'The lady with the Lamp' নামে পরিচিত-
A
হেলেন কেলার
B
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
C
মাদার তেরেসা
D
সরােজিনী নাইডু
উত্তরের বিবরণ
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত এবং ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন এবং লন্ডনে ১৯১০ সালের ১৩ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি Lady with the Lamp নামে পরিচিত।
-
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইতালীয় নাগরিক ছিলেন।
-
১৮৬০ সালে তিনি লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং নামে পরিচিত।
-
তিনি ক্রিমিয়ার যুদ্ধে (১৮৫৩–১৮৫৬) আহত সৈন্যদের চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখেন, দিনে কাজ করে রাতের বেলায় চিকিৎসা প্রদান করতেন।
-
এই অসাধারণ চিকিৎসা সেবার জন্য তাকে ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে সম্মানিত করা হয়।
-
১৮৮৩ সালে রানি ভিক্টোরিয়া তাকে ‘রয়েল রেডক্রস’ পদক প্রদান করেন।
-
১৯০৭ সালে তিনি প্রথম নারী হিসেবে ‘অর্ডার অব মেরিট’ খেতাব লাভ করেন।
-
১৯০৮ সালে লন্ডন নগরী তাকে ‘অনারারি ফ্রিডম’ উপাধি প্রদান করে।

0
Updated: 1 day ago
শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
Created: 4 weeks ago
A
মিসর
B
ইরাক
C
ইরান
D
থাইল্যান্ড
থাইল্যান্ড
-
থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
-
দেশটির ভূগোল বৈচিত্র্যময়: উত্তর দিকে আছে পাহাড়ি বনাঞ্চল, কেন্দ্রীয় অংশে উর্বর ধানের মাঠ, উত্তর-পূর্বে বিস্তৃত মাটি এবং দক্ষিণ উপদ্বীপে সুন্দর সমুদ্রতট।
-
'থাই' শব্দের অর্থ মুক্ত, তাই 'থাইল্যান্ড' মানে মুক্ত ভূমি।
-
রাজধানী: ব্যাংকক।
-
মুদ্রা: বাথ।
ঐতিহাসিক তথ্য
-
প্রাচীনকালে থাইল্যান্ডকে শ্যাম দেশ বলা হতো।
-
১৯৩৯ সাল পর্যন্ত দেশটির নাম শ্যাম ছিল।
-
থাইল্যান্ড কখনও ইউরোপীয় ঔপনিবেশের অধীনে আসেনি।
-
১৯৩২ সালে একটি বিপ্লবের মাধ্যমে থাইল্যান্ডের নিরঙ্কুশ রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্রে রূপান্তর ঘটে। এরপর থেকে দেশটি নির্বাচিত সংসদ দ্বারা শাসিত হচ্ছে।
সূত্র: Britannica

0
Updated: 4 weeks ago
Alliance যে দেশভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন -
Created: 1 week ago
A
যুক্তরাজ্যের
B
যুক্তরাষ্ট্রের
C
কানাডার
D
ইউরোপিয়ান ইউনিয়নের
Alliance (অ্যালায়েন্স)
যুক্তরাষ্ট্রভিত্তিক পোশাক ব্র্যান্ডগুলোর সংগঠন “Alliance” মূলত একটি পূর্ণ-পরিষেবা পোশাক সোর্সিং সলিউশন কোম্পানি। তারা বিশ্বব্যাপী সক্রিয় পোশাক, ফ্যাশন এবং স্পোর্টসওয়্যার খাতে কাজ করে।
অ্যালায়েন্স গঠিত হয়েছে বিশ্বের ২৮টি পরিচিত ব্র্যান্ডের সমন্বয়ে এবং এর কার্যক্রমের মেয়াদ পাঁচ বছর। এ সংস্থার মূল লক্ষ্য বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
বিশেষ করে উত্তর আমেরিকার আমদানিকারকরা সম্মিলিতভাবে এই উদ্যোগে অংশ নেয়। বর্তমানে অ্যালায়েন্স সদস্যরা বাংলাদেশের ৭০০-এর বেশি পোশাক কারখানা থেকে তৈরি পণ্য আমদানি করে।
উৎস: Alliance Apparel ওয়েবসাইট

0
Updated: 1 week ago
সামরিক ভাষায় 'WMD' অর্থ কী?
Created: 4 days ago
A
Weapons of Mass Destruction
B
Worldwide Mass Destruction
C
Weapons of Missile Defence
D
Weapons for Massive Destruction
WMD-এর পূর্ণরূপ হলো Weapons of Mass Destruction বা গণবিধ্বংসী অস্ত্র। এই শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৯৩৭ সালে বোমারু বিমানের ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা বোঝাতে।
পরবর্তীতে এটি এমন সব অস্ত্রকে বোঝাতে ব্যবহার করা হয় যা স্বল্প সময়ে বিপুল পরিমাণ প্রাণহানি ও ধ্বংস ডেকে আনতে পারে। ২০০৩ সালে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার আশঙ্কায় মার্কিন নেতৃত্বাধীন জোট দেশটিতে আক্রমণ চালায়।
Weapons of Mass Destruction-এর অন্তর্ভুক্ত অস্ত্রগুলো হলো
-
Nuclear Weapon
-
Chemical Weapon
-
Biological Weapon

0
Updated: 4 days ago