ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায়?
A
ফ্রান্স
B
জার্মানি
C
নেদারল্যান্ড
D
হাঙ্গেরি
উত্তরের বিবরণ
Transparency International একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করে এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে। সংস্থাটি জার্মান ভিত্তিক এবং বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের স্বচ্ছতা বৃদ্ধির জন্য গবেষণা ও সূচক প্রকাশ করে থাকে।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সাল
-
প্রতিষ্ঠাতা: পিটার ইজেন
-
সদর দপ্তর: বার্লিন, জার্মানি
-
এটি প্রতি বছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (Corruption Perceptions Index - CPI) প্রকাশ করে
0
Updated: 1 month ago
আন্তর্জাতিক বিচার আদালত রােহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
Created: 1 month ago
A
৩টি
B
২টি
C
৫টি
D
৪টি
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার করা মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) ২৩ জানুয়ারি ২০২০ তারিখে মিয়ানমারের প্রতি চারটি অন্তর্বর্তী নির্দেশনা জারি করে।
এই মামলায় মিয়ানমারকে ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে তার পক্ষের বক্তব্য আদালতে পেশ করতে বলা হয়। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত সংক্রান্ত মূল তথ্যগুলো হলো:
-
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ) হলো জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
-
এটি ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।
-
সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
-
বর্তমান প্রেসিডেন্ট: নওয়াফ সালাম।
-
বিচারক সংখ্যা: ১৫ জন।
-
বিচারক নির্বাচন করা হয় জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের মাধ্যমে, একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য, এবং আদালতের সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
-
এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের জন্য রাষ্ট্র ও ব্যক্তিদের বিচার করতে সক্ষম।
0
Updated: 1 month ago
যুক্তরাষ্ট্রের পরিচালিত 'অপারেশন মিডনাইট হ্যামার' ইরানে কবে হামলা করে?
Created: 1 month ago
A
২০ জুন ২০২৫
B
২১ জুন ২০২৫
C
২২ জুন ২০২৫
D
২৩ জুন ২০২৫
২২ জুন ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer) ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি আক্রমণ চালানো হয়। এটি ছিল একটি বড় ধরনের সামরিক অভিযান যেখানে উন্নত প্রযুক্তি ও কৌশল ব্যবহার করা হয়েছিল।
অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer):
-
২২ জুন ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় এ আক্রমণ পরিচালনা করে।
-
এই অভিযানে ইরানের তিনটি মূল পরমাণু স্থাপনা—ফর্দো, ইস্ফাহান এবং নাতাঞ্জ—প্রধান লক্ষ্যবস্তু ছিল।
-
মার্কিন সেনা জানিয়েছে, হামলার সময় ছিল শনিবার রাত ২২:৪০ GMT থেকে ২৩:০৫ GMT, যা ইরানের স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত ০২:৪০ থেকে ০৩:০৫।
-
অর্থাৎ পুরো অভিযানটি চলেছিল প্রায় ২৫ মিনিট।
অভিযানে ব্যবহৃত শক্তি ও সামরিক সরঞ্জাম:
-
এই অভিযানে ১২৫টি যুদ্ধবিমান অংশ নেয়।
-
যুক্তরাষ্ট্রের সাতটি বি-২ বোমারু বিমান মিসৌরি থেকে উড্ডয়ন করে প্রায় ৩৭ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট শেষে ইরানে পৌঁছে।
-
বি-২ বোমারু বিমানগুলো ১৪টি বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে।
-
প্রতিটি বি-২ বিমান দুটি করে ৩০ হাজার পাউন্ড ওজনের বোমা বহনে সক্ষম।
-
অভিযানে অংশ নেয় আরও ফুয়েল ট্যাংকার প্লেন (জ্বালানি ভরার বিমান) এবং সারভেইলেন্স এয়ারক্রাফট (নজরদারি বিমান)।
যুক্তরাষ্ট্রের অবস্থান:
-
প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ জানান, এই মিশনের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকি দূর করা।
প্রাসঙ্গিক ঘটনাপ্রবাহ:
-
এর আগে ১৩ জুন ২০২৫ তারিখে ইসরায়েল ইরানে অপারেশন রাইজিং লায়ন (Operation Rising Lion) পরিচালনা করে, যেখানে ডজনখানেক পারমাণবিক ও সামরিক স্থাপনায় আঘাত হানা হয়।
-
এর জবাবে ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিজ থ্রি, যার ফলে উভয় দেশের মধ্যে বিমানযুদ্ধ অব্যাহত থাকে।
0
Updated: 1 month ago
মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম -
Created: 1 month ago
A
এনএলডি সরকার
B
ন্যাশনাল ইউনিটি সরকার
C
বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল
D
অং সান সু চি সরকার
ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (NUG) হলো মিয়ানমারের একটি বেসরকারি প্রশাসন, যা মূলত সেনা অভ্যুত্থানের বিরোধী অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদদের দ্বারা গঠিত। এর পক্ষে জনসমর্থন রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন এই প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং দক্ষিণ কোরিয়ায় এদের প্রতিনিধিত্বমূলক অফিস রয়েছে। ইউনাইটেড ইন্সটিটিউট অব পিসের তথ্য অনুযায়ী, কারেন, কাচিন, কারেন্নি ও শিন জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রশাসন হিসেবে এনইউজির সঙ্গে সম্পৃক্ত।
-
ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট হচ্ছে মিয়ানমারের এক ধরনের ‘নির্বাসিত সরকার’।
-
বিভিন্ন জাতিগত গোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই সরকার রাষ্ট্র ক্ষমতায় না থাকলেও জান্তা সরকারের বিরোধীপক্ষ হিসেবে কাজ করে।
-
পূর্বে নির্বাচিত কিছু সংসদ সদস্য ও আইনপ্রণেতা ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর এই সরকার গঠন করেন।
-
থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স (3BHA) গঠন করেছে কোকাং এমএনডিএএ (মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি), তাং টিএনএলএ (তাং ন্যাশনাল লিবারেশন আর্মি) এবং আরাকান আর্মি।
-
এই তিনটি সশস্ত্র গোষ্ঠী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টকে সমর্থন প্রদান করছে।
0
Updated: 1 month ago