কোন রাষ্ট্রটি বিরােধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
A
মালয়েশিয়া
B
ফিলিপাইন
C
ভিয়েতনাম
D
কম্বােডিয়া
উত্তরের বিবরণ
দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে বিরোধ একটি জটিল বিষয় যা চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়া এবং ব্রুনেই’র মধ্যে প্রভাব ফেলেছে। এই অঞ্চলের অর্থনৈতিক এবং ভৌগোলিক গুরুত্বের কারণে বিরোধটি আরও তীব্র হয়ে উঠেছে।
-
দক্ষিণ চীন সাগর একটি প্রধান সমুদ্র পথ, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ।
-
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা UNCTAD-এর হিসাব অনুযায়ী, ২০১৬ সালে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ২১ শতাংশ এই সমুদ্র পথে পরিবহন করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৩.৩৭ ট্রিলিয়ন ডলার।
-
এই সাগরে মৎস্য সম্পদও প্রচুর, যা লাখ লাখ মানুষের জীবননির্বাহের মূল উৎস।
-
বিশ্বের প্রায় অর্ধেক মাছ ধরা জাহাজ ও নৌকা এই অঞ্চলে কার্যক্রম চালায়।
চীনের ব্যাপক দাবি, যা বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন জলসীমাকে অন্তর্ভুক্ত করে, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়া এবং ব্রুনেইকে ক্ষুব্ধ করেছে।
-
এই দেশগুলোও সাগরের ওপর তাদের নিজস্ব সীমানা দাবি করছে।
-
অন্যান্য দেশও প্যারাসেল এবং স্প্র্যাটলি দ্বীপপুঞ্জসহ বিভিন্ন অঞ্চলে অধিকার দাবি করছে।
দক্ষিণ চীন সাগরের সবচেয়ে বড় অংশ চীন দাবি করে।
-
চীন তাদের সীমানা নাইন-ড্যাশ লাইনের মাধ্যমে চিহ্নিত করেছে।
-
এই লাইনটি মোট নয়টি ড্যাশ দিয়ে তৈরি এবং চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনান থেকে শত শত মাইল দক্ষিণ ও পূর্বদিকে বিস্তৃত।
অন্যদিকে, কম্বোডিয়া দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমার দাবিদার নয়।
0
Updated: 1 month ago
'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
Created: 2 months ago
A
বাংলাদেশ-মায়ানমার
B
মিয়ানমার-চীন
C
বাংলাদেশ-ভারত
D
ভারত-মায়ানমার
মংডু ও বাংলাদেশের সীমান্ত
-
মংডু:
মংডু হলো মায়ানমারের রাখাইন প্রদেশের একটি জেলা শহর, যা বাংলাদেশের কক্সবাজার জেলার সীমান্তে অবস্থিত। মংডু ও বাংলাদেশের টেকনাফ শহরকে আলাদা করেছে নাফ নদী। এছাড়া, টেকনাফ-মংডু সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্যও চলে। -
বাংলাদেশের সীমান্তজেলা:
বাংলাদেশের মোট ৩২টি জেলা সীমান্ত সংলগ্ন। এর মধ্যে:-
৩০টি জেলা ভারতের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
৩টি জেলা (কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান) মায়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে।
-
রাঙ্গামাটি জেলা বিশেষ, কারণ এটি একমাত্র জেলা যা ভারত ও মায়ানমার—দুই দেশের সাথেই সীমান্তযুক্ত।
-
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন, পত্রিকা রিপোর্ট।
0
Updated: 2 months ago
Who is known as the 'Lady of the Lamp'?
Created: 2 months ago
A
Sorojini Naidu
B
Hellen Killer
C
Florence Nightingale
D
Madame Teresa
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
-
ফ্লোরেন্স নাইটিঙ্গেল আধুনিক নার্সিং পেশার অগ্রদূত হিসেবে পরিচিত।
-
তিনি ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন ১২ মে, ১৮২০ সালে।
-
‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামেও তার খ্যাতি আছে।
-
১৩ আগস্ট, ১৯১০ সালে তিনি লন্ডনে মৃত্যুবরণ করেন।
নার্সিং এবং স্বাস্থ্য ব্যবস্থায় অবদান:
-
ক্রিমিয়ার যুদ্ধে (১৮৫৩–১৮৫৬) আহত সৈন্যদের চিকিৎসা দেওয়ার জন্য তিনি সক্রিয়ভাবে কাজ করেন। দিনে কাজ করে রাতে আহত সৈন্যদের সেবা দেওয়ায় তিনি বিশেষ খ্যাতি পান।
-
লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নার্সিং পেশাকে পেশাদার রূপ দেওয়ার জন্য ১৮৬০ সালে তিনি ‘নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল’ প্রতিষ্ঠা করেন। এটি বর্তমানে ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং’ নামে পরিচিত।
-
ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।
সম্মাননা:
-
১৮৮৩ সালে রানি ভিক্টোরিয়া তাকে ‘রয়েল রেডক্রস’ পদক প্রদান করেন।
-
প্রথম নারী হিসেবে ১৯০৭ সালে তিনি ‘অর্ডার অব মেরিট’ খেতাব লাভ করেন।
-
১৯০৮ সালে লন্ডন নগরী তাকে ‘অনারারি ফ্রিডম’ উপাধি প্রদান করে।
উৎস: Britannica.
0
Updated: 2 months ago
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
Created: 1 month ago
A
ভারতীয় জনতা পার্টি
B
কমুনিস্ট পার্টি
C
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
D
বহুজন সমাজ পার্টি
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। এটি ছিল ভারতবর্ষের সর্বপ্রথম সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন।
-
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৮৮৫ সালে।
-
এর প্রতিষ্ঠাতা ছিলেন ইংরেজ প্রশাসনিক কর্মকর্তা অ্যালান অক্টাভিয়ান হিউম।
-
প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জী।
-
এর আগে সুরেন্দ্রনাথ ব্যানার্জী ১৮৭৬ সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে তুলেছিলেন, যা কংগ্রেস গঠনের পথ সুগম করেছিল।
অতএব, ভারতীয় উপমহাদেশের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
উৎস: Encyclopedia Britannica
0
Updated: 1 month ago