নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
A
আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
B
আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
C
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
D
খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
উত্তরের বিবরণ
IFAD: IFAD-এর পূর্ণরূপ হলো International Fund for Agricultural Development, যা জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল হিসেবে কাজ করে।
এটি প্রতিষ্ঠিত হয় ১৫ ডিসেম্বর, ১৯৭৭ সালে, এবং এর সদর দপ্তর রোম, ইতালিতে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৭৮টি, যার মধ্যে সর্বশেষ সদস্য হলো সার্বিয়া।
ILO: ILO-এর পূর্ণরূপ হলো International Labour Organization, যা জাতিসংঘের শ্রম সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে। ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি পায়।
সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৮৭টি, এবং মহাপরিচালক হলো গিলবার্ট হোংবো। ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে।
FAO : FAO-এর পূর্ণরূপ হলো Food and Agriculture Organization, যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কুইবেক, কানাডায়। FAO ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
এর সদর দপ্তর রোম, ইতালিতে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন), এবং মহাপরিচালক হলো ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।
ASEAN Regional Forum (ARF) : ASEAN Regional Forum প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে, যা আসিয়ান আঞ্চলিক ফোরাম হিসেবে পরিচিত। এটি জাতিসংঘের সংস্থা নয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ২৭টি,
যা হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।
0
Updated: 1 month ago
২০২৩ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২৮ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
Created: 1 month ago
A
১৯৩
B
১৬৮
C
১৯৯
D
১৯৬
কপ সম্মেলন (COP Conference)
-
COP-এর পূর্ণরূপ: Conference of the Parties।
-
উদ্দেশ্য: মানুষের কর্মকাণ্ডের কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানো এবং এ সংক্রান্ত অগ্রগতি পর্যবেক্ষণ করা।
-
পটভূমি: ১৯৯২ সালে ১৫৪টি দেশ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC) স্বাক্ষর করে।
-
অনুষ্ঠান: জলবায়ু পরিবর্তন বিষয়ক COP সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয়। এখানে ক্ষতিকর প্রভাব কমানোর উপায়, নীতি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
সাম্প্রতিক কপ-২৮ সম্মেলন
-
তারিখ ও স্থান: ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩, সংযুক্ত আরব আমিরাত।
-
প্রধান আলোচনা বিষয়: পরিবেশ দূষণ কমানো ও জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধান।
-
সভাপতি: সুলতান আহমেদ আল জাবের, আবুধাবি জাতীয় তেল কোম্পানির সিইও ও সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী।
-
অংশগ্রহণকারী দেশ: ১৯৯টি দেশ।
সূত্র: UNFCCC ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
বুদ্ধগয়া কোন ধর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত?
Created: 2 months ago
A
জৈনধর্ম
B
শিখধর্ম
C
বৌদ্ধধর্ম
D
ইহুদি ধর্ম
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
গৌতম বুদ্ধ ও বুদ্ধগয়া
-
ব্যক্তিগত নাম: সিদ্ধার্থ
-
জন্ম: খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দী, লুম্বিনী, নেপালের কপিলাবস্তু অঞ্চলে
-
ধর্ম: বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা
বুদ্ধ উপাধির অর্থ
-
একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে ওঠেন এবং যন্ত্রণা থেকে মুক্তি পান।
গুরুত্বপূর্ণ স্থানসমূহ
-
বুদ্ধগয়া: বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান
-
সারনাথ: গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে চিন্তাভাবনা করেন; ভারতের বারানাশি থেকে ১৩ কিমি উত্তর-পূর্বে অবস্থিত
-
কুশিনারা: বুদ্ধের মৃত্যুস্থান, মাল্লা প্রজাতন্ত্র, মগধ রাজ্যে
-
তক্ষশীলা: পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান
উৎস: Britannica
0
Updated: 2 months ago
কোন দেশে সমুদ্র বন্দর নাই?
Created: 3 weeks ago
A
মালদ্বীপ
B
নেপাল
C
গ্রীস
D
ভেনেজুয়েলা
সমুদ্র বন্দরহীন দেশ বলতে বোঝায় সেই সব দেশ যাদের সরাসরি সমুদ্র সীমা নেই। এই ধরনের দেশগুলোকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলা হয়, কারণ এরা সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্য করার জন্য অন্য দেশের বন্দরের উপর নির্ভরশীল।
-
এশিয়ার কিছু স্থল বেষ্টিত দেশ হলো:
-
আফগানিস্তান
-
আর্মেনিয়া
-
আজারবাইজান
-
ভুটান
-
তুর্কমেনিস্তান
-
কাজাখস্তান
-
কিরগিজস্তান
-
লাওস
-
মঙ্গোলিয়া
-
নেপাল
-
তাজিকিস্তান
-
উজবেকিস্তান
-
0
Updated: 3 weeks ago