What common London location is described in “The Fire Sermon” of the poem "The Waste Land"?
A
The Thames River
B
Hyde Park
C
St. Paul’s Cathedral
D
Trafalgar Square
উত্তরের বিবরণ
“The Fire Sermon”–এ Thames নদীর বর্ণনা এসেছে। Eliot লিখেছেন, নদী একসময় পবিত্র ও সুন্দর ছিল, কিন্তু এখন তা দূষণ ও নোংরায় ভরে গেছে। এটি আধুনিক সমাজের দূষিত নৈতিকতার প্রতীক। Thames–এর পাশে যৌন সম্পর্কের শূন্যতা ও হতাশা ফুটে ওঠে।
0
Updated: 1 month ago
What metaphor expresses Prufrock’s paralysis before taking action in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“There will be time to murder and create”
B
“There will be dreams to follow and hold”
C
“There will be fires to burn and glow”
D
“There will be lights to guide and shine”
Prufrock মনে করে, সবকিছুর জন্য প্রচুর সময় আছে — এমনকি হত্যা আর সৃষ্টি করারও। কিন্তু এই আশ্বাসই তাকে স্থবির করে দেয়। Eliot এখানে procrastination বা কালক্ষেপণের ভয়ঙ্কর দিক দেখিয়েছেন। Prufrock কাজ না করে শুধু সময়ের ওপর ভরসা করে, আর এভাবেই তার জীবন অপচয় হয়।
0
Updated: 1 month ago
What nursery rhyme concludes with London Bridge the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“London Bridge is falling”
B
“Ring a Ring o’ Roses”
C
“Jack and Jill”
D
“Humpty Dumpty”
“The Waste Land” কবিতায় Eliot শেষে শিশুতোষ গান এনেছেন — “London Bridge is falling down।” এখানে শহরের পতন বোঝানো হয়েছে। Nursery rhyme–এর নির্দোষ সুর আধুনিক সভ্যতার পতনের সাথে মিশে ভয়ানক হয়ে ওঠে।
0
Updated: 1 month ago
What are the streets in The Love Song of J. Alfred Prufrock compared to?
Created: 2 weeks ago
A
Etherized patient
B
Tedious arguments
C
Cheap hotels
D
Yellow fog
টি. এস. এলিয়টের “The Love Song of J. Alfred Prufrock” কবিতায় শহরের রাস্তাগুলোকে “tedious arguments” অর্থাৎ একঘেয়ে তর্ক-বিতর্কের সঙ্গে তুলনা করা হয়েছে। এই তুলনা কবির আধুনিক নগরজীবনের ক্লান্তি, বিভ্রান্তি ও উদ্দেশ্যহীনতার অনুভূতিকে প্রতিফলিত করে। রাস্তাগুলোর জটিলতা মানুষের চিন্তা ও মানসিক অস্থিরতার প্রতীক হিসেবে উঠে আসে।
-
কবিতার শুরুতেই কবি পাঠককে আহ্বান করেন এক মানসিক যাত্রায়, যেখানে “streets that follow like a tedious argument” মানুষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতিফলন।
-
“Tedious arguments” শব্দবন্ধটি ইঙ্গিত করে জীবনের নিরস ও পুনরাবৃত্তিমূলক অভিজ্ঞতাকে, যা প্রুফরকের মানসিক দোদুল্যমানতার সাথে মিলে যায়।
-
এই তুলনার মাধ্যমে এলিয়ট শহুরে জীবনের জটিলতা ও মানুষের আত্ম-সন্দেহকে (self-doubt) চিত্রিত করেছেন।
0
Updated: 2 weeks ago