Which character sings “O the moon shone bright on Mrs. Porter” in the poem "The Waste Land"?
A
Australian soldiers
B
German students
C
Italian fishermen
D
English sailors
উত্তরের বিবরণ
“The Fire Sermon” অংশে সৈনিকদের একটি গান উদ্ধৃত হয়েছে — “O the moon shone bright on Mrs. Porter.” Eliot এটি ব্যবহার করেছেন প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকদের জীবনের ক্লান্তি, যৌনতা এবং কষ্ট বোঝাতে। গানটি হালকা মনে হলেও, আসলে সমাজের নৈতিক শূন্যতাকে প্রকাশ করে।

0
Updated: 20 hours ago
What phrase reflects Prufrock’s trivial worries about his body in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
“How his hair is growing thin!”
B
“How his lips are turning blue!”
C
“How his hands are shaking fast!”
D
“How his skin is turning pale!”
Prufrock ভয় পায় যে মানুষ তার টাক পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে মন্তব্য করবে। এই ভয় আসলে তার আত্মবিশ্বাসহীনতার প্রতীক। বয়স বাড়া এবং বাহ্যিক পরিবর্তন তাকে আতঙ্কিত করে। Eliot এখানে মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রতি সামাজিক চাপ ও উদ্বেগ দেখিয়েছেন। Prufrock–এর ক্ষেত্রে এই ক্ষুদ্র বিষয়ও তার ভেতরের দ্বিধাকে আরও বাড়িয়ে তোলে।

0
Updated: 19 hours ago
What symbol reflects Prufrock’s habit of postponement in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
“There will be time”
B
“The world ends tomorrow”
C
“The door is forever closed”
D
“The night is without end”
Prufrock বারবার মনে করিয়ে দেয় নিজেকে — “There will be time।” এই লাইন তার দ্বিধা আর কালক্ষেপণের প্রতীক। সে মনে করে, ভালোবাসা প্রকাশ করার, কাজ করার বা সাহস দেখানোর জন্য প্রচুর সময় আছে।
কিন্তু এই অজুহাতই তাকে স্থবির করে রাখে। Eliot এখানে আধুনিক মানুষের অভ্যাস দেখিয়েছেন — কাজ ফেলে রাখা, পরে করার অজুহাত খোঁজা। কিন্তু শেষ পর্যন্ত সময় ফুরিয়ে যায়, আর কিছুই করা হয় না।

0
Updated: 19 hours ago
Who wrote The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
Alfred Tennyson
B
William Butler Yeats
C
Robert Browning
D
T. S. Eliot

0
Updated: 1 month ago