নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
A
ভারত-নেপাল
B
ভারত-পাকিস্তান
C
ভারত-চীন
D
ভারত-ভুটান
উত্তরের বিবরণ
নাথু লা পাস ভারত ও চীনের সীমান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গিরিপথ, যা তিব্বত ও সিকিমের সীমান্তে রয়েছে। এটি চীনের প্রাচীন সিল্ক রোডের অংশ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪,৪৫০ ফুট উঁচুতে অবস্থান করছে।
বর্তমানে নাথু লা পাস চীন ও ভারতের মধ্যে বাণিজ্যের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
-
নাথু লা পাস ভারতের সিকিম রাজ্যের সীমান্তে অবস্থিত।
-
এটি চীন ও ভারতের মধ্যে একটি প্রাচীন ও ঐতিহাসিক গিরিপথ।
-
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় ১৪,৪৫০ ফুট।
-
চীনের প্রাচীন সিল্ক রোডের একটি অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।
-
বর্তমানে এটি চীন-ভারতের বাণিজ্যের জন্য ব্যবহৃত প্রধান রুট।
0
Updated: 1 month ago
The International Court of Justice is located in-
Created: 2 months ago
A
New York
B
London
C
Geneva
D
Hague
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ)
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত হলো জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা এবং বিশ্বের সর্বোচ্চ আদালত।
-
প্রতিষ্ঠা: ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে
-
কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে
-
সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস
-
বর্তমান সভাপতি: নওয়াফ সালাম
বিচারক সংখ্যা ও মেয়াদ:
-
মোট ১৫ জন বিচারক, যাদের নির্বাচন করে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ
-
একজন বিচারক ৯ বছরের জন্য নির্বাচিত হন
-
সভাপতি ৩ বছরের জন্য দায়িত্বে থাকেন
মূল কাজ:
-
বিরোধ নিষ্পত্তি: রাষ্ট্রসমূহের মধ্যে আন্তর্জাতিক আইন সম্পর্কিত যেকোনো বিরোধ সমাধান করা
-
আইনি পরামর্শ প্রদান: জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ দেওয়া
উৎস: International Court of Justice ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবােজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
Created: 1 month ago
A
কিলাে-ক্লাস
B
মিং-ক্লাস
C
ডলফিন-ক্লাস
D
শ্যাং-ক্লাস
বাংলাদেশ ২০১৬ সালে চীনের কাছ থেকে দুটি সাবমেরিন ক্রয় করে, যা নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সাবমেরিনগুলি চীনের মিং-ক্লাস (টাইপ ০৩৫) ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন আক্রমণে সক্ষম।
-
২০১২ সালে চীনের সঙ্গে দুটি মিং-ক্লাস সাবমেরিন ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়।
-
১৪ নভেম্বর ২০১৬ চীনের দালিয়ান প্রদেশের লিয়াওয়ান শিপইয়ার্ড থেকে সাবমেরিন দুটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
-
সাবমেরিন দুটির নামকরণ করা হয় 'নবযাত্রা' এবং 'জয়যাত্রা'।
-
আইএসপিআর জানিয়েছে, প্রতিটি সাবমেরিনের দৈর্ঘ্য ৭৬ মিটার এবং প্রস্থ ৭.৬ মিটার।
-
সাবমেরিনগুলি টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন আক্রমণে সক্ষম।
-
২০১৭ সালে এই দুটি চীনা সাবমেরিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়।
0
Updated: 1 month ago
আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
Created: 2 months ago
A
ফিজি
B
ভ্যাটিকান
C
কুয়েত
D
মালদ্বীপ
ভ্যাটিকান সিটি:
- পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।
- ভ্যাটিকান সিটির আয়তন ০.৪৯ বর্গকিলোমিটার।
- ১৯২৯ সালে ইতালির সরকারের সঙ্গে লাতেরান চুক্তির আওতায় এই পোপীয় রাষ্ট্রের সৃষ্টি।
- ভ্যাটিকান সিটি ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান।
- ভ্যাটিকান সিটি নগররাষ্ট্রটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেনজেনভুক্ত।
- এই দেশ ২০০৪ সাল থেকে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে আর এর অফিশিয়াল ভাষা হচ্ছে লাতিন।
উৎস: Statistica ওয়েবসাইট। Britannica.
0
Updated: 2 months ago