জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
A
১১
B
১৫
C
১৭
D
২১
উত্তরের বিবরণ
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) হলো ২০১৫ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে নির্ধারিত একটি আন্তর্জাতিক কাঠামো, যা বিশ্বের সকল দেশের জন্য ২০৩০ সালের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করতে গৃহীত হয়।
এর মূল নীতি হলো “Leaving no one behind”, অর্থাৎ কারও পিছনে ফেলা হবে না। এই লক্ষ্যমাত্রাগুলো বাস্তবায়নের জন্য ১৭টি প্রধান লক্ষ্য এবং ১৬৯টি নির্দিষ্ট টার্গেট নির্ধারণ করা হয়েছে।
এর মেয়াদকাল ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত এবং বাস্তবায়ন শুরু হয় ১ জানুয়ারি, ২০১৬ থেকে, যার শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০৩০।
এসডিজির ১৭টি মূল লক্ষ্যমাত্রা হলো:
-
দারিদ্র্য বিলোপ
-
ক্ষুধা মুক্তি
-
সুস্বাস্থ্য ও কল্যাণ
-
মানসম্মত শিক্ষা
-
লিঙ্গ সমতা
-
নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন
-
সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি
-
শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
-
শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
-
অসমতার হ্রাস
-
টেকসই নগর ও জনপদ
-
পরিমিত ভোগ ও উৎপাদন
-
জলবায়ু কার্যক্রম
-
জলজ জীবন
-
স্থলজ জীবন
-
শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
-
অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব
0
Updated: 1 month ago
জাতিসংঘ সনদের রচয়িতা কে?
Created: 1 month ago
A
লর্ড হ্যালিফ্যাক্স
B
আর্চিবল্ড ম্যাকলিশ
C
জন ডি. রকফেলার জুনিয়র
D
নেলসন রকফেলার
জাতিসংঘ সনদ (UN Charter)
• রচয়িতা: আর্চিবল্ড ম্যাকলিশ (Archibald Macleish)
• অনুচ্ছেদ সংখ্যা: মোট ১১১টি
• সংশোধনের ধারা: ধারা ১০৮ অনুযায়ী
-
সংশোধনী প্রথমে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে
-
এরপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্রে অনুমোদন প্রয়োজন
প্রধান তারিখ:
• স্বাক্ষরিত: ২৬ জুন, ১৯৪৫
• কার্যকরী: ২৪ অক্টোবর, ১৯৪৫
• প্রতি বছর জাতিসংঘ দিবস পালন: ২৪ অক্টোবর
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট
0
Updated: 1 month ago
জাতিসংঘের 'Champion of the Earth' খেতাবপ্রাপ্ত কে?
Created: 1 month ago
A
হিলারি ক্লীন্টন
B
থেরেসা মে
C
এঞ্জেলা মার্কেল
D
শেখ হাসিনা
চ্যাম্পিয়ন অব দ্য আর্থ
-
চ্যাম্পিয়ন অব দ্য আর্থ হলো জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ বার্ষিক সম্মাননা।
-
এটি এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হয় যারা পরিবেশ রক্ষা ও সংরক্ষণে বিশেষ অবদান রেখেছেন।
-
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) ২০০৫ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করে আসছে।
-
পুরস্কারটি সরকারি ও বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়।
উদাহরণ: ২০১৫ সালে, পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মাননা অর্জন করেন।
উৎস: UNEP ওয়েবসাইট
0
Updated: 1 month ago
'Law of the Sea Convention' অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone' হিসেবে গণ্য?
Created: 2 months ago
A
২২ নটিক্যাল মাইল
B
৪৪ নটিক্যাল মাইল
C
২০০ নটিক্যাল মাইল
D
৩৭০ নটিক্যাল মাইল
UNCLOS (United Nations Convention on the Law of the Sea)
-
পূর্ণরূপ: United Nations Convention on the Law of the Sea
-
প্রকৃতি: এটি জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র আইন।
-
স্বাক্ষরিত: ১৯৮২
-
কার্যকর: ১৯৯৪
-
প্রধান বিষয়: মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, নৌপরিবহন, মহীসোপান (continental shelf), গভীর সমুদ্র তল, বৈজ্ঞানিক গবেষণা, সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ ইত্যাদি।
আঞ্চলিক সমুদ্র অঞ্চল (Territorial Sea)
-
উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় থাকে তটরেখা থেকে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত।
-
দূরত্ব: ১৯৮২ সালের UNCLOS অনুসারে ১২ নটিক্যাল মাইল।
সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল (Exclusive Economic Zone – EEZ)
-
উপকূলীয় রাষ্ট্রকে সমুদ্রের বিশেষ অর্থনৈতিক অধিকার দেওয়া হয়েছে।
-
এখানে সম্পদ আহরণ, মৎস্য শিকার, খনিজ উত্তোলন ইত্যাদিতে একচেটিয়া অধিকার থাকে।
-
বিস্তার: তটরেখা থেকে সর্বোচ্চ ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত।
মহীসোপান (Continental Shelf)
-
এটি মহাদেশের নিমজ্জিত অংশ যা সমুদ্রের পানির নিচে বিস্তৃত।
-
সমুদ্রের গভীরতা এখানে সাধারণত কম।
-
বিস্তার: UNCLOS ১৯৮২ অনুযায়ী, তটরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত, অথবা ২৫০০ মিটার গভীরতা পর্যন্ত ১০০ নটিক্যাল মাইল অতিরিক্ত বিস্তৃত করা যায়।
উৎস: UNCLOS ওয়েবসাইট।
0
Updated: 2 months ago