What kind of sermon influences the title “The Fire Sermon” in the poem "The Waste Land"?
A
Buddhist
B
Christian
C
Jewish
D
Islamic
উত্তরের বিবরণ
Buddha–র “Adittapariyaya Sutta” বা Fire Sermon–এ বলা হয়েছিল, সব ইন্দ্রিয় কামনার আগুনে জ্বলছে। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক যৌনতা, ভোগবাদ আর হতাশা বোঝাতে। বৌদ্ধ দৃষ্টিভঙ্গি এখানে আধ্যাত্মিক বিকল্পের ইঙ্গিত দেয়।
1
Updated: 1 month ago
Which phrase conveys Prufrock’s sense of wasted time in meaningless talk in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“To prepare a face to meet the faces that you meet”
B
“To chase the winds along the barren street”
C
“To drink the endless wine of sorrow”
D
“To dance beneath the silver moon”
এই লাইনটি Prufrock–এর জীবনের ভণ্ডামি ও নাটকীয়তা বোঝায়। সে প্রতিদিন একটি মুখোশ পরে সমাজে যায়, যাতে অন্যদের সাথে মানিয়ে চলতে পারে। এটি আসল অনুভূতি লুকিয়ে রাখার প্রতীক। আধুনিক মানুষ প্রতিদিন ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন মুখ বানিয়ে নেয়, কিন্তু ভেতরে সে শূন্য থেকে যায়।
Eliot এই লাইন দিয়ে সামাজিক ভণ্ডামি, কৃত্রিমতা এবং অর্থহীন আলাপচারিতার ছবি এঁকেছেন। Prufrock মনে করে, তার পুরো জীবন এই “মুখ বানানো” কাজেই নষ্ট হয়ে গেছে।
0
Updated: 1 month ago
What bird cry appears at the end of “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The cock crowing
B
The owl hooting
C
The nightingale singing
D
The raven calling
The Waste Land" কবিতায় শেষে মোরগের ডাক আসে — যা সাধারণত সকাল বা জাগরণের প্রতীক। Eliot এখানে আধ্যাত্মিক জাগরণ বা মুক্তির সম্ভাবনা ইঙ্গিত করেছেন। কিন্তু সেই আশাও Waste Land–এর প্রেক্ষাপটে দুর্বল হয়ে পড়ে। তবু মোরগের ডাক পাঠককে নতুন সূচনার সম্ভাবনা মনে করিয়ে দেয়।
0
Updated: 1 month ago
What literary source provides the epigraph of the poem in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Dante’s Inferno
B
Milton’s Paradise Lost
C
Homer’s Odyssey
D
Virgil’s Aeneid
কবিতার শুরুতে epigraph নেওয়া হয়েছে Dante–র Inferno থেকে। সেখানে Guido da Montefeltro নরকে তার গোপন কথা বলে, কারণ সে জানে কেউ তা বাইরে জানাতে পারবে না। Eliot এটি ব্যবহার করে Prufrock–এর স্বীকারোক্তির প্রকৃতি দেখিয়েছেন — গোপন, একাকী, আর সমাজ থেকে বিচ্ছিন্ন।
0
Updated: 1 month ago