Who is the central unifying figure in “The Waste Land”?
A
Tiresias
B
Hamlet
C
Oedipus
D
Orpheus
উত্তরের বিবরণ
Eliot নিজেই লিখেছিলেন যে Tiresias পুরো কবিতার কেন্দ্রীয় চরিত্র। সে অন্ধ ভবিষ্যদ্বক্তা, যিনি পুরুষ ও নারী উভয়ের অভিজ্ঞতা লাভ করেছেন। ফলে সে সব ঘটনার একক সাক্ষী। Eliot তার মাধ্যমে আধুনিক জীবনের হতাশা, যৌনতা আর শূন্যতাকে একত্রে দেখিয়েছেন। Tiresias–এর উপস্থিতি কবিতাকে এক সুতায় বাঁধে।

0
Updated: 20 hours ago
Which mythological fertility figure underlies the structure of the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
The Fisher King
B
Hercules
C
Perseus
D
Achilles
Fisher King মিথ কবিতার মূল কাঠামো। তার আঘাতের কারণে দেশ উর্বরতা হারিয়েছে। Eliot এই কাহিনি ব্যবহার করে দেখিয়েছেন, আধুনিক ইউরোপও আধ্যাত্মিকভাবে মৃত। Fisher King সুস্থ হলে দেশ বাঁচবে, যেমন মানুষ আধ্যাত্মিক পুনর্জন্ম পেলে সভ্যতা টিকবে।

0
Updated: 20 hours ago
What mythological hero does Prufrock deny being in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
Prince Hamlet
B
Achilles
C
Hercules
D
Odysseus
Prufrock স্বীকার করে নেয় যে সে Hamlet নয়। Hamlet ছিলেন নাটকের কেন্দ্রীয় নায়ক, যিনি দেরি করলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। কিন্তু Prufrock নিজেকে এমন নায়কোচিত চরিত্র মনে করে না। সে ভাবে, সে কেবল এক গৌণ ব্যক্তি, যাকে কেউ মনে রাখবে না। Eliot এভাবে তার আত্মবিশ্বাসহীনতা তুলে ধরেছেন।

0
Updated: 19 hours ago
What repeated phrase highlights the women’s social chatter in the poem "The Love Song of J. Alfred Prufrock" in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 20 hours ago
A
“Talking of Michelangelo”
B
“Discussing the paintings”
C
“Whispering of Shakespeare”
D
“Speaking of the cosmos”
এই লাইনটি কবিতায় এক ধরনের refrain হিসেবে এসেছে। Eliot ইচ্ছাকৃতভাবে এটি বারবার ব্যবহার করেছেন, যাতে উচ্চবিত্ত সমাজের আলাপচারিতা কতটা পুনরাবৃত্তিমূলক এবং উপরিভাগে সীমাবদ্ধ তা প্রকাশ পায়।
Michelangelo–এর নাম রেনেসাঁ শিল্পকলার প্রতীক, কিন্তু এখানে তা কেবল ফ্যাশনেবল আড্ডার বিষয় হয়ে দাঁড়িয়েছে। Prufrock এই ধরনের কথোপকথনে নিজেকে বিচ্ছিন্ন মনে করে, কারণ সে নিজের দুর্বলতা এবং সামাজিক অযোগ্যতার মধ্যে ডুবে থাকে। নারীদের এই আলাপ আসলে সমাজের এক রকম শূন্যতা ও ভণ্ডামি বোঝায়।
এভাবে Eliot আধুনিক নগরজীবনের অর্থহীন কথাবার্তার ছবি আঁকেন, যা Prufrock–এর একাকিত্বকে আরও তীব্র করে তোলে।

0
Updated: 20 hours ago