What religious text influences the thunder’s voice in the final section of the poem "The Waste Land"?
A
The Upanishads
B
The Bible
C
The Koran
D
The Tao Te Ching
উত্তরের বিবরণ
শেষ অংশে বজ্রধ্বনি থেকে “DA” শব্দ আসে, যা উপনিষদ থেকে নেওয়া। তিনটি শিক্ষা হলো — Datta (give), Dayadhvam (sympathize), Damyata (control)। Eliot আধুনিক মানুষকে এই প্রাচ্য দর্শনের মাধ্যমে আধ্যাত্মিক পথ দেখাতে চেয়েছেন। পশ্চিমের Waste Land–এর বিপরীতে প্রাচ্যের শিক্ষাকে তিনি আশা হিসেবে দেখিয়েছেন।
0
Updated: 1 month ago
Which natural element is revived by April in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Lilacs
B
Roses
C
Daffodils
D
Violets
প্রথম অংশে বলা হয়েছে — এপ্রিল মৃত জমি থেকে “lilacs” বের করে আনে। Lilac ফুল এখানে পুনর্জন্মের প্রতীক হলেও Eliot এটিকে বেদনাদায়ক করে তুলেছেন। শীতে মানুষ মৃতপ্রায় হয়ে যায়, কিন্তু বসন্তে ফুল ফুটে জীবনের স্মৃতি জাগায়।
Eliot এই প্রতীক দিয়ে দেখিয়েছেন, জীবন যতই পুনর্জন্ম পাক, তাতে আনন্দ নেই, বরং পুরোনো ক্ষত ফিরে আসে। Lilac তাই আশা নয়, বরং যন্ত্রণার প্রতীক হয়ে ওঠে।
1
Updated: 1 month ago
What is the significance of the “yellow fog” in T. S. Eliot’s poem “The Love Song of J. Alfred Prufrock”?
Created: 3 weeks ago
A
It signifies romantic desire
B
It represents clarity and enlightenment
C
It symbolises urban decay and moral ambiguity
D
It is a literal weather phenomenon
The Love Song of J. Alfred Prufrock কবিতায় “yellow fog” শহরের অবক্ষয়, নৈতিক অস্পষ্টতা এবং আধুনিক জীবনের অস্থিরতা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
কবি Eliot ধোঁয়ার মাধ্যমে নগরের এক নিঃসঙ্গ এবং বিষণ্ণ পরিবেশ চিত্রিত করেছেন, যা প্রুফ্রকের অস্থিরতা এবং আতঙ্কের সঙ্গে সম্পর্কিত। এই ধোঁয়া তাকে নিজের মানসিক বিভ্রান্তি এবং অনিশ্চয়তার মধ্যে আরও আটকে রাখে।
1
Updated: 3 weeks ago
Which famous literary work influences the epigraph of Prufrock in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Dante’s Inferno
B
Homer’s Iliad
C
Virgil’s Aeneid
D
Milton’s Paradise Lost
Prufrock–এর শুরুতে একটি epigraph আছে, যা নেওয়া হয়েছে Dante–র Inferno থেকে। সেখানে Guido da Montefeltro নামের একটি চরিত্র নরকে আটকে থেকে স্বীকার করে যে সে কেবল তখনই তার গোপন কথা বলছে কারণ কেউ নরক থেকে ফিরে জীবিত পৃথিবীতে এই কথা জানাবে না।
Eliot এই উদ্ধৃতি ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে Prufrock–এর কণ্ঠস্বরও এক ধরনের গোপন স্বীকারোক্তি, যা সে সমাজের সামনে বলতে পারে না। Dante–র এই প্রভাব কবিতাকে গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক প্রেক্ষাপটে নিয়ে গেছে। Eliot দেখাতে চেয়েছেন যে Prufrock–এর স্বীকারোক্তিও ততটাই ব্যক্তিগত এবং শূন্যে আটকে থাকা কণ্ঠস্বর, যা কেউ শোনে না।
0
Updated: 1 month ago