'The lady with the Lamp' নামে পরিচিত-
A
হেলেন কেলার
B
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
C
মাদার তেরেসা
D
সরােজিনী নাইডু
উত্তরের বিবরণ
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত এবং ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন এবং লন্ডনে ১৯১০ সালের ১৩ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি Lady with the Lamp নামে পরিচিত।
-
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইতালীয় নাগরিক ছিলেন।
-
১৮৬০ সালে তিনি লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং নামে পরিচিত।
-
তিনি ক্রিমিয়ার যুদ্ধে (১৮৫৩–১৮৫৬) আহত সৈন্যদের চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখেন, দিনে কাজ করে রাতের বেলায় চিকিৎসা প্রদান করতেন।
-
এই অসাধারণ চিকিৎসা সেবার জন্য তাকে ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে সম্মানিত করা হয়।
-
১৮৮৩ সালে রানি ভিক্টোরিয়া তাকে ‘রয়েল রেডক্রস’ পদক প্রদান করেন।
-
১৯০৭ সালে তিনি প্রথম নারী হিসেবে ‘অর্ডার অব মেরিট’ খেতাব লাভ করেন।
-
১৯০৮ সালে লন্ডন নগরী তাকে ‘অনারারি ফ্রিডম’ উপাধি প্রদান করে।
0
Updated: 1 month ago
আকাবা একটি-
Created: 1 month ago
A
সমুদ্র বন্দর
B
বিমান বন্দর
C
স্থল বন্দর
D
নদী বন্দর
আকাবা জর্ডানের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, যা দেশের বাণিজ্য ও অর্থনীতির জন্য বিশেষ ভূমিকা পালন করে। এটি শুধু জর্ডানের প্রধান সমুদ্র প্রবেশপথই নয়, বরং আঞ্চলিক বাণিজ্য ও পণ্য পরিবহনের ক্ষেত্রেও একটি কৌশলগত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
-
আকাবা জর্ডানের সমুদ্র বন্দর
-
কন্টেইনার পরিবহনের ক্ষেত্রে লাল সাগরের দ্বিতীয় ব্যস্ততম বন্দর
-
জর্ডানের বাজারের প্রাথমিক প্রবেশদ্বার
-
আঞ্চলিক দেশগুলোর মধ্যে পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট
0
Updated: 1 month ago
১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?
Created: 2 months ago
A
৫
B
৮
C
৪
D
৭
মন্ট্রিয়াল প্রটোকল সংশোধনী (Amendments)
মন্ট্রিয়াল প্রটোকল ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহীত হয়। এর মূল লক্ষ্য হলো ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের (Ozone Depleting Substances) উৎপাদন ও ব্যবহার ধাপে ধাপে কমানো এবং পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তর রক্ষা করা।
পরবর্তীতে হাইড্রোফ্লোরোক্রোবন (HFCs) নিয়ন্ত্রণের জন্যও প্রটোকল সম্প্রসারিত হয়েছে।
প্রটোকলের আওতায় পার্টিরা প্রতি বছর মিলিত হয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, যার মধ্যে রয়েছে প্রটোকল “adjust” বা “amend” করা। এখন পর্যন্ত মোট ছয়টি সংশোধনী/Amendment করা হয়েছে। তবে, কিছু উৎসে কয়েকটি সংশোধনী তালিকাভুক্ত না থাকায় সংখ্যার মধ্যে সামান্য পার্থক্য দেখা যায়।
সংখ্যা ও সংশোধনীর তালিকা (Sources অনুযায়ী):
-
United Nations Environment Programme (UNEP) অনুসারে: প্রটোকল ৬ বার সংশোধন করা হয়েছে, তবে Amendments-এর তালিকায় মাত্র ৫টি উল্লেখ আছে:
-
London (1990)
-
Copenhagen (1992)
-
Montreal (1997)
-
Beijing (1999)
-
Kigali (2016)
(উৎস: UNEP – Montreal Protocol Amendments)
-
-
Australian Government – Department of Agriculture, Water and the Environment অনুযায়ী: ৬টি Amendment-এর তালিকা দেওয়া হয়েছে:
-
London (1990)
-
Copenhagen (1992)
-
Vienna (1995)
-
Montreal (1997)
-
Beijing (1999)
-
Kigali (2016)
(উৎস: Australia Environment)
-
যেহেতু উৎসগুলোর মধ্যে তালিকাভুক্ত সংশোধনীর সংখ্যা ভিন্ন, তাই প্রশ্নের উত্তর দেওয়ার সময় ৫ বা ৬ দুটোই যৌক্তিক হতে পারে। অধিকাংশ পরীক্ষামূলক প্রশ্নে ৫টি Amendmentকে গ্রহণ করা হয়, কারণ তা UNEP-এর অফিসিয়াল Amendments List অনুযায়ী।
0
Updated: 2 months ago
World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
Created: 1 month ago
A
UNDP
B
World Bank
C
IMF
D
BRICS
বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা প্রধানত মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে। এটি বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহায়তা করে।
-
বিশ্বব্যাংকের গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
-
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
-
আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
-
কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
-
বর্তমানে সদস্য দেশ সংখ্যা ১৮৯টি।
-
সর্বশেষ সদস্য দেশ নাউরু, যোগদান তারিখ ১২ এপ্রিল, ২০১৬।
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ।
-
বিশ্বব্যাংক বলতে মূলত IBRD (International Bank for Reconstruction and Development) বোঝানো হয়।
উদ্দেশ্য ও ঋণ সংক্রান্ত তথ্য:
-
উদ্দেশ্য: মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান এবং উপদেষ্টা হিসেবে সহায়তা করা।
-
সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।
-
প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।
প্রকাশনা ও প্রতিবেদন:
-
বিশ্বব্যাংক World Development Report (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে।
-
প্রতিবেদনটি প্রতি বছর মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের প্রতিটি দেশের তুলনামূলক তথ্যসহ প্রকাশিত হয়।
-
এটি ১৯৭৮ সাল থেকে বার্ষিকভাবে প্রকাশিত হচ্ছে।
0
Updated: 1 month ago