আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
A
১৫ সেপ্টেম্বর
B
১৫ অক্টোবর
C
১৫ নভেম্বর
D
১৫ ডিসেম্বর
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস প্রতি বছর ১৫ সেপ্টেম্বর পালিত হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোতে গণতন্ত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়।
২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর জাতিসংঘ এ দিবসের ঘোষণা দেয় এবং তারপর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর তা পালিত হচ্ছে।
-
১৫ সেপ্টেম্বর – আন্তর্জাতিক গণতন্ত্র দিবস
-
২০০৭ সাল – জাতিসংঘ দিবসটির ঘোষণা দেয়
-
উদ্দেশ্য – গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি ও গণতান্ত্রিক চর্চা উৎসাহিত করা
-
আয়োজক – জাতিসংঘ সাধারণ পরিষদ
অন্যদিকে আরও কিছু দিবস একই মাসের ভিন্ন তারিখে পালিত হয়।
-
১৫ অক্টোবর – বিশ্ব হাত ধোয়া দিবস
-
১৫ নভেম্বর – আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস
0
Updated: 1 month ago
Global Vaccine Summit অনুষ্ঠিত হয়-
Created: 1 month ago
A
৫ মে ২০২০
B
৪ জুন ২০২০
C
৬ জুলাই ২০২০
D
৮ আগষ্ট ২০২০
২০২০ সালের ৪ জুন যুক্তরাজ্য সরকারের উদ্যোগে গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয়। এটি ছিল একটি আন্তর্জাতিক সম্মেলন, যেখানে বিশ্বব্যাপী ভ্যাকসিনের প্রাপ্যতা ও টিকাদান কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
-
তারিখ: ৪ জুন, ২০২০
-
আয়োজক: যুক্তরাজ্য সরকার
-
উদ্দেশ্য: বিশ্বব্যাপী ভ্যাকসিনের সহজলভ্যতা নিশ্চিত করা এবং টিকাদান কর্মসূচি শক্তিশালী করা
0
Updated: 1 month ago
IUCN এর কাজ হলাে বিশ্বব্যাপী-
Created: 1 month ago
A
পানি সম্পদ রক্ষা করা
B
সন্ত্রাস দমন করা
C
প্রাকৃতিক সম্পদ রক্ষা করা
D
পরিবেশ দূষণ রােধ করা
IUCN বা International Union for the Conservation of Nature হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কাজ করে। এই সংস্থার লক্ষ্য হলো প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করা এবং প্রজাতির অস্তিত্ব রক্ষা করা।
-
প্রতিষ্ঠা: ৫ অক্টোবর, ১৯৪৮, ফ্রান্সের ফন্টেইনব্লিউতে।
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
-
কার্যক্রম: বিশ্বের ১৭০টির অধিক দেশে কাজ করছে।
-
উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ।
-
প্রজাতির বিভাগ: IUCN প্রজাতিকে নয়টি বিভাগে ভাগ করে—মূল্যায়ন করা হয়নি, ডেটার ঘাটতি, ন্যূনতম উদ্বেগ, কাছাকাছি হুমকির মুখে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, বন্য অঞ্চলে বিলুপ্ত এবং বিলুপ্ত।
-
প্রথম অধিবেশন: ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লিউতে।
-
দ্বিতীয় অধিবেশন: বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত।
0
Updated: 1 month ago
পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি?
Created: 3 weeks ago
A
ESCWA
B
ESCAP
C
ECLAC
D
ECE
জাতিসংঘ বা United Nations হল একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বশান্তি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে। এর অধীনে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য Economic and Social Council (ECOSOC)-এর অধীনে পাঁচটি আঞ্চলিক কমিশন রয়েছে।
-
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP): Asia-Pacific region-এর দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করে।
-
পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA): West Asia বা Middle East-এর দেশগুলোর জন্য regional development এবং policy guidance প্রদান করে।
-
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC): Latin America এবং Caribbean-এর অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক নীতি সমন্বয় করে।
-
ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন (ECE): Europe-এর দেশগুলোর মধ্যে trade, economic integration এবং sustainable development ত্বরান্বিত করে।
-
আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA): African countries-এর অর্থনৈতিক উন্নয়ন, regional integration এবং poverty reduction-এ কাজ করে।
0
Updated: 3 weeks ago