What common London location is described in “The Fire Sermon” of the poem "The Waste Land"?
A
The Thames River
B
Hyde Park
C
St. Paul’s Cathedral
D
Trafalgar Square
উত্তরের বিবরণ
“The Fire Sermon”–এ Thames নদীর বর্ণনা এসেছে। Eliot লিখেছেন, নদী একসময় পবিত্র ও সুন্দর ছিল, কিন্তু এখন তা দূষণ ও নোংরায় ভরে গেছে। এটি আধুনিক সমাজের দূষিত নৈতিকতার প্রতীক। Thames–এর পাশে যৌন সম্পর্কের শূন্যতা ও হতাশা ফুটে ওঠে।

0
Updated: 21 hours ago
What mythological hero does Prufrock deny being in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
Prince Hamlet
B
Achilles
C
Hercules
D
Odysseus
Prufrock স্বীকার করে নেয় যে সে Hamlet নয়। Hamlet ছিলেন নাটকের কেন্দ্রীয় নায়ক, যিনি দেরি করলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। কিন্তু Prufrock নিজেকে এমন নায়কোচিত চরিত্র মনে করে না। সে ভাবে, সে কেবল এক গৌণ ব্যক্তি, যাকে কেউ মনে রাখবে না। Eliot এভাবে তার আত্মবিশ্বাসহীনতা তুলে ধরেছেন।

0
Updated: 19 hours ago
Which character sings “O the moon shone bright on Mrs. Porter” in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
Australian soldiers
B
German students
C
Italian fishermen
D
English sailors
“The Fire Sermon” অংশে সৈনিকদের একটি গান উদ্ধৃত হয়েছে — “O the moon shone bright on Mrs. Porter.” Eliot এটি ব্যবহার করেছেন প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকদের জীবনের ক্লান্তি, যৌনতা এবং কষ্ট বোঝাতে। গানটি হালকা মনে হলেও, আসলে সমাজের নৈতিক শূন্যতাকে প্রকাশ করে।

0
Updated: 20 hours ago
Which poet is known for “The Waste Land”?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago