What image represents the lifelessness of modern love in the poem "The Waste Land"?
A
The typist smoothing her hair afterwards
B
The woman lighting a lamp with joy
C
The man singing passionately to her
D
The couple walking under the moon
উত্তরের বিবরণ
যৌন সম্পর্ক শেষ হওয়ার পর typist কেবল চুল ঠিক করে নেয়, যেন কিছুই হয়নি। এখানে কোনো আবেগ বা আবেগীয় যোগাযোগ নেই। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন আধুনিক ভালোবাসা নিস্তেজ, যান্ত্রিক আর প্রাণহীন হয়ে গেছে। এই সাধারণ কাজটি আসলে সম্পর্কের শূন্যতাকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলে।

0
Updated: 20 hours ago
"In T.S. Eliot's poem The Waste Land, which tarot card does Madame Sosostris say is missing from her pack?"
Created: 21 hours ago
A
The Hanged Man
B
The Wheel of Fortune
C
The Star
D
The Tower
Sosostris–এর কার্ডে “The Hanged Man” নেই। ট্যারোটে এটি সাধারণত ত্যাগ, পরিবর্তন আর আধ্যাত্মিক পুনর্জন্মের প্রতীক। Eliot এখানে ইঙ্গিত করেছেন যে আধুনিক সমাজে আত্মত্যাগ বা পুনর্জন্মের কোনো আশা নেই। সমাজ আধ্যাত্মিক শূন্যতায় ডুবে আছে। Eliot–এর Waste Land তাই ত্যাগহীন, পুনর্জন্মহীন এবং মরুভূমির মতো।

0
Updated: 21 hours ago
What metaphor expresses Prufrock’s paralysis before taking action in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
“There will be time to murder and create”
B
“There will be dreams to follow and hold”
C
“There will be fires to burn and glow”
D
“There will be lights to guide and shine”
Prufrock মনে করে, সবকিছুর জন্য প্রচুর সময় আছে — এমনকি হত্যা আর সৃষ্টি করারও। কিন্তু এই আশ্বাসই তাকে স্থবির করে দেয়। Eliot এখানে procrastination বা কালক্ষেপণের ভয়ঙ্কর দিক দেখিয়েছেন। Prufrock কাজ না করে শুধু সময়ের ওপর ভরসা করে, আর এভাবেই তার জীবন অপচয় হয়।

0
Updated: 19 hours ago
What kind of evening atmosphere does Eliot describe with fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
Restless and suffocating
B
Bright and cheerful
C
Cold and festive
D
Calm and clear
হলুদ কুয়াশা শহরের ওপর এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরিবেশটা অস্থির এবং দমবন্ধ হয়ে আসে। Eliot এর বর্ণনায় দেখা যায় কুয়াশা জানালায় ঘষে, ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। এই দৃশ্য শহরের দমবন্ধ পরিবেশকে প্রকাশ করে, যেখানে মানুষও মানসিকভাবে চাপে আছে।
Prufrock নিজেকে এমন এক ক্লান্ত পরিবেশের মধ্যে খুঁজে পায়, যা তার ভেতরের হতাশা আর উদ্বেগকে প্রতিফলিত করে।

0
Updated: 19 hours ago