মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম -
A
এনএলডি সরকার
B
ন্যাশনাল ইউনিটি সরকার
C
বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল
D
অং সান সু চি সরকার
উত্তরের বিবরণ
ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (NUG) হলো মিয়ানমারের একটি বেসরকারি প্রশাসন, যা মূলত সেনা অভ্যুত্থানের বিরোধী অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদদের দ্বারা গঠিত। এর পক্ষে জনসমর্থন রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন এই প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং দক্ষিণ কোরিয়ায় এদের প্রতিনিধিত্বমূলক অফিস রয়েছে। ইউনাইটেড ইন্সটিটিউট অব পিসের তথ্য অনুযায়ী, কারেন, কাচিন, কারেন্নি ও শিন জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রশাসন হিসেবে এনইউজির সঙ্গে সম্পৃক্ত।
-
ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট হচ্ছে মিয়ানমারের এক ধরনের ‘নির্বাসিত সরকার’।
-
বিভিন্ন জাতিগত গোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই সরকার রাষ্ট্র ক্ষমতায় না থাকলেও জান্তা সরকারের বিরোধীপক্ষ হিসেবে কাজ করে।
-
পূর্বে নির্বাচিত কিছু সংসদ সদস্য ও আইনপ্রণেতা ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর এই সরকার গঠন করেন।
-
থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স (3BHA) গঠন করেছে কোকাং এমএনডিএএ (মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি), তাং টিএনএলএ (তাং ন্যাশনাল লিবারেশন আর্মি) এবং আরাকান আর্মি।
-
এই তিনটি সশস্ত্র গোষ্ঠী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টকে সমর্থন প্রদান করছে।
0
Updated: 1 month ago
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
Created: 1 month ago
A
১৫ সেপ্টেম্বর
B
১৫ অক্টোবর
C
১৫ নভেম্বর
D
১৫ ডিসেম্বর
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস প্রতি বছর ১৫ সেপ্টেম্বর পালিত হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোতে গণতন্ত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়।
২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর জাতিসংঘ এ দিবসের ঘোষণা দেয় এবং তারপর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর তা পালিত হচ্ছে।
-
১৫ সেপ্টেম্বর – আন্তর্জাতিক গণতন্ত্র দিবস
-
২০০৭ সাল – জাতিসংঘ দিবসটির ঘোষণা দেয়
-
উদ্দেশ্য – গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি ও গণতান্ত্রিক চর্চা উৎসাহিত করা
-
আয়োজক – জাতিসংঘ সাধারণ পরিষদ
অন্যদিকে আরও কিছু দিবস একই মাসের ভিন্ন তারিখে পালিত হয়।
-
১৫ অক্টোবর – বিশ্ব হাত ধোয়া দিবস
-
১৫ নভেম্বর – আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস
0
Updated: 1 month ago
'V20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
Created: 1 month ago
A
কৃষি উন্নয়ন
B
দারিদ্র বিমোচন
C
জলবায়ু পরিবর্তন
D
বিনিয়োগ সম্পর্কিত
ভালনারেবল ২০ (V20)
-
V20 হলো একটি ফোরাম, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত।
-
এর প্রধান লক্ষ্য হলো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংলাপ সৃষ্টি করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
-
গঠন: ৮ অক্টোবর, ২০১৫
-
প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু
-
বর্তমান সদস্য সংখ্যা: ৬৮টি দেশ
-
V20 মূলত সেই দেশগুলোর অর্থমন্ত্রীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যারা জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত।
-
এটি সরাসরি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) এর Climate Vulnerable Forum এর সাথে যুক্ত।
-
২০২২–২০২৪ মেয়াদের জন্য এই গ্রুপের সভাপতিত্ব করবে ঘানা।
উৎস: Vulnerable 20 ওয়েবসাইট
0
Updated: 1 month ago
World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
Created: 1 month ago
A
UNDP
B
World Bank
C
IMF
D
BRICS
বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা প্রধানত মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে। এটি বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহায়তা করে।
-
বিশ্বব্যাংকের গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
-
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
-
আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
-
কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
-
বর্তমানে সদস্য দেশ সংখ্যা ১৮৯টি।
-
সর্বশেষ সদস্য দেশ নাউরু, যোগদান তারিখ ১২ এপ্রিল, ২০১৬।
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ।
-
বিশ্বব্যাংক বলতে মূলত IBRD (International Bank for Reconstruction and Development) বোঝানো হয়।
উদ্দেশ্য ও ঋণ সংক্রান্ত তথ্য:
-
উদ্দেশ্য: মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান এবং উপদেষ্টা হিসেবে সহায়তা করা।
-
সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।
-
প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।
প্রকাশনা ও প্রতিবেদন:
-
বিশ্বব্যাংক World Development Report (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে।
-
প্রতিবেদনটি প্রতি বছর মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের প্রতিটি দেশের তুলনামূলক তথ্যসহ প্রকাশিত হয়।
-
এটি ১৯৭৮ সাল থেকে বার্ষিকভাবে প্রকাশিত হচ্ছে।
0
Updated: 1 month ago