরজীবনের ক্লান্তি, বিভ্রান্তি ও উদ্দেশ্যহীনতার অনুভূতিকে প্রতিফলিত করে। রাস্তাগুলোর জটিলতা মানুষের চিন্তা ও মানসিক অস্থিরতার প্রতীক হিসেবে উঠে আসে।
-
কবিতার শুরুতেই কবি পাঠককে আহ্বান করেন এক মানসিক যাত্রায়, যেখানে “streets that follow like a tedious argument” মানুষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতিফলন।
-
“Tedious arguments” শব্দবন্ধটি ইঙ্গিত করে জীবনের নিরস ও পুনরাবৃত্তিমূলক অভিজ্ঞতাকে, যা প্রুফরকের মানসিক দোদুল্যমানতার সাথে মিলে যায়।
-
এই তুলনার মাধ্যমে এলিয়ট শহুরে জীবনের জটিলতা ও মানুষের আত্ম-সন্দেহকে (self-doubt) চিত্রিত করেছেন।
0
Updated: 2 weeks ago