What figure says “London Bridge is falling” in the poem "The Waste Land"?
A
A nursery rhyme singer
B
A prophet
C
A sailor
D
A monk
উত্তরের বিবরণ
“London Bridge is falling down” আসলে একটি শিশুতোষ গান থেকে নেওয়া। Eliot এটি ব্যবহার করেছেন প্রতীকীভাবে। শহরের ভিত্তি ভেঙে পড়ছে, যেমন ভেঙে পড়ছে আধুনিক সভ্যতার আধ্যাত্মিক ভিত্তি। Nursery rhyme–এর সরল সুর আধুনিক সমাজের পতনকে আরও ভৌতিক করে তোলে।

0
Updated: 20 hours ago
What famous painter’s name symbolizes cultural chatter in the poem "The Love Song of J. Alfred Prufrock" in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
Michelangelo
B
Leonardo da Vinci
C
Raphael
D
Rembrandt
নারীরা বারবার Michelangelo নিয়ে কথা বলে। এটি আসলে উচ্চবিত্ত সমাজের ফ্যাশনেবল আলোচনা। Michelangelo রেনেসাঁ যুগের এক মহান শিল্পী, কিন্তু এখানে তার নাম হয়ে দাঁড়িয়েছে নিছক আড্ডার বিষয়। Eliot দেখিয়েছেন, সমাজের এ ধরনের আলাপ কতটা উপরের দিকের, আর Prufrock সেই জগত থেকে কতটা বিচ্ছিন্ন।

0
Updated: 19 hours ago
What common London location is described in “The Fire Sermon” of the poem "The Waste Land"?
Created: 21 hours ago
A
The Thames River
B
Hyde Park
C
St. Paul’s Cathedral
D
Trafalgar Square
“The Fire Sermon”–এ Thames নদীর বর্ণনা এসেছে। Eliot লিখেছেন, নদী একসময় পবিত্র ও সুন্দর ছিল, কিন্তু এখন তা দূষণ ও নোংরায় ভরে গেছে। এটি আধুনিক সমাজের দূষিত নৈতিকতার প্রতীক। Thames–এর পাশে যৌন সম্পর্কের শূন্যতা ও হতাশা ফুটে ওঠে।

0
Updated: 21 hours ago
What image represents the lifelessness of modern love in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
The typist smoothing her hair afterwards
B
The woman lighting a lamp with joy
C
The man singing passionately to her
D
The couple walking under the moon
যৌন সম্পর্ক শেষ হওয়ার পর typist কেবল চুল ঠিক করে নেয়, যেন কিছুই হয়নি। এখানে কোনো আবেগ বা আবেগীয় যোগাযোগ নেই। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন আধুনিক ভালোবাসা নিস্তেজ, যান্ত্রিক আর প্রাণহীন হয়ে গেছে। এই সাধারণ কাজটি আসলে সম্পর্কের শূন্যতাকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলে।

0
Updated: 20 hours ago