What is the meaning of “Shantih” repeated at the end of the poem "The Waste Land"?
A
Peace beyond understanding
B
Eternal fire of desire
C
Endless cycle of war
D
Silence of despair
উত্তরের বিবরণ
শেষে Eliot লিখেছেন “Shantih shantih shantih।” এটি উপনিষদ থেকে নেওয়া, যার অর্থ এমন শান্তি যা মানুষের বোঝার বাইরে। Eliot কবিতার শেষে এই শব্দ ব্যবহার করেছেন, যাতে পাঠক আধ্যাত্মিক আশার দিকে তাকাতে পারে। ধ্বংস ও হতাশার মাঝেও শান্তির সম্ভাবনা থেকে যায়।

0
Updated: 20 hours ago
What historical figure is indirectly mentioned through Cleopatra’s imagery in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
Elizabeth I
B
Victoria
C
Mary Queen of Scots
D
Catherine the Great
Cleopatra–র মতো বিলাসবহুল সাজঘরের বর্ণনা এসেছে, যা পরোক্ষভাবে Elizabethan যুগের রেফারেন্সও বহন করে। Eliot দেখিয়েছেন, রাজকীয় বিলাসিতা হলেও জীবনের গভীরতায় শূন্যতা থেকে যায়। এই তুলনা আধুনিক নারীর জীবনকে Cleopatra–র চিত্রে প্রতিফলিত করে।

0
Updated: 20 hours ago
What profession is linked to Mr. Eugenides in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
Banker of Frankfurt
B
Merchant of Smyrna
C
Sailor of Marseilles
D
Priest of Rome
Mr. Eugenides একজন বণিক, যিনি Smyrna থেকে এসেছে। সে আধুনিক ভোগবাদী মানসিকতার প্রতীক। Eliot দেখিয়েছেন, ব্যবসা আর প্রলোভনের এই চরিত্র সমাজে আধ্যাত্মিকতার অভাব প্রকাশ করে। বাণিজ্য আর শরীরী আকাঙ্ক্ষাই তার জীবনের কেন্দ্র।

0
Updated: 20 hours ago
What ancient Roman poet heavily influenced Eliot’s allusions in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
Ovid
B
Virgil
C
Horace
D
Catullus
Eliot Metamorphoses–এর গল্প বারবার ব্যবহার করেছেন। Philomela–র ধর্ষণ ও রূপান্তর কাহিনি এসেছে Ovid থেকে। Eliot Ovid–এর মিথ ব্যবহার করে আধুনিক যৌনতার ভাঙন ও মানবীয় কষ্ট প্রকাশ করেছেন।

0
Updated: 20 hours ago