What kind of sermon influences the title “The Fire Sermon” in the poem "The Waste Land"?
A
Buddhist
B
Christian
C
Jewish
D
Islamic
উত্তরের বিবরণ
Buddha–র “Adittapariyaya Sutta” বা Fire Sermon–এ বলা হয়েছিল, সব ইন্দ্রিয় কামনার আগুনে জ্বলছে। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক যৌনতা, ভোগবাদ আর হতাশা বোঝাতে। বৌদ্ধ দৃষ্টিভঙ্গি এখানে আধ্যাত্মিক বিকল্পের ইঙ্গিত দেয়।

0
Updated: 20 hours ago
What sound interrupts the loveless encounter of the typist in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
The sound of the gramophone
B
The ringing of church bells
C
The whistle of a train
D
The barking of a dog
Typist–এর যৌন সম্পর্ক শেষে gramophone বাজতে শুরু করে। এটি একেবারে যান্ত্রিক ও শূন্য প্রতীক। সম্পর্কটা যেভাবে আবেগহীন, গানও সেভাবেই যান্ত্রিকভাবে বাজছে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক জীবনে ভালোবাসা কেবল যান্ত্রিক আনন্দে সীমাবদ্ধ হয়ে গেছে।

0
Updated: 20 hours ago
Which poet is known for “The Waste Land”?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago
What ancient Roman poet heavily influenced Eliot’s allusions in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
Ovid
B
Virgil
C
Horace
D
Catullus
Eliot Metamorphoses–এর গল্প বারবার ব্যবহার করেছেন। Philomela–র ধর্ষণ ও রূপান্তর কাহিনি এসেছে Ovid থেকে। Eliot Ovid–এর মিথ ব্যবহার করে আধুনিক যৌনতার ভাঙন ও মানবীয় কষ্ট প্রকাশ করেছেন।

0
Updated: 20 hours ago