Which mythological fertility figure underlies the structure of the poem "The Waste Land"?
A
The Fisher King
B
Hercules
C
Perseus
D
Achilles
উত্তরের বিবরণ
Fisher King মিথ কবিতার মূল কাঠামো। তার আঘাতের কারণে দেশ উর্বরতা হারিয়েছে। Eliot এই কাহিনি ব্যবহার করে দেখিয়েছেন, আধুনিক ইউরোপও আধ্যাত্মিকভাবে মৃত। Fisher King সুস্থ হলে দেশ বাঁচবে, যেমন মানুষ আধ্যাত্মিক পুনর্জন্ম পেলে সভ্যতা টিকবে।

0
Updated: 20 hours ago
What is the meaning of “Shantih” repeated at the end of the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
Peace beyond understanding
B
Eternal fire of desire
C
Endless cycle of war
D
Silence of despair
শেষে Eliot লিখেছেন “Shantih shantih shantih।” এটি উপনিষদ থেকে নেওয়া, যার অর্থ এমন শান্তি যা মানুষের বোঝার বাইরে। Eliot কবিতার শেষে এই শব্দ ব্যবহার করেছেন, যাতে পাঠক আধ্যাত্মিক আশার দিকে তাকাতে পারে। ধ্বংস ও হতাশার মাঝেও শান্তির সম্ভাবনা থেকে যায়।

0
Updated: 20 hours ago
What image represents the lifelessness of modern love in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
The typist smoothing her hair afterwards
B
The woman lighting a lamp with joy
C
The man singing passionately to her
D
The couple walking under the moon
যৌন সম্পর্ক শেষ হওয়ার পর typist কেবল চুল ঠিক করে নেয়, যেন কিছুই হয়নি। এখানে কোনো আবেগ বা আবেগীয় যোগাযোগ নেই। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন আধুনিক ভালোবাসা নিস্তেজ, যান্ত্রিক আর প্রাণহীন হয়ে গেছে। এই সাধারণ কাজটি আসলে সম্পর্কের শূন্যতাকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলে।

0
Updated: 20 hours ago
What animal is evoked in the description of the yellow fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
A cat
B
A dog
C
A fox
D
A hare
হলুদ কুয়াশাকে Eliot তুলনা করেছেন একটি বিড়ালের সাথে। কুয়াশা জানালায় ঘষা দেয়, কোণের পাশে হামাগুড়ি দেয়, লাফ দিয়ে উঠানে ঢুকে পড়ে — সবকিছুই যেন বিড়ালের চলাফেরার মতো।
এই বর্ণনায় কুয়াশা প্রাণীজগতের বৈশিষ্ট্য পায়, যা কবিতাকে আরও জীবন্ত করে তোলে। তবে এই বিড়াল-সদৃশ কুয়াশা এক ধরনের অস্বস্তি এবং রহস্যময়তা তৈরি করে, যা Prufrock–এর অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন।

0
Updated: 19 hours ago