What occupation is associated with Mr. Eugenides in the poem "The Waste Land"?
A
Smyrna merchant
B
German banker
C
French soldier
D
English lawyer
উত্তরের বিবরণ
“The Fire Sermon” অংশে Mr. Eugenides নামের একজন ব্যবসায়ীর উল্লেখ আছে, যিনি Smyrna থেকে আসা। সে প্রলোভন আর ব্যবসার প্রতীক। Eliot তাকে ব্যবহার করেছেন আধুনিক জীবনের ভোগবাদ আর বাণিজ্যকেন্দ্রিক মানসিকতা বোঝাতে। সে আর্ট বা আধ্যাত্মিকতার সাথে যুক্ত নয়, বরং শুধু ব্যবসা ও যৌন আকাঙ্ক্ষায় ব্যস্ত।
0
Updated: 1 month ago
What role does Prufrock imagine for himself instead of being Hamlet in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
An attendant lord
B
A wandering poet
C
A humble priest
D
A forgotten soldier
সে ভাবে, সে কেবল এক “attendant lord।” মানে হলো এমন একজন, যে নাটকে মূল চরিত্র নয়, কেবল পার্শ্বচরিত্র। তার কাজ হলো সাহায্য করা বা পাশে দাঁড়ানো। Eliot এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন, Prufrock নিজেকে তুচ্ছ এবং গুরুত্বহীন মনে করে। তার জীবনে কোনো বীরত্ব নেই।
0
Updated: 1 month ago
What historical event is alluded to in “Unreal City” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
World War I
B
The French Revolution
C
The American Civil War
D
The Russian Revolution
Eliot লন্ডনের বর্ণনায় যুদ্ধ–পরবর্তী ইউরোপের ছবি এঁকেছেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে লাখ লাখ মানুষ মারা যায়, আর শহর ভরে যায় হতাশায়। “Unreal City” আসলে যুদ্ধ–পরবর্তী লন্ডনের প্রতীক।
Eliot দেখিয়েছেন, যুদ্ধ শুধু ধ্বংসই আনে না, মানুষের জীবন থেকেও প্রাণশক্তি কেড়ে নেয়। শহরটা মৃতদের শহরে পরিণত হয়।
0
Updated: 1 month ago
What kind of evening atmosphere does Eliot describe with fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Restless and suffocating
B
Bright and cheerful
C
Cold and festive
D
Calm and clear
হলুদ কুয়াশা শহরের ওপর এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরিবেশটা অস্থির এবং দমবন্ধ হয়ে আসে। Eliot এর বর্ণনায় দেখা যায় কুয়াশা জানালায় ঘষে, ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। এই দৃশ্য শহরের দমবন্ধ পরিবেশকে প্রকাশ করে, যেখানে মানুষও মানসিকভাবে চাপে আছে।
Prufrock নিজেকে এমন এক ক্লান্ত পরিবেশের মধ্যে খুঁজে পায়, যা তার ভেতরের হতাশা আর উদ্বেগকে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago