জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
A
১১
B
১৫
C
১৭
D
২১
উত্তরের বিবরণ
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) হলো ২০১৫ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে নির্ধারিত একটি আন্তর্জাতিক কাঠামো, যা বিশ্বের সকল দেশের জন্য ২০৩০ সালের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করতে গৃহীত হয়।
এর মূল নীতি হলো “Leaving no one behind”, অর্থাৎ কারও পিছনে ফেলা হবে না। এই লক্ষ্যমাত্রাগুলো বাস্তবায়নের জন্য ১৭টি প্রধান লক্ষ্য এবং ১৬৯টি নির্দিষ্ট টার্গেট নির্ধারণ করা হয়েছে।
এর মেয়াদকাল ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত এবং বাস্তবায়ন শুরু হয় ১ জানুয়ারি, ২০১৬ থেকে, যার শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০৩০।
এসডিজির ১৭টি মূল লক্ষ্যমাত্রা হলো:
-
দারিদ্র্য বিলোপ
-
ক্ষুধা মুক্তি
-
সুস্বাস্থ্য ও কল্যাণ
-
মানসম্মত শিক্ষা
-
লিঙ্গ সমতা
-
নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন
-
সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি
-
শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
-
শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
-
অসমতার হ্রাস
-
টেকসই নগর ও জনপদ
-
পরিমিত ভোগ ও উৎপাদন
-
জলবায়ু কার্যক্রম
-
জলজ জীবন
-
স্থলজ জীবন
-
শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
-
অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব

0
Updated: 22 hours ago
জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?
Created: 1 month ago
A
হাঙ্গেরি
B
জার্মানি
C
পোল্যান্ড
D
ব্রিটেন
জাতিসংঘ সনদ (UN Charter) হচ্ছে জাতিসংঘের মূল গঠনতন্ত্র, যা এই আন্তর্জাতিক সংস্থার উদ্দেশ্য, নীতি ও কার্যপ্রণালী নির্ধারণ করে। এটি শুধু একটি চুক্তি নয়, বরং একটি সাংবিধানিক দলিল হিসেবে বিবেচিত হয়, যার প্রতি প্রত্যেক সদস্য রাষ্ট্রকে শ্রদ্ধা জানাতে হয়।
এ সনদটি ১৯টি অধ্যায়ে বিভক্ত এবং এতে মোট ১১১টি ধারা রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের গঠনতন্ত্রও এরই একটি অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত। সনদটির অন্যতম রচয়িতা ছিলেন আর্চিবাল্ড ম্যাকলিশ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, ১৯৪৫ সালের ২৬ জুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকো শহরে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। এরপর ২৪ অক্টোবর ১৯৪৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এবং এ দিনটিকে এখন ‘জাতিসংঘ দিবস’ হিসেবে পালিত হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য, পোল্যান্ড সম্মেলনে সরাসরি উপস্থিত না থাকলেও, পরবর্তীতে ১৫ অক্টোবর ১৯৪৫ তারিখে সনদে স্বাক্ষর করে। ফলে, এটি প্রতিষ্ঠাকালীন ৫১টি সদস্য রাষ্ট্রের একটি হিসেবে গণ্য হয়।
উৎস: UN ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?
Created: 1 week ago
A
তাজাকিস্তান
B
আজারবাইজান
C
পর্তুগাল
D
বেলারুশ
বেলারুশ
বেলারুশ হলো পূর্ব ইউরোপের একটি দেশ। দেশের রাজধানী মিনস্ক এবং মুদ্রা হলো রুবল।
অন্য দেশের রাজধানী:
-
তাজাকিস্তান: দুশানবে
-
আজারবাইজান: বাকু
-
পর্তুগাল: লিসবন
উৎস: Britannica

0
Updated: 1 week ago
জাতিসংঘ শান্তিরক্ষীরা কী নামে পরিচিত?
Created: 6 days ago
A
গ্রিন হেলমেট
B
হোয়াইট হেলমেট
C
ব্লু হেলমেট
D
রেড হেলমেট
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (UN Peacekeeping Force)
• জাতিসংঘ শান্তিরক্ষীরা তাদের স্বতন্ত্র নীল হেলমেট বা বেরেট এর জন্য “Blue Helmet” নামে পরিচিত
• ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হলে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়
• বর্তমান সদস্য রাষ্ট্র: ১৯৩টি [আগস্ট ২০২৫ পর্যন্ত]
• জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হয় ১৯৪৮ সালে
• আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয় ২৯ মে
• জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নোবেল শান্তি পুরস্কার লাভ করে ১৯৮৮ সালে
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 6 days ago