ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
A
মালয়েশিয়া
B
ইন্দোনেশিয়া
C
চীন
D
ইংল্যান্ড
উত্তরের বিবরণ
ব্যাডমিন্টন একটি বহিরাঙ্গন ক্রীড়া যা একক বা যুগ্মভাবে খেলা হয়। খেলাটি নেট দ্বারা বিভক্ত একটি আয়তাকার কোর্টে র্যাকেট ব্যবহার করে শাটলকর্ক প্রতিদ্বন্দীর কোর্টে পাঠানোর মাধ্যমে স্কোর সংগ্রহের উপর ভিত্তি করে।
-
ব্যাডমিন্টন খেলার উদ্ভব উনিশ শতকের মধ্যভাগে ভারতে নিযুক্ত ব্রিটিশ সেনা অফিসারদের দ্বারা হয়।
-
তারা ইংল্যান্ডের ঐতিহ্যবাহী খেলা ব্যাটলডোর ও শাটলকর্কে নেট যুক্ত করে খেলাটি চালু করেছিলেন।
-
১৮৯৩ সালে ইংল্যান্ডে ‘ব্যাডমিন্টন এসোশিয়েশন’ গঠন করা হয়।
-
খেলার জনপ্রিয়তা বাড়ায় ১৮৯৯ সালে ইংল্যান্ডে পুরুষদের All England Championship অনুষ্ঠিত হয়।
-
ধারাবাহিকতায় ১৯৩৪ সালে International Badminton Federation (I.B.F) গঠিত হয়।
-
মেয়েদের জন্য প্রথম টুর্নামেন্ট আয়োজন করা হয় ১৯৫৭ সালে।
-
১৯৫৯ সালে এশিয়ার কয়েকটি প্রতিনিধি দল মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৈঠক করে I.B.F গঠনকে সর্বসম্মতিক্রমে অনুমোদন করে।
-
১৯৩৮ সালে IBF প্রণীত প্রথম নিয়ম ও নিয়মাবলী প্রকাশিত হয়।
-
নিয়মাবলী পরবর্তীতে পরিবর্তিত, সংশোধিত ও সংযোজিত হয়ে ১৯৮৩ সালের মে মাসে পূর্ণতা লাভ করে, যা এখনও কার্যকর রয়েছে।
-
ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার জাতীয় খেলা।
অন্য দেশের জাতীয় খেলা:
-
মালয়েশিয়া: সেপাক টার্কো
-
চীন: টেবিল টেনিস
-
ইংল্যান্ড: ক্রিকেট
0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়ােজন?
Created: 1 month ago
A
২৫০০
B
১৯৯১
C
১৯৫০
D
১৮৯০
২০২০ সালের ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন। নির্বাচনের আগে সুপার টুইসডে'র ফলাফলে বাইডেন এগিয়ে ছিলেন।
রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হিসেবে জয় পেতে হলে বার্ণি বা বাইডেনকে ১৯৯১ ভোটের সমর্থন প্রয়োজন হতো।
-
ডেমোক্র্যাটিক পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রধান রাজনৈতিক দল।
-
যুক্তরাষ্ট্রে প্রধান দুটি রাজনৈতিক দল হলো ডেমোক্র্যাটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি।
-
ডেমোক্র্যাটিক পার্টির লোগো গাধা, আর রিপাবলিকান পার্টির লোগো হাতি।
-
জোসেফ রবিনেট বাইডেন একজন মার্কিন রাজনীতিবিদ এবং ডেমোক্র্যাটিক পার্টির সদস্য।
-
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি।
-
২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে তিনি ২০২১ সালের ২০ জানুয়ারি শপথ নেন।
0
Updated: 1 month ago
নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
Created: 1 month ago
A
আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
B
আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
C
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
D
খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
IFAD: IFAD-এর পূর্ণরূপ হলো International Fund for Agricultural Development, যা জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল হিসেবে কাজ করে।
এটি প্রতিষ্ঠিত হয় ১৫ ডিসেম্বর, ১৯৭৭ সালে, এবং এর সদর দপ্তর রোম, ইতালিতে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৭৮টি, যার মধ্যে সর্বশেষ সদস্য হলো সার্বিয়া।
ILO: ILO-এর পূর্ণরূপ হলো International Labour Organization, যা জাতিসংঘের শ্রম সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে। ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি পায়।
সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৮৭টি, এবং মহাপরিচালক হলো গিলবার্ট হোংবো। ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে।
FAO : FAO-এর পূর্ণরূপ হলো Food and Agriculture Organization, যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কুইবেক, কানাডায়। FAO ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
এর সদর দপ্তর রোম, ইতালিতে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন), এবং মহাপরিচালক হলো ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।
ASEAN Regional Forum (ARF) : ASEAN Regional Forum প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে, যা আসিয়ান আঞ্চলিক ফোরাম হিসেবে পরিচিত। এটি জাতিসংঘের সংস্থা নয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ২৭টি,
যা হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।
0
Updated: 1 month ago
'V20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
Created: 1 month ago
A
কৃষি উন্নয়ন
B
দারিদ্র বিমোচন
C
জলবায়ু পরিবর্তন
D
বিনিয়োগ সম্পর্কিত
ভালনারেবল ২০ (V20)
-
V20 হলো একটি ফোরাম, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত।
-
এর প্রধান লক্ষ্য হলো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংলাপ সৃষ্টি করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
-
গঠন: ৮ অক্টোবর, ২০১৫
-
প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু
-
বর্তমান সদস্য সংখ্যা: ৬৮টি দেশ
-
V20 মূলত সেই দেশগুলোর অর্থমন্ত্রীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যারা জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত।
-
এটি সরাসরি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) এর Climate Vulnerable Forum এর সাথে যুক্ত।
-
২০২২–২০২৪ মেয়াদের জন্য এই গ্রুপের সভাপতিত্ব করবে ঘানা।
উৎস: Vulnerable 20 ওয়েবসাইট
0
Updated: 1 month ago