চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গােষ্ঠীর নাম-
A
তুর্কমেন
B
উইঘুর
C
তাজিক
D
কাজাখ
উত্তরের বিবরণ
উইঘুর সম্প্রদায় হল চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়, যারা তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ধর্মীয় ঐতিহ্য রক্ষা করে আসছে। এছাড়াও বিভিন্ন অঞ্চলের অন্যান্য জাতি ও উপজাতি সম্পর্কে তথ্য নিম্নরূপ:
-
কুর্দি: পশ্চিম এশিয়ার কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের স্থানীয় ইরানি জাতিগোষ্ঠী, যারা দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পশ্চিম ইরান, উত্তর ইরাক এবং উত্তর সিরিয়ায় বাস করে।
-
মাউরি: নিউজিল্যান্ডের আদিবাসী জনগোষ্ঠী।
-
কারেন: স্বাধীনতাকামী মিয়ানমারের সীমান্তবর্তী উপজাতি।
-
গুর্খা: নেপালের যোদ্ধা জাতি, যারা প্রাচীনকাল থেকে সামরিক দক্ষতার জন্য পরিচিত।
-
টোডা: দক্ষিণ ভারতের একটি উপজাতি, যেখানে বহুস্বামী বিবাহ প্রচলিত।
-
পশতুন: আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
-
এক্সিমো: সাইবেরিয়ার রাশিয়ার অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী, যারা কুকুর চালিত স্লেজ গাড়ি ব্যবহার করে।
-
পিগমি: পৃথিবীর সবচেয়ে খর্বাকার জনগোষ্ঠী।
-
জুলু: দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
-
রেড ইন্ডিয়ান: আমেরিকার আদিবাসী জনগোষ্ঠী।
-
আফ্রিদি: বর্তমান পাকিস্তানের একটি পশতুন নৃগোষ্ঠী, যার কিছু অংশ আফগানিস্তানেও বসবাস করে।
0
Updated: 1 month ago
১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?
Created: 2 months ago
A
৫
B
৮
C
৪
D
৭
মন্ট্রিয়াল প্রটোকল সংশোধনী (Amendments)
মন্ট্রিয়াল প্রটোকল ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহীত হয়। এর মূল লক্ষ্য হলো ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের (Ozone Depleting Substances) উৎপাদন ও ব্যবহার ধাপে ধাপে কমানো এবং পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তর রক্ষা করা।
পরবর্তীতে হাইড্রোফ্লোরোক্রোবন (HFCs) নিয়ন্ত্রণের জন্যও প্রটোকল সম্প্রসারিত হয়েছে।
প্রটোকলের আওতায় পার্টিরা প্রতি বছর মিলিত হয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, যার মধ্যে রয়েছে প্রটোকল “adjust” বা “amend” করা। এখন পর্যন্ত মোট ছয়টি সংশোধনী/Amendment করা হয়েছে। তবে, কিছু উৎসে কয়েকটি সংশোধনী তালিকাভুক্ত না থাকায় সংখ্যার মধ্যে সামান্য পার্থক্য দেখা যায়।
সংখ্যা ও সংশোধনীর তালিকা (Sources অনুযায়ী):
-
United Nations Environment Programme (UNEP) অনুসারে: প্রটোকল ৬ বার সংশোধন করা হয়েছে, তবে Amendments-এর তালিকায় মাত্র ৫টি উল্লেখ আছে:
-
London (1990)
-
Copenhagen (1992)
-
Montreal (1997)
-
Beijing (1999)
-
Kigali (2016)
(উৎস: UNEP – Montreal Protocol Amendments)
-
-
Australian Government – Department of Agriculture, Water and the Environment অনুযায়ী: ৬টি Amendment-এর তালিকা দেওয়া হয়েছে:
-
London (1990)
-
Copenhagen (1992)
-
Vienna (1995)
-
Montreal (1997)
-
Beijing (1999)
-
Kigali (2016)
(উৎস: Australia Environment)
-
যেহেতু উৎসগুলোর মধ্যে তালিকাভুক্ত সংশোধনীর সংখ্যা ভিন্ন, তাই প্রশ্নের উত্তর দেওয়ার সময় ৫ বা ৬ দুটোই যৌক্তিক হতে পারে। অধিকাংশ পরীক্ষামূলক প্রশ্নে ৫টি Amendmentকে গ্রহণ করা হয়, কারণ তা UNEP-এর অফিসিয়াল Amendments List অনুযায়ী।
0
Updated: 2 months ago
সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়?
Created: 1 month ago
A
জেনেভা
B
ভিয়েনা
C
জেদ্দা
D
বাগদাদ
OPEC (Organization of the Petroleum Exporting Countries)
-
OPEC হলো পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
-
এর মূল উদ্দেশ্য হলো সদস্য দেশের তেল নীতি নির্ধারণ, সমন্বয় করা এবং বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণ করা।
-
সংস্থার প্রস্তাবক দেশ ছিল ভেনেজুয়েলা, আর এটি বাগদাদ, ইরাকে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
-
প্রথম ৫টি সদস্য দেশ ছিল: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১২টি।
-
বর্তমান সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
-
শুরুতে সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভা, যা ১৯৬৫ সালে ভিয়েনায় স্থানান্তরিত হয়।
-
-
বর্তমান সদস্য দেশসমূহ: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা।
উৎস: OPEC ওয়েবসাইট
0
Updated: 1 month ago
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
Created: 2 months ago
A
৮০ বিলিয়ন ডলার
B
১০০ বিলিয়ন ডলার
C
১৫০ বিলিয়ন ডলার
D
২০০ বিলিয়ন ডলার
গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund)
গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) গঠিত হয় ২০১০ সালে, যার মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলিকে সহায়তা করা।
ফান্ডটির মাধ্যমে এসব দেশকে অর্থ সহায়তা প্রদান করা হয় যাতে তারা কার্বন নির্গমন কমাতে পারে এবং জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলা করতে সক্ষম হয়।
ফান্ডটি প্রথম ঘোষণা করা হয় মেক্সিকোর ক্যানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে, যেখানে বিশ্বের নেতারা বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতি সম্মতি জানায়। সম্মেলনের সময়, দরিদ্র দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।
সদর দফতর: ইনচন, দক্ষিণ কোরিয়া।
উৎস: Green Climate Fund ওয়েবসাইট
0
Updated: 2 months ago