What sound interrupts the loveless encounter of the typist in the poem "The Waste Land"?
A
The sound of the gramophone
B
The ringing of church bells
C
The whistle of a train
D
The barking of a dog
উত্তরের বিবরণ
Typist–এর যৌন সম্পর্ক শেষে gramophone বাজতে শুরু করে। এটি একেবারে যান্ত্রিক ও শূন্য প্রতীক। সম্পর্কটা যেভাবে আবেগহীন, গানও সেভাবেই যান্ত্রিকভাবে বাজছে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক জীবনে ভালোবাসা কেবল যান্ত্রিক আনন্দে সীমাবদ্ধ হয়ে গেছে।
1
Updated: 1 month ago
What daily object does Prufrock use to measure his monotonous life in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Coffee spoons
B
Broken clocks
C
Empty glasses
D
Rusted keys
Prufrock যখন বলে, “I have measured out my life with coffee spoons,” তখন সে নিজের জীবনকে ছোট ও একঘেয়ে রুটিনের সাথে তুলনা করছে।
প্রতিদিনের সাধারণ চায়ের বা কফির চামচে জীবন মাপা মানে হলো, তার জীবন কোনো মহান কাজ বা আবেগে ভরা নয়; বরং ক্ষুদ্র দৈনন্দিনতায় আটকে গেছে। Eliot এই চিত্র ব্যবহার করেছেন আধুনিক মানুষের অস্তিত্বের সংকীর্ণতা বোঝাতে।
Coffee spoon এখানে প্রতীক হয়ে উঠেছে মধ্যবিত্ত জীবনের একঘেয়ে রুটিন, যেখানে নতুনত্ব বা সাহস নেই। এই লাইনটিই Eliot–এর কাব্যে আধুনিক মানুষের সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, যা হতাশা আর শূন্যতায় পূর্ণ।
0
Updated: 1 month ago
What phrase suggests Prufrock’s drowning in reality at the poem’s end in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“Till human voices wake us, and we drown”
B
“Till the morning bells ring, and we rise”
C
“Till the stars fall, and we dream”
D
“Till the silence speaks, and we rest”
শেষে Prufrock স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসে। মানবকণ্ঠ তাকে টেনে আনে, আর সেই বাস্তবেই সে ডুবে যায়। Eliot দেখিয়েছেন, মানুষ স্বপ্ন দেখতে চায়, কিন্তু সমাজের কণ্ঠস্বর তাকে আটকে দেয়। বাস্তব জীবনের শূন্যতা আর হতাশা Prufrock–এর জন্য ডুবে যাওয়ার মতো ভয়াবহ হয়ে ওঠে।
1
Updated: 1 month ago
What refrain in a pub scene shows women’s chatter in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“We shall drink all night”
B
“Bring another glass of wine”
C
“Sing for us loudly again”
D
“Hurry up please it’s time”
"The Waste Land" কবিতায় “A Game of Chess” অংশে মহিলারা পাবের ভেতর বারবার বলে — “Hurry up please it’s time।” এটি কেবল দোকান বন্ধের সময়ের ঘোষণা হলেও Eliot এটিকে প্রতীক করেছেন আধুনিক সমাজের যান্ত্রিক পুনরাবৃত্তির।
জীবনের প্রতিটি মুহূর্ত সময়ের চাপে বেঁধে দেওয়া, কোনো আবেগ নেই। এটি আধুনিক জীবনের শূন্যতা ও ক্লান্তি প্রকাশ করে।
0
Updated: 1 month ago