বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে 'বার্ষিক আর্থিক বিবৃতি'-এর কথা উল্লেখ করা হয়েছে?
A
৮১
B
৮৫
C
৮৭
D
৮৮
উত্তরের বিবরণ
সংবিধানে বাজেটকে “বার্ষিক আর্থিক বিবৃতি” নামে উল্লেখ করা হয়েছে এবং এ সম্পর্কিত বিধান অনুচ্ছেদ ৮৭-তে বর্ণিত। এই অনুচ্ছেদে সরকারের বার্ষিক আয় ও ব্যয়ের বিবরণ সংসদে উপস্থাপনের নিয়ম ও কাঠামো স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
তথ্যগুলো হলো:
-
অনুচ্ছেদ ৮৭ (১): প্রত্যেক অর্থবছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়ের বিবরণী সংসদে উপস্থাপন করতে হবে। এই বিবরণীকে “বার্ষিক আর্থিক বিবৃতি” বলা হয়।
-
অনুচ্ছেদ ৮৭ (২): এই বিবৃতিতে দুটি বিষয় আলাদাভাবে প্রদর্শিত হবে—
-
(ক) সংবিধান অনুযায়ী সংযুক্ত তহবিলের দায় মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ।
-
(খ) সংযুক্ত তহবিল থেকে ব্যয়যোগ্য অন্যান্য প্রস্তাবিত খাত নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ।
-
-
রাজস্ব খাতের ব্যয় অন্যান্য ব্যয় থেকে পৃথকভাবে প্রদর্শন করার নির্দেশনা রয়েছে।
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগের বিষয়বস্তু কী?
Created: 2 months ago
A
মৌলিক অধিকার
B
বিচার বিভাগ
C
নির্বাহী বিভাগ
D
নির্বাচন
সংবিধানের ভাগ
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান-সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ
সূত্র: বাংলাদেশের সংবিধান
0
Updated: 2 months ago
‘ধর্মীয় স্বাধীনতা' বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ৩৮
B
অনুচ্ছেদ ৫০
C
অনুচ্ছেদ ৪১
D
অনুচ্ছেদ ১০০
অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এটি নাগরিক ও ধর্মীয় সম্প্রদায় উভয়ের অধিকার সংরক্ষণ করে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় বাধ্যবাধকতার বিষয়েও স্পষ্ট নিয়ম নির্ধারণ করেছে।
-
ধর্ম অবলম্বন ও প্রচারের অধিকার: আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতার সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনও ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে।
-
ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকার: প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে।
-
শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অংশগ্রহণ: কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ব্যক্তিকে যদি নিজের ধর্ম সংক্রান্ত না হয়, তবে তাকে কোনো ধর্মীয় শিক্ষাগ্রহণ বা ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ করতে বাধ্য করা যাবে না। জরুরি অবস্থার সময়ও এই বিধান প্রযোজ্য।
-
সংক্রান্ত অন্যান্য উল্লেখযোগ্য অনুচ্ছেদ:
-
৩৮ নং অনুচ্ছেদ: সংগঠনের স্বাধীনতা
-
৫০ নং অনুচ্ছেদ: রাষ্ট্রপতির পদের মেয়াদ
-
১০০ নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টের আসন
-
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে?
Created: 2 months ago
A
১৩০
B
১৩১
C
১৩৭
D
১৪০
সংবিধান ও সরকারি কর্ম কমিশন
বাংলাদেশের সংবিধান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও তাদের দায়িত্বের কথা উল্লেখ করেছে। বিশেষ করে সরকারি কর্ম কমিশন সম্পর্কিত বিষয়টি অনুচ্ছেদ ১৩৭-এ বলা হয়েছে।
এখানে বলা আছে যে, আইন অনুযায়ী বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা যেতে পারে। প্রতিটি কমিশনে একজন সভাপতি এবং আইন অনুযায়ী অন্যান্য সদস্য থাকবেন।
এর সঙ্গে আরও কিছু প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৩০: অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষকের নিয়োগ।
-
অনুচ্ছেদ ১৩১: প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার পদ্ধতি ও কাঠামো।
-
অনুচ্ছেদ ১৪০: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ।
সূত্র: বাংলাদেশের সংবিধান।
0
Updated: 2 months ago