ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
A
UNIMOG
B
UNIIMOG
C
UNGOMAP
D
UNICEF
উত্তরের বিবরণ
UNIIMOG শব্দটির পূর্ণরূপ হলো United Nations Iran-Iraq Military Observer Group। এটি জাতিসংঘ কর্তৃক গঠিত একটি সামরিক পর্যবেক্ষক দল, যা ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধ বন্ধে শান্তি পর্যবেক্ষণের জন্য প্রেরণ করা হয়।
তথ্যসমূহ হলো
-
UNIIMOG হলো জাতিসংঘ ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ।
-
১৯৮৮ সালে জাতিসংঘ এই গ্রুপকে প্রেরণ করে যুদ্ধবিরতি কার্যকর ও শান্তি বজায় রাখার জন্য।
-
বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণ করে।
-
ওই বছর বাংলাদেশ দুটি মিশনে অংশ নেয়—একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
-
বাংলাদেশ প্রথমবারের মতো ১৯৮৮ সালে UNIIMOG মিশনে ১৫ জন সদস্য পাঠায় এবং আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে।
0
Updated: 1 month ago
জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কী বুঝায়?
Created: 1 month ago
A
নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
B
পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
C
পাঁচটি জাতিসংঘ সংস্থা
D
উপরের কোনোটিই নয়
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UN Security Council)
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মোট ১৫ জন সদস্য নিয়ে গঠিত। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী দেশগুলো, যাদের একত্রে পি-৫ (P5) বলা হয়। এই পাঁচ স্থায়ী সদস্য হলো:
-
চীন
-
ফ্রান্স
-
রাশিয়া
-
যুক্তরাজ্য
-
যুক্তরাষ্ট্র
নিরাপত্তা পরিষদ নতুন সদস্য রাষ্ট্রের নির্বাচন এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে নিয়োগে সুপারিশ প্রদান করে। উদাহরণস্বরূপ:
-
সাধারণ পরিষদ নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদের সুপারিশ গ্রহণ করে।
-
মহাসচিব এবং আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ সুপারিশ করে।
-
মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুযায়ী সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে।
নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কিত বিস্তারিত জাতিসংঘ সনদের ২৩নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।
উৎস: UN Security Council ওয়েবসাইট
0
Updated: 1 month ago
শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
Created: 2 months ago
A
মিসর
B
ইরাক
C
ইরান
D
থাইল্যান্ড
থাইল্যান্ড
-
থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
-
দেশটির ভূগোল বৈচিত্র্যময়: উত্তর দিকে আছে পাহাড়ি বনাঞ্চল, কেন্দ্রীয় অংশে উর্বর ধানের মাঠ, উত্তর-পূর্বে বিস্তৃত মাটি এবং দক্ষিণ উপদ্বীপে সুন্দর সমুদ্রতট।
-
'থাই' শব্দের অর্থ মুক্ত, তাই 'থাইল্যান্ড' মানে মুক্ত ভূমি।
-
রাজধানী: ব্যাংকক।
-
মুদ্রা: বাথ।
ঐতিহাসিক তথ্য
-
প্রাচীনকালে থাইল্যান্ডকে শ্যাম দেশ বলা হতো।
-
১৯৩৯ সাল পর্যন্ত দেশটির নাম শ্যাম ছিল।
-
থাইল্যান্ড কখনও ইউরোপীয় ঔপনিবেশের অধীনে আসেনি।
-
১৯৩২ সালে একটি বিপ্লবের মাধ্যমে থাইল্যান্ডের নিরঙ্কুশ রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্রে রূপান্তর ঘটে। এরপর থেকে দেশটি নির্বাচিত সংসদ দ্বারা শাসিত হচ্ছে।
সূত্র: Britannica
0
Updated: 2 months ago
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়ােজন?
Created: 1 month ago
A
২৫০০
B
১৯৯১
C
১৯৫০
D
১৮৯০
২০২০ সালের ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন। নির্বাচনের আগে সুপার টুইসডে'র ফলাফলে বাইডেন এগিয়ে ছিলেন।
রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হিসেবে জয় পেতে হলে বার্ণি বা বাইডেনকে ১৯৯১ ভোটের সমর্থন প্রয়োজন হতো।
-
ডেমোক্র্যাটিক পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রধান রাজনৈতিক দল।
-
যুক্তরাষ্ট্রে প্রধান দুটি রাজনৈতিক দল হলো ডেমোক্র্যাটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি।
-
ডেমোক্র্যাটিক পার্টির লোগো গাধা, আর রিপাবলিকান পার্টির লোগো হাতি।
-
জোসেফ রবিনেট বাইডেন একজন মার্কিন রাজনীতিবিদ এবং ডেমোক্র্যাটিক পার্টির সদস্য।
-
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি।
-
২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে তিনি ২০২১ সালের ২০ জানুয়ারি শপথ নেন।
0
Updated: 1 month ago