What role does water play in “The Waste Land”?
A
Both life and death
B
Only destruction
C
Only fertility
D
Only cleansing
উত্তরের বিবরণ
পানি কবিতায় দ্বৈত প্রতীক। একদিকে এটি উর্বরতা ও জীবনের প্রতীক, অন্যদিকে এটি মৃত্যু আনে, যেমন Phlebas–এর ডুবে যাওয়া। Eliot দেখিয়েছেন, আধুনিক মানুষ পানির মতো শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। পানি আছে, কিন্তু জীবন নেই।

0
Updated: 20 hours ago
"Gerontion" is a poem by-
Created: 1 month ago
A
T.S. Eliot
B
W.B.Yeats
C
Mathew Arnold
D
Robert Browning
'Gerontion' কবিতাটি লিখেছেন T. S. Eliot
এই কবিতায় যুদ্ধকে একটি প্রধান বিষয় হিসেবে দেখানো হয়েছে। এর পাশাপাশি ধর্ম ও রাজনৈতিক পরিবর্তনের কথাও উঠে এসেছে।
এই কবিতায় ১৯১৯ সালের বিভিন্ন ঘটনার প্রভাব রয়েছে এবং Eliot তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধ, ধর্ম ও রাজনীতিকে জটিলভাবে তুলে ধরেছেন।
এই কবিতাটি আটটি স্তবকে (stanza) বিভক্ত, তবে প্রতিটি স্তবকে পঙ্ক্তির সংখ্যা সমান নয়।
• T. S. Eliot বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে পরিচিত।
তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে:
– The Waste Land (1922)
– Four Quartets
– The Hollow Men
– Ash Wednesday ইত্যাদি।
• তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে:
– Murder in the Cathedral
– The Cocktail Party
– The Trail of a Judge ইত্যাদি।
Source: Britannica, An ABC of English Literature (Dr. M. Mofizar Rahman), poemanalysis.com

0
Updated: 1 month ago
"In T.S. Eliot's poem The Waste Land, which tarot card does Madame Sosostris say is missing from her pack?"
Created: 20 hours ago
A
The Hanged Man
B
The Wheel of Fortune
C
The Star
D
The Tower
Sosostris–এর কার্ডে “The Hanged Man” নেই। ট্যারোটে এটি সাধারণত ত্যাগ, পরিবর্তন আর আধ্যাত্মিক পুনর্জন্মের প্রতীক। Eliot এখানে ইঙ্গিত করেছেন যে আধুনিক সমাজে আত্মত্যাগ বা পুনর্জন্মের কোনো আশা নেই। সমাজ আধ্যাত্মিক শূন্যতায় ডুবে আছে। Eliot–এর Waste Land তাই ত্যাগহীন, পুনর্জন্মহীন এবং মরুভূমির মতো।

0
Updated: 20 hours ago
What activity does Prufrock imagine as a measure of wasted life in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
Measuring out with coffee spoons
B
Counting endless falling leaves
C
Weighing silver and gold coins
D
Reading ancient dusty books
“Measuring out life with coffee spoons” হলো Eliot–এর অন্যতম বিখ্যাত চিত্রকল্প। এখানে বোঝানো হয়েছে, Prufrock–এর জীবন ক্ষুদ্র, একঘেয়ে এবং পুনরাবৃত্তিমূলক। প্রতিদিনের ছোট ছোট রুটিন, যেমন চা খাওয়া, তাই তার জীবন পরিমাপের একক হয়ে দাঁড়িয়েছে।
বড় কোনো কাজ বা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার বদলে, জীবনের হিসাব কফির চামচে আটকে গেছে। Eliot দেখাতে চেয়েছেন, আধুনিক মানুষের জীবন কীভাবে ক্ষুদ্রতায় পরিণত হয়েছে।

0
Updated: 19 hours ago