Which natural element is revived by April in the poem "The Waste Land"?
A
Lilacs
B
Roses
C
Daffodils
D
Violets
উত্তরের বিবরণ
প্রথম অংশে বলা হয়েছে — এপ্রিল মৃত জমি থেকে “lilacs” বের করে আনে। Lilac ফুল এখানে পুনর্জন্মের প্রতীক হলেও Eliot এটিকে বেদনাদায়ক করে তুলেছেন। শীতে মানুষ মৃতপ্রায় হয়ে যায়, কিন্তু বসন্তে ফুল ফুটে জীবনের স্মৃতি জাগায়।
Eliot এই প্রতীক দিয়ে দেখিয়েছেন, জীবন যতই পুনর্জন্ম পাক, তাতে আনন্দ নেই, বরং পুরোনো ক্ষত ফিরে আসে। Lilac তাই আশা নয়, বরং যন্ত্রণার প্রতীক হয়ে ওঠে।

0
Updated: 21 hours ago
What phrase from St. Augustine is quoted in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
“To Carthage then I came”
B
“City of God eternal”
C
“My heart is restless”
D
“The flame shall consume”
Eliot St. Augustine–এর Confessions থেকে “To Carthage then I came” লাইন এনেছেন। এটি কামনা আর ভোগের আগুনে জ্বলা জীবনের প্রতীক। Augustine পরবর্তীতে আধ্যাত্মিক মুক্তি পান, কিন্তু তার স্বীকারোক্তি Eliot–এর Waste Land–এ ভোগবাদী জীবনের ধ্বংস বোঝাতে ব্যবহৃত হয়।

0
Updated: 20 hours ago
What phrase describes London as a place of death in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
“Unreal City”
B
“Silent Town”
C
“Empty Street”
D
“Shadowed Land”
Eliot লন্ডনকে বলেছেন “Unreal City।” এখানে তিনি যুদ্ধোত্তর নগরজীবনের যান্ত্রিকতা বোঝাতে চেয়েছেন। মানুষ ভিড় করে রাস্তায় হাঁটছে, কিন্তু তাদের দেখে মনে হয় যেন মৃতদেহ চলছে। শহরটা জীবন্ত নয়, বরং স্বপ্ন বা মায়ার মতো ফাঁপা। এই লাইন আধুনিক সমাজের আত্মাহীনতা ও যুদ্ধের পর ধ্বংসকে প্রতিফলিত করে।

0
Updated: 20 hours ago
"In T.S. Eliot's poem The Waste Land, which tarot card does Madame Sosostris say is missing from her pack?"
Created: 21 hours ago
A
The Hanged Man
B
The Wheel of Fortune
C
The Star
D
The Tower
Sosostris–এর কার্ডে “The Hanged Man” নেই। ট্যারোটে এটি সাধারণত ত্যাগ, পরিবর্তন আর আধ্যাত্মিক পুনর্জন্মের প্রতীক। Eliot এখানে ইঙ্গিত করেছেন যে আধুনিক সমাজে আত্মত্যাগ বা পুনর্জন্মের কোনো আশা নেই। সমাজ আধ্যাত্মিক শূন্যতায় ডুবে আছে। Eliot–এর Waste Land তাই ত্যাগহীন, পুনর্জন্মহীন এবং মরুভূমির মতো।

0
Updated: 21 hours ago