চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবােজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
A
কিলাে-ক্লাস
B
মিং-ক্লাস
C
ডলফিন-ক্লাস
D
শ্যাং-ক্লাস
উত্তরের বিবরণ
বাংলাদেশ ২০১৬ সালে চীনের কাছ থেকে দুটি সাবমেরিন ক্রয় করে, যা নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সাবমেরিনগুলি চীনের মিং-ক্লাস (টাইপ ০৩৫) ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন আক্রমণে সক্ষম।
-
২০১২ সালে চীনের সঙ্গে দুটি মিং-ক্লাস সাবমেরিন ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়।
-
১৪ নভেম্বর ২০১৬ চীনের দালিয়ান প্রদেশের লিয়াওয়ান শিপইয়ার্ড থেকে সাবমেরিন দুটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
-
সাবমেরিন দুটির নামকরণ করা হয় 'নবযাত্রা' এবং 'জয়যাত্রা'।
-
আইএসপিআর জানিয়েছে, প্রতিটি সাবমেরিনের দৈর্ঘ্য ৭৬ মিটার এবং প্রস্থ ৭.৬ মিটার।
-
সাবমেরিনগুলি টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন আক্রমণে সক্ষম।
-
২০১৭ সালে এই দুটি চীনা সাবমেরিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়।
0
Updated: 1 month ago
আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর দপ্তর:
Created: 2 months ago
A
ভিয়েনা
B
জেনেভা
C
প্যারিস
D
লন্ডন
আন্তর্জাতিক রেড ক্রস (Red Cross) সংক্রান্ত তথ্য
-
সম্পূর্ণ নাম: The International Red Cross and Red Crescent Movement (সংক্ষেপে রেড ক্রস)।
-
প্রকৃতি: এটি একটি সেবামূলক মানবিক প্রতিষ্ঠান।
-
মূল লক্ষ্য: যুদ্ধ ও সংঘাতের সময় আহত ও অসহায় মানুষদের সহায়তা করা।
-
প্রতিষ্ঠার তারিখ: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।
-
প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
-
প্রতিষ্ঠাতা: হেনরী ডুনান্ট (Jean Henri Dunant)।
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
বিশ্বব্যাপী কার্যক্রম: প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে মানবিক কার্যক্রম চালাচ্ছে এবং মানবতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
হেনরী ডুনান্ট ৮ মে, ১৮২৮ সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন।
-
তাঁর স্মৃতিতে প্রতিবছর বিশ্ব রেড ক্রস/রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়।
-
এই দিবসটি বিশ্বব্যাপী ১৯১টি দেশে পালন করা হয়।
উৎস: Red Cross ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা-
Created: 2 months ago
A
২
B
৩
C
৪
D
১
ভারতের প্রধানমন্ত্রী
-
নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
-
তার শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শুধুমাত্র মরিশাসের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।
-
নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি (BJP) থেকে নির্বাচিত হন এবং তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী।
ভারত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ।
-
রাজধানী: নয়া দিল্লি।
-
মুদ্রা: ভারতীয় রুপি।
-
প্রধান নদী: গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র।
-
১৯৪৭ সালে ভারত দুইভাগে বিভক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়: হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান।
-
২৬ জানুয়ারি ১৯৫০ সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়। তাই এই দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
-
২১ এপ্রিলকে সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালন করা হয়।
উৎস: টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট, নরেন্দ্র মোদী ওয়েবসাইট, Britannica.
0
Updated: 2 months ago
বিশ্ব প্রাণী দিবস হচ্ছে-
Created: 2 months ago
A
৪ অক্টোবর
B
২৩ অক্টোবর
C
২৯ জুন
D
১১ ফেব্রুয়ারি
বিশ্ব ও আন্তর্জাতিক দিবসসমূহ
-
বিশ্ব প্রাণী দিবস – ৪ অক্টোবর।
বিশ্ব প্রাণী দিবস প্রতি বছর ৪ অক্টোবর পালিত হয়। এদিন বিশ্বের বিভিন্ন দেশে পশু অধিকার ও তাদের কল্যাণের জন্য সচেতনতা বাড়ানো হয়। -
বিশ্ব বন দিবস – ২১ মার্চ।
বনের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে পালিত হয়। -
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস – ৩ মে।
সাংবাদিকতার স্বাধীনতা ও স্বচ্ছ তথ্যপ্রবাহ নিশ্চিত করার গুরুত্বকে তুলে ধরার জন্য পালন করা হয়। -
জাতীয় উৎপাদনশীলতা দিবস – ২ অক্টোবর।
দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পালিত হয়। -
বিশ্ব নারী দিবস – ৮ মার্চ।
নারী ক্ষমতায়ন, সমতা ও নারীর অধিকারকে সমর্থন জানাতে পালিত হয়। -
বিশ্ব তামাকমুক্ত দিবস – ৩১ মে।
তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য পালন করা হয়। -
বিশ্ব ধরিত্রী দিবস – ২২ এপ্রিল।
পরিবেশ সংরক্ষণ ও পৃথিবীর সম্পদের সুরক্ষার গুরুত্ব বোঝাতে পালিত হয়। -
বিশ্ব শিক্ষক দিবস – ৫ অক্টোবর।
শিক্ষকের ভূমিকা ও তাদের অবদানের স্বীকৃতি জানাতে পালন করা হয়। -
বিশ্ব তুলা দিবস – ৭ অক্টোবর।
তুলা শিল্প ও এর কৃষকদের অবদানের প্রতি গুরুত্ব আরোপ করতে পালন করা হয়। -
জাতীয় তামাকমুক্ত দিবস – ৯ অক্টোবর।
দেশে তামাকমুক্ত জীবনযাপনের জন্য মানুষকে সচেতন করতে পালিত হয়।
উৎস: ব্রিটানিকা, জাতিসংঘ ওয়েবসাইট
0
Updated: 2 months ago