"In T.S. Eliot's poem The Waste Land, which tarot card does Madame Sosostris say is missing from her pack?"
A
The Hanged Man
B
The Wheel of Fortune
C
The Star
D
The Tower
উত্তরের বিবরণ
Sosostris–এর কার্ডে “The Hanged Man” নেই। ট্যারোটে এটি সাধারণত ত্যাগ, পরিবর্তন আর আধ্যাত্মিক পুনর্জন্মের প্রতীক। Eliot এখানে ইঙ্গিত করেছেন যে আধুনিক সমাজে আত্মত্যাগ বা পুনর্জন্মের কোনো আশা নেই। সমাজ আধ্যাত্মিক শূন্যতায় ডুবে আছে। Eliot–এর Waste Land তাই ত্যাগহীন, পুনর্জন্মহীন এবং মরুভূমির মতো।
1
Updated: 1 month ago
What final action drowns Prufrock at the close of the poem in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Human voices woke him from a dream
B
Waves of fire burning his soul
C
Falling stars crashing to the earth
D
Empty winds blowing through the night
কবিতার একেবারে শেষে Prufrock স্বপ্ন থেকে বাস্তবে ফিরিয়ে আনা হয় মানবকণ্ঠে। সে কল্পনা করেছিল mermaid–দের গান, কিন্তু বাস্তবে মানবকণ্ঠই তাকে টেনে আনে। বাস্তবে ফেরার সাথে সাথেই সে মনে করে, সে ডুবে যাচ্ছে।
Eliot দেখিয়েছেন, স্বপ্ন আর বাস্তবের দ্বন্দ্ব আধুনিক মানুষকে কিভাবে গ্রাস করে। বাস্তবতার কঠিন কণ্ঠস্বর তার কল্পনার জগতকে ভেঙে দেয়।
0
Updated: 1 month ago
What does “bee-loud glade” suggest?
Created: 1 month ago
A
Silence of death
B
Joy of city life
C
Busy activity of nature
D
Political protest
“The Lake Isle of Innisfree” কবিতায় bee-loud glade” বোঝায় একটি মাঠ বা প্রান্তর যেখানে মৌমাছির গুঞ্জন শোনা যায়। এটি প্রকৃতির সক্রিয়তা, শ্রম এবং আনন্দের প্রতীক।
এখানে শান্তি মানে নিস্তব্ধতা নয়, বরং প্রকৃতির স্বাভাবিক কর্মচঞ্চলতা। মৌমাছির শব্দ শান্তির সঙ্গে এক ধরণের সুর মেলায়। Yeats এখানে প্রকৃতির জীবনবোধ ও সক্রিয়তাকে তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
What phrase refers to the sexual emptiness of the typist’s life in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“The young man carbuncular”
B
“The noble knight”
C
“The holy prophet”
D
“The tired pilgrim”
"The Waste Land" কবিতায় Typist–এর কাছে আসে এক তরুণ, যাকে বলা হয়েছে “young man carbuncular।” সে একেবারে কদর্য ও কামুক। তার সাথে সম্পর্ক যান্ত্রিক, আবেগহীন। Eliot এই চরিত্র দিয়ে আধুনিক যৌনতার হতাশা ও ভোগবাদী দিক প্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago