World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
A
UNDP
B
World Bank
C
IMF
D
BRICS
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা প্রধানত মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে। এটি বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহায়তা করে।
-
বিশ্বব্যাংকের গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
-
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
-
আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
-
কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
-
বর্তমানে সদস্য দেশ সংখ্যা ১৮৯টি।
-
সর্বশেষ সদস্য দেশ নাউরু, যোগদান তারিখ ১২ এপ্রিল, ২০১৬।
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ।
-
বিশ্বব্যাংক বলতে মূলত IBRD (International Bank for Reconstruction and Development) বোঝানো হয়।
উদ্দেশ্য ও ঋণ সংক্রান্ত তথ্য:
-
উদ্দেশ্য: মধ্য আয়ের দেশগুলোকে ঋণ প্রদান এবং উপদেষ্টা হিসেবে সহায়তা করা।
-
সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।
-
প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।
প্রকাশনা ও প্রতিবেদন:
-
বিশ্বব্যাংক World Development Report (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে।
-
প্রতিবেদনটি প্রতি বছর মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের প্রতিটি দেশের তুলনামূলক তথ্যসহ প্রকাশিত হয়।
-
এটি ১৯৭৮ সাল থেকে বার্ষিকভাবে প্রকাশিত হচ্ছে।
0
Updated: 1 month ago
পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি?
Created: 3 weeks ago
A
ESCWA
B
ESCAP
C
ECLAC
D
ECE
জাতিসংঘ বা United Nations হল একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বশান্তি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে। এর অধীনে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য Economic and Social Council (ECOSOC)-এর অধীনে পাঁচটি আঞ্চলিক কমিশন রয়েছে।
-
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP): Asia-Pacific region-এর দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করে।
-
পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA): West Asia বা Middle East-এর দেশগুলোর জন্য regional development এবং policy guidance প্রদান করে।
-
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC): Latin America এবং Caribbean-এর অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক নীতি সমন্বয় করে।
-
ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন (ECE): Europe-এর দেশগুলোর মধ্যে trade, economic integration এবং sustainable development ত্বরান্বিত করে।
-
আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA): African countries-এর অর্থনৈতিক উন্নয়ন, regional integration এবং poverty reduction-এ কাজ করে।
0
Updated: 3 weeks ago
In Cricket game the length of pitch between the two wickets is -
Created: 2 months ago
A
24 yards
B
23 yards
C
22 yards
D
21 yards
ক্রিকেট পিচ এবং খেলার মূল বিষয়
-
ক্রিকেট খেলা প্রথম শুরু হয় ইংল্যান্ডে।
-
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়।
ক্রিকেট পিচ:
-
পিচের দৈর্ঘ্য ২২ গজ এবং প্রস্থ ১০ ফুট।
-
পিচের দুই প্রান্তে তিনটি করে স্টাম্প থাকে, যা মিলিয়ে একটিকে উইকেট বলা হয়।
-
প্রতিটি স্টাম্পের উপর দুটি বেল বসানো থাকে।
-
ক্রিকেটে ব্যাটসম্যান ১০ ধরনেরভাবে আউট হতে পারে।
-
কোনো ওভারে যদি কোনো রান না হয়, সেটিকে মেডেন ওভার বলা হয়।
খেলার কলাকৌশল:
ক্রিকেট খেলাকে মূলত চার ভাগে ভাগ করা যায়:
-
ব্যাটিং
-
বোলিং
-
ফিল্ডিং ও ক্যাচিং
-
উইকেট কিপিং
ফলো থু (Follow Through):
-
বোলার যখন বল ছুঁড়ে দেয়, তখন শরীরের ভারসাম্য ঠিক রাখতে কিছুটা এগিয়ে যাওয়া প্রয়োজন। এই ধাপকে ফলো থু বলা হয়।
উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
'Global Terrorism Index' ২০১৪ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র-
Created: 2 months ago
A
সিরিয়া
B
সুদান
C
ইরাক
D
সোমালিয়া
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
• Global Terrorism Index (GTI) ২০১৪ অনুযায়ী সন্ত্রাসবাদে বিশ্বের শীর্ষ দেশ ইরাক।
- বর্তমানে ২০২৪ সালে Global Terrorism Index (GTI) অনুযায়ী সন্ত্রাসবাদে বিশ্বের শীর্ষ দেশ বুর্কিনা ফাসো।
প্রতিবেদন অনুযায়ী সন্ত্রাসবাসকবলিত দিকে থেকে শীর্ষ ৫ দেশ-
Global Terrorism Index (GTI):
১। বুরকিনা ফাসো,
২। ইসরাইল
৩। মালি,
৪। পাকিস্তান,
৫। সিরিয়া।
উৎস: Statista Research Department এর ওয়েবসাইট, Live Mcq ডায়নামিক প্যানেল, Global Terrorism Index (GTI) - 2024 ও বাসস।
0
Updated: 2 months ago