Which character sings “O the moon shone bright on Mrs. Porter” in the poem "The Waste Land"?
A
Australian soldiers
B
German students
C
Italian fishermen
D
English sailors
উত্তরের বিবরণ
“The Fire Sermon” অংশে সৈনিকদের একটি গান উদ্ধৃত হয়েছে — “O the moon shone bright on Mrs. Porter.” Eliot এটি ব্যবহার করেছেন প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকদের জীবনের ক্লান্তি, যৌনতা এবং কষ্ট বোঝাতে। গানটি হালকা মনে হলেও, আসলে সমাজের নৈতিক শূন্যতাকে প্রকাশ করে।
0
Updated: 1 month ago
What type of chess imagery is used in the second section of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Women’s sterile luxury
B
Soldiers’ battle strategy
C
Kings’ heroic moves
D
Children’s playful game
“A Game of Chess” অংশে একজন নারীর বিলাসবহুল সাজঘর বর্ণনা করা হয়েছে। সাজঘরটি জাঁকজমকপূর্ণ হলেও আবেগহীন। Chess এখানে প্রতীক হয়েছে সম্পর্কের কৌশল, যেখানে আবেগ নেই, আছে শুধু হিসাব। Eliot দেখিয়েছেন আধুনিক প্রেম কিভাবে ভোগবাদী ও প্রাণহীন হয়ে উঠেছে।
0
Updated: 1 month ago
What phrase shows Prufrock’s concern with outward appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“My morning coat, my collar mounting firmly to the chin”
B
“My voice echoing across the hollow night”
C
“My shoes polished bright with silver light”
D
“My hat shading the weary eyes within”
Prufrock তার পোশাক ও সাজসজ্জা নিয়ে অতি সচেতন। সে ভাবে, তার morning coat আর collar মানুষ কীভাবে লক্ষ্য করবে। এই ক্ষুদ্র বাহ্যিকতা নিয়ে তার চিন্তা আসলে তার গভীর অনিশ্চয়তার প্রতীক।
জীবনের বড় প্রশ্ন থেকে দূরে সরে, সে ক্ষুদ্র বাহ্যিকতা নিয়েই ব্যস্ত হয়ে থাকে। Eliot এই চিত্র দিয়ে আধুনিক মানুষের ভেতরের ভঙ্গুরতা ও আত্মবিশ্বাসের অভাব তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
What weather condition mixes memory and desire in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Spring rain
B
Autumn wind
C
Winter snow
D
Summer storm
Eliot লিখেছেন, “Mixing memory and desire, stirring dull roots with spring rain.” এখানে বৃষ্টির চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসন্তের বৃষ্টি মৃত শিকড়কে জাগিয়ে তোলে, কিন্তু সেই জাগরণ আনন্দ আনে না; বরং পুরোনো স্মৃতি ও দমিয়ে রাখা আকাঙ্ক্ষাকে ফিরিয়ে আনে।
Eliot–এর চোখে বসন্ত হলো যন্ত্রণার সময়। প্রকৃতির নবজাগরণ মানুষের ভেতরের ব্যর্থতা আর হতাশাকে আবার মনে করিয়ে দেয়। ফলে বৃষ্টি হয়ে ওঠে মিশ্র অনুভূতির প্রতীক।
0
Updated: 1 month ago