What biblical valley is evoked in “The Waste Land”?
A
The Valley of the Shadow of Death
B
The Valley of Dry Bones
C
The Valley of Cedars
D
The Valley of Jordan
উত্তরের বিবরণ
Eliot Ezekiel–এর ভবিষ্যদ্বাণী থেকে “Valley of Dry Bones” এর উল্লেখ করেছেন। এখানে শুকনো হাড়ে ভরা উপত্যকা পুনর্জীবনের জন্য অপেক্ষা করছে। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধুনিক সভ্যতার মৃত অবস্থার প্রতিফলন হিসেবে। মানুষ আধ্যাত্মিকভাবে মৃত, যেমন হাড় শুকিয়ে পড়ে আছে, এবং জীবনের কোনো প্রাণশক্তি নেই।
3
Updated: 1 month ago
What mythological transformation is linked with Tiresias in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Changing from man to woman
B
Rising from death to life
C
Turning into a bird
D
Becoming a river god
Tiresias–এর কাহিনিতে বলা হয়, সে একসময় নারী রূপ ধারণ করেছিল এবং পরে আবার পুরুষ হয়। Eliot এটি ব্যবহার করেছেন লিঙ্গের অভিজ্ঞতা মিলিয়ে দেখাতে।
তাই Tiresias কবিতায় যৌন সম্পর্কের অভিজ্ঞতা বোঝার মূল চরিত্র। তার দ্বৈত পরিচয় আধুনিক সমাজের জটিলতাকে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago
What metaphor does Prufrock use to describe the evening sky in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“Like a patient etherised upon a table”
B
“Like a flower blooming in silence”
C
“Like a candle burning in the dark”
D
“Like a child sleeping in a cradle”
সন্ধ্যার আকাশকে Prufrock তুলনা করেছে এক অচেতন রোগীর সাথে। এটি সাধারণ রোমান্টিক বর্ণনার বিপরীত। Eliot ইচ্ছে করেই ভীতিকর ছবি ব্যবহার করেছেন, যাতে আধুনিক জীবনের স্থবিরতা ও অসাড়তা ধরা পড়ে। আকাশ যেন প্রাণহীন হয়ে অপারেশনের টেবিলে পড়ে আছে।
0
Updated: 1 month ago
What kind of evening atmosphere does Eliot describe with fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Restless and suffocating
B
Bright and cheerful
C
Cold and festive
D
Calm and clear
হলুদ কুয়াশা শহরের ওপর এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরিবেশটা অস্থির এবং দমবন্ধ হয়ে আসে। Eliot এর বর্ণনায় দেখা যায় কুয়াশা জানালায় ঘষে, ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। এই দৃশ্য শহরের দমবন্ধ পরিবেশকে প্রকাশ করে, যেখানে মানুষও মানসিকভাবে চাপে আছে।
Prufrock নিজেকে এমন এক ক্লান্ত পরিবেশের মধ্যে খুঁজে পায়, যা তার ভেতরের হতাশা আর উদ্বেগকে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago