"In T.S. Eliot's poem The Waste Land, which tarot card does Madame Sosostris say is missing from her pack?"
A
The Hanged Man
B
The Wheel of Fortune
C
The Star
D
The Tower
উত্তরের বিবরণ
Sosostris–এর কার্ডে “The Hanged Man” নেই। ট্যারোটে এটি সাধারণত ত্যাগ, পরিবর্তন আর আধ্যাত্মিক পুনর্জন্মের প্রতীক। Eliot এখানে ইঙ্গিত করেছেন যে আধুনিক সমাজে আত্মত্যাগ বা পুনর্জন্মের কোনো আশা নেই। সমাজ আধ্যাত্মিক শূন্যতায় ডুবে আছে। Eliot–এর Waste Land তাই ত্যাগহীন, পুনর্জন্মহীন এবং মরুভূমির মতো।

0
Updated: 21 hours ago
What figure says “London Bridge is falling” in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
A nursery rhyme singer
B
A prophet
C
A sailor
D
A monk
“London Bridge is falling down” আসলে একটি শিশুতোষ গান থেকে নেওয়া। Eliot এটি ব্যবহার করেছেন প্রতীকীভাবে। শহরের ভিত্তি ভেঙে পড়ছে, যেমন ভেঙে পড়ছে আধুনিক সভ্যতার আধ্যাত্মিক ভিত্তি। Nursery rhyme–এর সরল সুর আধুনিক সমাজের পতনকে আরও ভৌতিক করে তোলে।

0
Updated: 20 hours ago
Who is the clairvoyant woman in “The Waste Land”?
Created: 21 hours ago
A
Madame Sosostris
B
Lady Philomel
C
Queen Dido
D
Marie of Bavaria
Madame Sosostris হলো কবিতার একটি চরিত্র, যাকে “the wisest woman in Europe” বলা হয়েছে। সে ট্যারোট কার্ড পড়ে ভবিষ্যৎ বলে। Eliot এখানে কুসংস্কার, ছলনা আর ভণ্ডামির প্রতীক দেখিয়েছেন।
Sosostris আধুনিক সমাজের আধ্যাত্মিক শূন্যতার প্রতিফলন। মানুষ যখন প্রকৃত বিশ্বাস হারায়, তখন ভুয়া ভবিষ্যদ্বক্তার কাছে যায়। Eliot ব্যঙ্গ করে এই চরিত্র ব্যবহার করেছেন, যাতে আধুনিকতার মিথ্যা আধ্যাত্মিকতা স্পষ্ট হয়।

0
Updated: 21 hours ago
What phrase reflects Prufrock’s trivial worries about his body in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
“How his hair is growing thin!”
B
“How his lips are turning blue!”
C
“How his hands are shaking fast!”
D
“How his skin is turning pale!”
Prufrock ভয় পায় যে মানুষ তার টাক পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে মন্তব্য করবে। এই ভয় আসলে তার আত্মবিশ্বাসহীনতার প্রতীক। বয়স বাড়া এবং বাহ্যিক পরিবর্তন তাকে আতঙ্কিত করে। Eliot এখানে মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রতি সামাজিক চাপ ও উদ্বেগ দেখিয়েছেন। Prufrock–এর ক্ষেত্রে এই ক্ষুদ্র বিষয়ও তার ভেতরের দ্বিধাকে আরও বাড়িয়ে তোলে।

0
Updated: 19 hours ago