কোনটি সাংবিধানিক পদ নয়?
A
প্রধান নির্বাচন কমিশনার
B
চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
C
চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
D
কনট্রোলার ও অডিটর জেনারেল
উত্তরের বিবরণ
বাংলাদেশে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে সাংবিধানিক পদ হিসেবে গণ্য করা হয় না। কারণ এটি সংবিধান দ্বারা গঠিত নয়, বরং আলাদা আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত।
অন্যদিকে সাংবিধানিক পদগুলো সংবিধান দ্বারা নির্ধারিত হয় এবং এসব পদের গঠন, দায়িত্ব, মেয়াদ, পদত্যাগ ও অপসারণ প্রক্রিয়া সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ থাকে।
সাংবিধানিক পদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো:
-
সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন।
-
যে সকল প্রতিষ্ঠান সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, সেগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়।
-
এসব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, মেয়াদ, পদমর্যাদা, দায়িত্ব এবং অপসারণ প্রক্রিয়া সংবিধানে সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ থাকে।
সাংবিধানিক পদগুলো হলো:
-
রাষ্ট্রপতি
-
স্পিকার
-
প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীগণ
-
ডিপুটি স্পিকার
-
প্রধান বিচারপতি
-
সংসদ সদস্য
-
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার
-
মহা-হিসাব রক্ষক ও নিয়ন্ত্রক
-
সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্য
0
Updated: 1 month ago
Inclusive Development Index ( IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
Created: 1 month ago
A
প্রথম স্থান
B
দ্বিতীয় স্থান
C
তৃতীয় স্থান
D
চতুর্থ স্থান
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেক্স (IDI) রিপোর্টে বাংলাদেশের অবস্থান:
বিশ্ব অর্থনৈতিক ফোরাম প্রতি বছর Inclusive Development Index (IDI) প্রকাশ করে, যা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক অন্তর্ভুক্তির মান পরিমাপ করে। ২০১৮ সালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী:
-
উদীয়মান অর্থনীতির মধ্যে বাংলাদেশ বিশ্বের ৩৪তম স্থানে রয়েছে।
-
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে, যেখানে প্রথম স্থানে রয়েছে নেপাল।
এই সূচক মূলত দেখায়, কোন দেশগুলো কেবল অর্থনৈতিকভাবে বড় নয়, বরং তাদের জনগণের মধ্যে সমানভাবে উন্নয়ন ছড়াচ্ছে কি না।
উৎস: The Daily Star, 24 জানুয়ারি 2018; World Economic Forum
0
Updated: 1 month ago
বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
Created: 1 month ago
A
ফরিদপুর
B
রংপুর
C
জামালপুর
D
শেরপুর
কৃষি পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী শীর্ষ উৎপাদনকারক অঞ্চলসমূহ
কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২৩ অনুযায়ী, পাট উৎপাদনের ক্ষেত্রে বিভাগ ও জেলা অনুসারে শীর্ষ স্থানগুলো হলো:
-
বিভাগ হিসেবে: ঢাকা বিভাগ সর্বোচ্চ পাট উৎপাদন করে, মোট ২৯,৪৬,৪৮৬ বেলস।
-
জেলা হিসেবে: ফরিদপুর জেলা সর্বোচ্চ পাট উৎপাদন করে, মোট ৯,৯১,৮৭৫ বেলস।
ধান, গম, ভূট্টা, তুলা, চা, তামাক এবং আলুর ক্ষেত্রে শীর্ষ জেলা সমূহ:
-
ধান: ময়মনসিংহ
-
গম: ঠাকুরগাঁও
-
ভূট্টা: দিনাজপুর
-
তুলা: ঝিনাইদহ
-
চা: মৌলভীবাজার
-
তামাক: কুষ্টিয়া
-
পাট: ফরিদপুর
-
আলু: রংপুর
উৎস: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২৩
0
Updated: 1 month ago
যে জেলায় হাজংদের বসবাস নেই-
Created: 2 months ago
A
শেরপুর
B
ময়মনসিংহ
C
সিলেট
D
নেত্রকোনা
হাজং
-
হাজং বাংলাদেশে একটি আদিবাসী জনগোষ্ঠী।
-
এরা মূলত ময়মনসিংহ জেলের পর্বতময় এলাকায় বসবাস করে। এছাড়াও শেরপুর, সিলেট ও নেত্রকোনা অঞ্চলেও হাজং জনগোষ্ঠীর কিছু পরিবার রয়েছে।
-
নৃবিজ্ঞানীদের মতে, হাজংদের আদি নিবাস উত্তর বার্মা।
-
বাংলাদেশের হাজংদের প্রধান ভাষা হলো বাংলা। তবে এদের নিজস্ব ভাষাও রয়েছে।
-
হাজং ভাষার জন্য কোনো নিজস্ব বর্ণমালা নেই; লিখনের জন্য তারা অসমীয়া বর্ণমালা ব্যবহার করে।
-
হাজংরা সনাতন ধর্মাবলম্বী এবং তাদের সমাজ পিতৃতান্ত্রিক।
নৃগোষ্ঠি সনদ অনুযায়ী
-
হাজং বাংলাদেশ ও ভারতের একটি আদিবাসী জনগোষ্ঠী।
-
বাংলাদেশে এরা নেত্রকোনা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় বসবাস করে।
-
দেশের অন্য কোথাও এদের বসবাসের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
-
বর্তমানে বাংলাদেশে হাজংদের সংখ্যা প্রায় ৩,০০০ জন।
উৎস: বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago