What language is used in Marie’s recollections in the poem "The Waste Land"?
A
German
B
Italian
C
French
D
Latin
উত্তরের বিবরণ
Marie যখন তার অতীত স্মৃতি বলে, তখন কিছু লাইন জার্মান ভাষায় এসেছে — যেমন “Bin gar keine Russin, stamm’ aus Litauen, echt deutsch.” Eliot ইচ্ছে করে ভাষার মিশ্রণ ব্যবহার করেছেন, যাতে ইউরোপের বহুমুখিতা এবং বিভক্তি ধরা পড়ে। জার্মান ভাষার এই ব্যবহার কবিতাকে বহুসাংস্কৃতিক ও আধুনিকতার প্রতিফলন করে তুলেছে।
1
Updated: 1 month ago
What symbol represents sexual corruption along the Thames in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Prostitutes and river songs
B
Broken nets and dead fish
C
Drunken sailors and loud bells
D
Burning ships and falling stars
Thames নদীর পাশে যৌন দুর্নীতি ও পতিতাবৃত্তির চিত্র Eliot এঁকেছেন। একসময় যেখানে নদী পবিত্র ছিল, এখন সেখানে কেবল ভোগবাদী আচরণ আর গান। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতীক।
1
Updated: 1 month ago
How does Eliot use multiple languages in the poem "The Waste Land"?
Created: 3 weeks ago
A
To confuse the reader
B
To reflect the fragmentation and diversity of culture
C
To indicate geographic settings
D
To simplify poetic structure
The Waste Land এ Eliot বিভিন্ন ভাষা ব্যবহার করেছেন যেমন লাতিন, ফরাসি এবং জার্মান। এটি আধুনিক পৃথিবীর সাংস্কৃতিক বিভ্রান্তি, জটিলতা এবং মানুষের মানসিক বিভ্রান্তিকে প্রতিফলিত করে। ভিন্ন ভাষার ব্যবহার পাঠককে মানসিক এবং সাংস্কৃতিক বিচ্ছিন্নতার অভিজ্ঞতা দেয়।
1
Updated: 3 weeks ago
What message does the ending “Shantih” convey in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
A final call for destruction
B
A peace beyond human understanding
C
A reminder of endless war
D
A farewell to civilisation
Eliot "The Waste Land" কবিতা শেষ করেছেন “Shantih shantih shantih” দিয়ে। এটি উপনিষদের সমাপ্তি মন্ত্র। এর অর্থ — এমন শান্তি যা মানুষের বোঝার বাইরে। Waste Land ধ্বংস, হতাশা, মৃত্যুর কবিতা হলেও শেষে Eliot আধ্যাত্মিক মুক্তির সম্ভাবনা দেখিয়েছেন। এটি এক প্রার্থনা ও সমাধি।
0
Updated: 1 month ago