নিম্নের কোনটি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ?
A
যক্ষ্মা
B
পোলিও
C
ম্যালেরিয়া
D
কলেরা
উত্তরের বিবরণ
পোলিও বা Poliomyelitis একটি ভাইরাসজনিত রোগ, যা Poliovirus দ্বারা ছড়ায়। এ রোগ মূলত স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং অনেক ক্ষেত্রে রোগীকে স্থায়ীভাবে পঙ্গু করে দিতে পারে।
ভাইরাসজনিত রোগসমূহ হলো:
-
এইডস
-
পোলিও
-
ডেঙ্গু
-
ইনফ্লুয়েঞ্জা
-
পীতজ্বর
-
হাম
-
রুবেলা
-
মাম্পস
-
জন্ডিস
-
হার্পিস ইত্যাদি
ব্যাকটেরিয়াজনিত রোগসমূহ হলো:
-
আমাশয়
-
কলেরা
-
কুষ্ঠ
-
যক্ষ্মা
-
ধনুষ্টংকার
-
ডিপথেরিয়া
-
হুপিং কাশি ইত্যাদি
অন্যদিকে ম্যালেরিয়া হলো Plasmodium প্রজাতির প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট একটি রোগ, যা প্রধানত মশার মাধ্যমে মানুষের মধ্যে সংক্রমিত হয়।

0
Updated: 22 hours ago
কোভিড-১৯ যে ধরনের ভাইরাস-
Created: 1 day ago
A
DNA
B
DNA + RNA
C
mRNA
D
RNA
COVID-19 এর জন্য দায়ী হলো SARS-CoV-2 নামক বিশেষ করোনা ভাইরাস। এটি একটি আরএনএ ভাইরাস, কারণ এর জিনোম RNA দ্বারা গঠিত। করোনা ভাইরাস পরিবারভুক্ত এই ধরনের ভাইরাস পূর্বেও গুরুতর রোগের কারণ হয়েছে। নিচে সেগুলো ক্রমানুসারে উল্লেখ করা হলো।
-
Severe Acute Respiratory Syndrome (SARS) রোগের কারণ হলো SARS করোনা ভাইরাস।
-
এই ভাইরাসের কারণে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত চীন, তাইওয়ান, কানাডা প্রভৃতি দেশে বহু মানুষের মৃত্যু হয়।
-
Middle East Respiratory Syndrome (MERS) রোগের কারণ হলো MERS করোনা ভাইরাস।
-
২০১২ সালে মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায় এই রোগটি ছড়িয়ে পড়ে।
-
COVID-19 রোগের জন্য দায়ী হলো SARS-CoV-2 নামক ভাইরাস।
-
২০১৯ সালে চীনের উহান প্রদেশে প্রথমবার COVID-19 সনাক্ত করা হয়।
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ভাইরাসটির প্রাদুর্ভাব প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানা যায়।
-
বর্তমানে এটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী এক মহামারী হিসেবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে।

0
Updated: 1 day ago
কোন রোগেরপ্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি করা হয়?
Created: 2 weeks ago
A
কলেরা
B
বসন্ত
C
এইডস
D
সবগুলোই
ভাইরাসের উপকারিতা:
বিজ্ঞানীরা পরিশ্রম করে ভাইরাসকে মানুষের উপকারে ব্যবহার করতে সক্ষম হয়েছেন।
উপকারিতা:
১. রোগ প্রতিষেধক টিকা: বসন্ত, পোলিও ও জলাতঙ্কের টিকা ভাইরাস দিয়েই তৈরি হয়।
২. জন্ডিস রোগের টিকা: ভাইরাস থেকে জন্ডিসের প্রতিষেধক তৈরি করা হয়।
৩. জিন প্রকৌশলে ব্যবহার: জিনতত্ত্ব ও আণবিক জীববিদ্যায় ভাইরাসকে বাহক হিসেবে ব্যবহার করা হয়।
৪. ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ: ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংসে ভাইরাস ব্যবহার করা হয়।
- যেমন: ফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আমাশয় রোগ থেকে রক্ষা করে।
৫. পোকামাকড় ও কীটপতঙ্গ দমন: কিছু ভাইরাস ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়েছে।
৬. জীব ও জড় বৈশিষ্ট্য অধ্যয়ন: ভাইরাসে জীব ও জড় উভয় বৈশিষ্ট্য থাকা কারণে জীব সৃষ্টি, অভিব্যক্তি ও ক্রমবিবর্তন বোঝার চাবিকাঠি।
৭. উদ্ভিদের সৌন্দর্য বৃদ্ধি: লাল টিউলিপে ভাইরাস আক্রমণের ফলে লম্বা সাদা দাগ পড়ে, যা ফুলের সৌন্দর্য ও মূল্য বৃদ্ধি করে।
উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago
কোন রোগের কারণে মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়?
Created: 2 weeks ago
A
পারকিনসন
B
এপিলেপসি
C
থ্রম্বোসিন
D
ডায়াবেটিস
পারকিনসন রোগ (Parkinson's Disease):
পারকিনসন রোগ হলো মস্তিষ্কের এমন অবস্থা, যেখানে হাতে ও পায়ে কাঁপুনি হয় এবং আক্রান্ত রোগীর নড়াচড়া ও হাঁটাহাঁটি করা কষ্টকর হয়।
সাধারণত এটি ৫০ বছর বয়সের পরে দেখা দেয়, তবে কিছু ক্ষেত্রে যুবক-যুবতীর মধ্যেও হতে পারে (বংশগত কারণে)।
মস্তিষ্কের স্নায়ুকোষ ডোপামিন নামে রাসায়নিক পদার্থ তৈরি করে, যা পেশির নড়াচড়ায় সাহায্য করে।
পারকিনসন রোগে ডোপামিন উৎপাদনকারী কোষ ধীরে ধীরে নষ্ট হয়, ফলে পেশি কোষগুলো কার্যকরভাবে কাজ করতে পারে না।
বয়স বৃদ্ধির সাথে রোগীর মাংসপেশি আরও অকার্যকর হয়ে ওঠে, ফলে চলাফেরা, লেখালেখি ইত্যাদি কাজ করা কষ্টকর হয়।
রোগের প্রাথমিক ও অন্যান্য উপসর্গ:
হাত বা পায়ের হালকা কাঁপুনি
চোখের পাতার কাঁপুনি
কোষ্ঠকাঠিন্য
খাবার গিলতে কষ্ট
সোজাসুজি হাঁটার সমস্যা
মুখের বাচনভঙ্গি অনড় থাকা (মুখে টান বা ব্যথা)
চেয়ার থেকে ওঠা বা হাঁটতে শুরু করার সময় অসুবিধা
চিকিৎসা ও নিয়ন্ত্রণ:
নিয়মিত ফিজিওথেরাপি
পরিমিত খাদ্য গ্রহণ
সুশৃঙ্খল জীবনযাপন
উপযুক্ত যত্ন ও চিকিৎসার মাধ্যমে রোগী অনেকটা সুস্থ জীবন যাপন করতে পারেন।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago