মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?
A
যকৃত
B
ফুসফুস
C
ত্বক
D
ফিমার
উত্তরের বিবরণ
ত্বক (Skin) হলো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ, যা সমগ্র শরীরকে আচ্ছাদিত করে। এটি শরীরের গঠন বজায় রাখা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং রোগজীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার গুরুত্বপূর্ণ কাজ করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ত্বকের গড় আয়তন প্রায় ১.৫–২ বর্গমিটার এবং এর ওজন প্রায় ৩–৪ কেজি।
মানবদেহ সম্পর্কিত আরও কিছু তথ্য:
-
দেহের দীর্ঘতম কোষ হলো নিউরন।
-
দেহের সবচেয়ে বড় অস্থি হলো ফিমার (Femur)।
-
দেহের বৃহত্তম গ্রন্থি হলো যকৃত (Liver)।
0
Updated: 1 month ago
ট্রাইকোডার্মা কোন তাপমাত্রায় বংশবিস্তার করতে পারে?
Created: 4 weeks ago
A
৫–১০° সে.
B
৪০–৫০° সে.
C
১০–১৫° সে.
D
২৫–৩০° সে.
ট্রাইকোডার্মা এক ধরনের উপকারী ছত্রাক যা কৃষিক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আবর্জনা থেকে সার তৈরিতে, মাটির উর্বরতা বৃদ্ধিতে এবং উদ্ভিদকে রোগ থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। এর বৈশিষ্ট্যগুলো হলো—
-
ট্রাইকোডার্মা হলো এক প্রকার অণুজীব ছত্রাক, যা মাটিতে প্রাকৃতিকভাবে বিদ্যমান থাকে।
-
ময়লা-আবর্জনার সাথে ব্যবহার করে যে সার তৈরি করা হয় তাকে ট্রাইকোডার্মা অণুজীব সার বলা হয়।
-
এটি ২৫-৩০° সে. তাপমাত্রায় বংশবিস্তার করতে পারে, ফলে উষ্ণ ও আর্দ্র পরিবেশে সহজে বৃদ্ধি পায়।
-
এর জীবনচক্র সম্পন্ন হয় বিভিন্ন পচনশীল দ্রব্য বিয়োজন করার মাধ্যমে।
-
ট্রাইকো কম্পোস্ট তৈরির ক্ষেত্রে ট্রাইকোডার্মা অত্যন্ত উপযোগী।
-
এর বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি অন্যান্য ছত্রাক বা অণুজীবের তুলনায় কাঠের গুঁড়া কিংবা গাছের শক্ত অংশের মতো কঠিন পদার্থ বিয়োজন করতে সক্ষম।
-
মাটিতে এর কোনো নেতিবাচক প্রভাব নেই, বরং এটি পরিবেশবান্ধব।
-
এটি গাছে রোগ সৃষ্টিকারী অনেক রোগজীবাণু খেয়ে ফেলে এবং উদ্ভিদকে সুরক্ষা দেয়। এজন্য একে বলা হয় ডক্টরস ফাঙ্গাস।
0
Updated: 4 weeks ago
মানুষের শরীরের ওজনের কত শতাংশ ক্যালসিয়াম দ্বারা গঠিত?
Created: 3 weeks ago
A
৮%
B
৫%
C
২%
D
১০%
ক্যালসিয়াম (Calcium, Ca) খনিজ উপাদান:
-
ক্যালসিয়াম প্রাণীদের হাড় ও দাঁতের প্রধান উপাদান।
-
মানুষের শরীরের মোট ওজনের প্রায় ২% ক্যালসিয়াম।
-
খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সর্বাধিক।
-
অস্থি ও দাঁতে ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে ৯০% শরীরে সঞ্চিত থাকে।
-
রক্ত এবং লসিকাতেও ক্যালসিয়ামের উপস্থিতি রয়েছে।
উৎস:
-
উদ্ভিজ্জ উৎস: ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, লালশাক, পালংশাক, কচুশাক, কলমিশাক, বাঁধঁকপি, ফল।
-
প্রাণিজ উৎস: দুধ, ডিম, ছোট মাছ, শুঁটকি মাছ ইত্যাদি।
গুরুত্ব:
-
হাড় ও দাঁতের গঠন শক্ত রাখতে ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজনীয়।
-
রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচন, স্নায়ু ও পেশির সঞ্চালনে সাহায্য করে।
অভাবের প্রভাব:
-
রিকেটস এবং বয়স্ক নারীদের মধ্যে অস্টিওম্যালেসিয়া হয়।
-
শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে।
0
Updated: 3 weeks ago
মানবদেহে কয় জোড়া অটোজোম থাকে?
Created: 1 month ago
A
২২
B
২৩
C
২৪
D
৪৬
মানবদেহের ক্রোমোজোমের সংক্ষিপ্ত বিবরণ:
-
মোট ক্রোমোজোম সংখ্যা: ২৩ জোড়া বা ৪৬ টি।
-
ক্রোমোজোমের ধরণ:
১. অটোজোম (Autosomes):-
মানবদেহে ২২ জোড়া বা ৪৪ টি ক্রোমোজোম।
-
শারীরবৃত্তীয়, ভ্রূণ এবং দেহ গঠন সংক্রান্ত কার্যাবলীতে অংশগ্রহণ করে।
-
লিঙ্গ নির্ধারণে এদের কোন ভূমিকা নেই।
২. সেক্স ক্রোমোজোম (Sex Chromosomes):
-
লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী।
-
মোট ১ জোড়া বা ২টি ক্রোমোজোম: X ও Y।
-
পুরুষের ক্রোমোজোম: XY
-
নারীর ক্রোমোজোম: XX
-
সারসংক্ষেপ:
-
অটোজোম: ২২ জোড়া (৪৪ টি)
-
সেক্স ক্রোমোজোম: ১ জোড়া (২ টি)
এইভাবে মানবদেহের ২৩ জোড়া ক্রোমোজোম সম্পূর্ণ হয়।
0
Updated: 1 month ago