What role does water play in “The Waste Land”?
A
Both life and death
B
Only destruction
C
Only fertility
D
Only cleansing
উত্তরের বিবরণ
পানি কবিতায় দ্বৈত প্রতীক। একদিকে এটি উর্বরতা ও জীবনের প্রতীক, অন্যদিকে এটি মৃত্যু আনে, যেমন Phlebas–এর ডুবে যাওয়া। Eliot দেখিয়েছেন, আধুনিক মানুষ পানির মতো শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। পানি আছে, কিন্তু জীবন নেই।
1
Updated: 1 month ago
Which prophet is indirectly referenced through the dry bones image in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Ezekiel
B
Isaiah
C
Jeremiah
D
Daniel
Dry bones–এর কাহিনি এসেছে Book of Ezekiel থেকে। ঈশ্বর সেই শুকনো হাড়ে প্রাণ আনেন।
Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধুনিক ইউরোপের মৃতপ্রায় অবস্থাকে বোঝাতে। আধ্যাত্মিক শক্তি হারিয়ে মানুষ কেবল হাড়ের মতো পড়ে আছে। পুনর্জন্মের সম্ভাবনা থাকলেও Eliot দেখিয়েছেন সেটি অনিশ্চিত।
0
Updated: 1 month ago
What activity does Prufrock imagine as a measure of wasted life in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Measuring out with coffee spoons
B
Counting endless falling leaves
C
Weighing silver and gold coins
D
Reading ancient dusty books
“Measuring out life with coffee spoons” হলো Eliot–এর অন্যতম বিখ্যাত চিত্রকল্প। এখানে বোঝানো হয়েছে, Prufrock–এর জীবন ক্ষুদ্র, একঘেয়ে এবং পুনরাবৃত্তিমূলক। প্রতিদিনের ছোট ছোট রুটিন, যেমন চা খাওয়া, তাই তার জীবন পরিমাপের একক হয়ে দাঁড়িয়েছে।
বড় কোনো কাজ বা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার বদলে, জীবনের হিসাব কফির চামচে আটকে গেছে। Eliot দেখাতে চেয়েছেন, আধুনিক মানুষের জীবন কীভাবে ক্ষুদ্রতায় পরিণত হয়েছে।
0
Updated: 1 month ago
Which season does the poem "The Waste Land" famously begin with?
Created: 1 month ago
A
April
B
December
C
June
D
October
কবিতার প্রথম লাইন হলো — “April is the cruellest month.” Eliot ইচ্ছাকৃতভাবে প্রচলিত ধারণার উল্টো বলেছেন। সাধারণত এপ্রিলকে বসন্তের মাস হিসেবে আনন্দময় মনে করা হয়, কিন্তু Eliot–এর কাছে এপ্রিল নিষ্ঠুর।
কারণ শীতের মতো নিস্তেজ সময় মানুষকে অনুভূতিহীন করে রাখে, কিন্তু বসন্ত মানুষকে আবার স্মৃতি, আশা আর যন্ত্রণার দিকে ঠেলে দেয়। এই লাইন পুরো কবিতার মুড সেট করে দেয়।
Eliot দেখিয়েছেন আধুনিক জীবনের হতাশা, ভাঙাচোরা আবেগ এবং মৃত্যু–পরবর্তী পুনর্জন্মের বেদনা।
0
Updated: 1 month ago