Who is the clairvoyant woman in “The Waste Land”?
A
Madame Sosostris
B
Lady Philomel
C
Queen Dido
D
Marie of Bavaria
উত্তরের বিবরণ
Madame Sosostris হলো কবিতার একটি চরিত্র, যাকে “the wisest woman in Europe” বলা হয়েছে। সে ট্যারোট কার্ড পড়ে ভবিষ্যৎ বলে। Eliot এখানে কুসংস্কার, ছলনা আর ভণ্ডামির প্রতীক দেখিয়েছেন।
Sosostris আধুনিক সমাজের আধ্যাত্মিক শূন্যতার প্রতিফলন। মানুষ যখন প্রকৃত বিশ্বাস হারায়, তখন ভুয়া ভবিষ্যদ্বক্তার কাছে যায়। Eliot ব্যঙ্গ করে এই চরিত্র ব্যবহার করেছেন, যাতে আধুনিকতার মিথ্যা আধ্যাত্মিকতা স্পষ্ট হয়।
0
Updated: 1 month ago
What kind of poem is The Love Song of J. Alfred Prufrock?
Created: 2 months ago
A
Dramatic monologue
B
Epic
C
Ode
D
Ballad
0
Updated: 2 months ago
What is the significance of the repeated reference to “evening” in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 3 weeks ago
A
It represents new beginnings and hope
B
It indicates Prufrock’s social gatherings
C
It symbolises melancholy, introspection, and the passage of time
D
It is used as a symbol of physical beauty
The Love Song of J. Alfred Prufrock কবিতায়, “evening” বারংবার উল্লেখ করা হয়েছে বিষণ্ণতা, আত্ম-অন্বেষণ এবং সময়ের অগ্রগতি বোঝানোর জন্য। সন্ধ্যার নীরবতা এবং অন্ধকার প্রুফ্রকের মনোভাবকে প্রতিফলিত করে—তার দ্বিধা, দ্বন্দ্ব এবং নিজের জীবনের সীমাবদ্ধতা উপলব্ধি। Eliot এখানে সময়ের অমিত প্রবাহ এবং জীবনের ক্ষণস্থায়িতা তুলে ধরেছেন।
0
Updated: 3 weeks ago
What tone dominates Prufrock’s reflections on social interaction in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Irony and frustration
B
Joy and optimism
C
Rage and rebellion
D
Wonder and excitement
Prufrock মানুষের সাথে মেশার কথা বলতে গিয়ে এক ধরনের ব্যঙ্গ আর হতাশা প্রকাশ করে। সে জানে, সামাজিক অনুষ্ঠানে মানুষ শুধু উপরের দিকের কথাবার্তাই বলে। এ ধরনের আলাপচারিতা তাকে একঘেয়ে এবং ফাঁপা মনে হয়।
Eliot এই ব্যঙ্গাত্মক সুর ব্যবহার করে আধুনিক সমাজের শূন্যতা তুলে ধরেছেন। Prufrock–এর চোখে সামাজিক যোগাযোগ আসলে ব্যর্থতা আর কৃত্রিমতায় ভরা, যা তাকে আরও বিচ্ছিন্ন করে তোলে।
0
Updated: 1 month ago