চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গােষ্ঠীর নাম-
A
তুর্কমেন
B
উইঘুর
C
তাজিক
D
কাজাখ
উত্তরের বিবরণ
উইঘুর সম্প্রদায় হল চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়, যারা তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ধর্মীয় ঐতিহ্য রক্ষা করে আসছে। এছাড়াও বিভিন্ন অঞ্চলের অন্যান্য জাতি ও উপজাতি সম্পর্কে তথ্য নিম্নরূপ:
-
কুর্দি: পশ্চিম এশিয়ার কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের স্থানীয় ইরানি জাতিগোষ্ঠী, যারা দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পশ্চিম ইরান, উত্তর ইরাক এবং উত্তর সিরিয়ায় বাস করে।
-
মাউরি: নিউজিল্যান্ডের আদিবাসী জনগোষ্ঠী।
-
কারেন: স্বাধীনতাকামী মিয়ানমারের সীমান্তবর্তী উপজাতি।
-
গুর্খা: নেপালের যোদ্ধা জাতি, যারা প্রাচীনকাল থেকে সামরিক দক্ষতার জন্য পরিচিত।
-
টোডা: দক্ষিণ ভারতের একটি উপজাতি, যেখানে বহুস্বামী বিবাহ প্রচলিত।
-
পশতুন: আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
-
এক্সিমো: সাইবেরিয়ার রাশিয়ার অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী, যারা কুকুর চালিত স্লেজ গাড়ি ব্যবহার করে।
-
পিগমি: পৃথিবীর সবচেয়ে খর্বাকার জনগোষ্ঠী।
-
জুলু: দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
-
রেড ইন্ডিয়ান: আমেরিকার আদিবাসী জনগোষ্ঠী।
-
আফ্রিদি: বর্তমান পাকিস্তানের একটি পশতুন নৃগোষ্ঠী, যার কিছু অংশ আফগানিস্তানেও বসবাস করে।

0
Updated: 22 hours ago
সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়?
Created: 1 week ago
A
জেনেভা
B
ভিয়েনা
C
জেদ্দা
D
বাগদাদ
OPEC (Organization of the Petroleum Exporting Countries)
-
OPEC হলো পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
-
এর মূল উদ্দেশ্য হলো সদস্য দেশের তেল নীতি নির্ধারণ, সমন্বয় করা এবং বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণ করা।
-
সংস্থার প্রস্তাবক দেশ ছিল ভেনেজুয়েলা, আর এটি বাগদাদ, ইরাকে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
-
প্রথম ৫টি সদস্য দেশ ছিল: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১২টি।
-
বর্তমান সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
-
শুরুতে সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভা, যা ১৯৬৫ সালে ভিয়েনায় স্থানান্তরিত হয়।
-
-
বর্তমান সদস্য দেশসমূহ: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা।
উৎস: OPEC ওয়েবসাইট

0
Updated: 1 week ago
কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?
Created: 4 weeks ago
A
নাইজেরিয়া
B
ভারত
C
মালয়েশিয়া
D
তুরস্ক
ভারত D-8 দেশের মধ্যে নেই।
D-8 এর সংক্ষিপ্ত পরিচিতি:
-
পূর্ণরূপ: Developing Eight (উন্নয়নশীল আট দেশ)।
-
উদ্দেশ্য: মুসলিম বিশ্বের উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো।
-
প্রতিষ্ঠার সময়: ১৫ জুন ১৯৯৭।
-
প্রতিষ্ঠা ঘোষণা: ইস্তানবুল ডিক্লারেশন।
-
সদরদপ্তর: ইস্তানবুল, তুরস্ক।
-
সদস্য দেশ: শুরুতে ৮টি দেশ, বর্তমানে ৯টি দেশ।
-
সদস্যরা: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং আজারবাইজান।
-
উল্লেখযোগ্য: ডিসেম্বর ২০২৪-এ আজারবাইজান ৯ম সদস্য হিসেবে যোগ দিয়েছে।
-
-
বর্তমান মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
-
শীর্ষ সম্মেলন: প্রতি দুই বছর পর অনুষ্ঠিত হয়।
উৎস: Developing Eight ওয়েবসাইট।

0
Updated: 4 weeks ago
জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
Created: 1 week ago
A
১৯৭৯ সালে
B
১৯৮২ সালে
C
১৯৮৩ সালে
D
১৯৯৮ সালে
UNCLOS (United Nations Convention on the Law of the Sea)
-
পূর্ণরূপ: United Nations Convention on the Law of the Sea
-
ধরন: জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র আইন
-
স্বাক্ষরিত: ১৯৮২
-
কার্যকর: ১৯৯৪
-
প্রধান বিষয়: মৎস্য শিকার, নৌচলাচল, মহীসোপান (Continental shelf), গভীর সমুদ্র তল, বৈজ্ঞানিক গবেষণা, সমুদ্র দূষণ নিয়ন্ত্রণ ইত্যাদি
আঞ্চলিক সমুদ্র অঞ্চল (Territorial Sea)
-
উপকূলীয় দেশের সার্বভৌমত্ব তার তটরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সমুদ্রের ওপর বজায় থাকে।
-
এই সমুদ্র অঞ্চলকেই আঞ্চলিক সমুদ্র অঞ্চল বলা হয়।
-
UNCLOS ১৯৮২ অনুযায়ী, এই দূরত্ব ১২ নটিক্যাল মাইল।
সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল (Exclusive Economic Zone – EEZ)
-
UNCLOS ১৯৮২ অনুযায়ী, উপকূলীয় দেশের অধিকার থাকে সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের।
-
এই অঞ্চলে উপকূলীয় দেশ একচেটিয়া অর্থনৈতিক অধিকার (যেমন: মাছ ধরার, তেল-গ্যাস অনুসন্ধান ইত্যাদি) ব্যবহার করতে পারে।
-
EEZ তটরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত হয়।
মহীসোপান (Continental Shelf)
-
মহীসোপান হলো মহাদেশের সেই অংশ যা সমুদ্রের পানির মধ্যে বিস্তৃত থাকে এবং গভীরতা তুলনামূলকভাবে কম।
-
UNCLOS ১৯৮২ অনুযায়ী, উপকূলীয় দেশ সাধারণভাবে তার মহীসোপান তটরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল বা ২৫০০ মিটার গভীর সমুদ্র তল থেকে ১০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত করতে পারে।
উৎস: UNCLOS ওয়েবসাইট

0
Updated: 1 week ago