কোন রাষ্ট্রটি বিরােধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
A
মালয়েশিয়া
B
ফিলিপাইন
C
ভিয়েতনাম
D
কম্বােডিয়া
উত্তরের বিবরণ
দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে বিরোধ একটি জটিল বিষয় যা চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়া এবং ব্রুনেই’র মধ্যে প্রভাব ফেলেছে। এই অঞ্চলের অর্থনৈতিক এবং ভৌগোলিক গুরুত্বের কারণে বিরোধটি আরও তীব্র হয়ে উঠেছে।
-
দক্ষিণ চীন সাগর একটি প্রধান সমুদ্র পথ, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ।
-
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা UNCTAD-এর হিসাব অনুযায়ী, ২০১৬ সালে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ২১ শতাংশ এই সমুদ্র পথে পরিবহন করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৩.৩৭ ট্রিলিয়ন ডলার।
-
এই সাগরে মৎস্য সম্পদও প্রচুর, যা লাখ লাখ মানুষের জীবননির্বাহের মূল উৎস।
-
বিশ্বের প্রায় অর্ধেক মাছ ধরা জাহাজ ও নৌকা এই অঞ্চলে কার্যক্রম চালায়।
চীনের ব্যাপক দাবি, যা বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন জলসীমাকে অন্তর্ভুক্ত করে, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়া এবং ব্রুনেইকে ক্ষুব্ধ করেছে।
-
এই দেশগুলোও সাগরের ওপর তাদের নিজস্ব সীমানা দাবি করছে।
-
অন্যান্য দেশও প্যারাসেল এবং স্প্র্যাটলি দ্বীপপুঞ্জসহ বিভিন্ন অঞ্চলে অধিকার দাবি করছে।
দক্ষিণ চীন সাগরের সবচেয়ে বড় অংশ চীন দাবি করে।
-
চীন তাদের সীমানা নাইন-ড্যাশ লাইনের মাধ্যমে চিহ্নিত করেছে।
-
এই লাইনটি মোট নয়টি ড্যাশ দিয়ে তৈরি এবং চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনান থেকে শত শত মাইল দক্ষিণ ও পূর্বদিকে বিস্তৃত।
অন্যদিকে, কম্বোডিয়া দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমার দাবিদার নয়।

0
Updated: 1 day ago
ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?
Created: 3 days ago
A
২১ এপ্রিল
B
২ অক্টোবর
C
২৬ জানুয়ারি
D
১০ মে
ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ এবং এর স্বাধীনতা লাভের দিন হলো ১৫ আগস্ট, ১৯৪৭। ভারতের সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ এবং একই তারিখে দেশটি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা পায়।
এছাড়া ভারতে প্রতি বছর ২১ এপ্রিল সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালন করা হয়, আর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো:
-
জাতীয় প্রতীক: অশোকচক্র
-
অঙ্গরাজ্য: ২৮টি
-
আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট, যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)
-
লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি
-
রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি
ভারতের নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য:
-
প্রথম প্রধানমন্ত্রী: জওহরলাল নেহরু
-
প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ
-
প্রথম মুসলিম রাষ্ট্রপতি: জাকির হোসেন
-
প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল
-
বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী
-
বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)

0
Updated: 3 days ago
জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
Created: 1 week ago
A
১৯৪৮
B
১৯৫৬
C
১৯৪৫
D
২০০০
জাতিসংঘ মানবাধিকার কমিশন ও সার্বজনীন মানবাধিকার ঘোষণা
-
১৯৪৬ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয়।
-
কমিশন একটি বিশেষ কমিটি গঠন করে, যার কাজ ছিল মানবাধিকারের সার্বজনীন ঘোষণার খসড়া তৈরি করা।
-
এই খসড়া ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়।
-
ঘোষণায় মোট ৩০টি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়।
-
পরবর্তীতে, প্রতি বছর ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়।
সার্বজনীন মানবাধিকার ঘোষণার মূল বক্তব্য
-
মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং অধিকারের দিক থেকে সমান।
-
বর্ণ, ধর্ম, লিঙ্গ, ভাষা, জাতীয়তা, ধনী-গরিব, রাজনৈতিক মতামত বা সামাজিক অবস্থান— কোনো কিছুর ভিত্তিতে মানবাধিকার ভোগে বৈষম্য করা যাবে না।
-
সবার জন্য সমানভাবে অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?
Created: 1 week ago
A
জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি
B
প্লাস্টিক (plastic) দূষণকে পরাজিত করি
C
সবুজ বিশ্ব গড়ে তুলি
D
জলবায়ু উষ্ণতাকে রুখে দেই
২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত বিশ্বের পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়গুলি বিভিন্ন বছর অনুযায়ী আলাদা ছিল। সেগুলো হলো:
-
২০১৮: “প্লাস্টিক দূষণকে পরাস্ত করুন” – প্লাস্টিকের অপচয় ও দূষণ কমানো।
-
২০১৯: “Beat Air Pollution” – বায়ু দূষণ রোধের ওপর গুরুত্বারোপ।
-
২০২০: “Time for Nature” – প্রকৃতির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান।
-
২০২১: “Ecosystem Restoration” – ইকোসিস্টেম পুনরুদ্ধার।
-
২০২২: “Only One Earth” – একমাত্র পৃথিবী রক্ষার বার্তা।
-
২০২৩: “Solving Plastic Pollution” – পুনরায় প্লাস্টিক দূষণ মোকাবেলা।
-
২০২৪: “Restore Land, Stop Desertification; Achieve Drought Resilience” – ভূমি পুনরুদ্ধার ও খরা প্রতিরোধে সচেতনতা।
এই তথ্য UNEP (United Nations Environment Programme) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত।

0
Updated: 1 week ago