ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
A
UNIMOG
B
UNIIMOG
C
UNGOMAP
D
UNICEF
উত্তরের বিবরণ
UNIIMOG শব্দটির পূর্ণরূপ হলো United Nations Iran-Iraq Military Observer Group। এটি জাতিসংঘ কর্তৃক গঠিত একটি সামরিক পর্যবেক্ষক দল, যা ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধ বন্ধে শান্তি পর্যবেক্ষণের জন্য প্রেরণ করা হয়।
তথ্যসমূহ হলো
-
UNIIMOG হলো জাতিসংঘ ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ।
-
১৯৮৮ সালে জাতিসংঘ এই গ্রুপকে প্রেরণ করে যুদ্ধবিরতি কার্যকর ও শান্তি বজায় রাখার জন্য।
-
বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণ করে।
-
ওই বছর বাংলাদেশ দুটি মিশনে অংশ নেয়—একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
-
বাংলাদেশ প্রথমবারের মতো ১৯৮৮ সালে UNIIMOG মিশনে ১৫ জন সদস্য পাঠায় এবং আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে।

0
Updated: 1 day ago
The International Court of Justice is located in-
Created: 4 weeks ago
A
New York
B
London
C
Geneva
D
Hague
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ)
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত হলো জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা এবং বিশ্বের সর্বোচ্চ আদালত।
-
প্রতিষ্ঠা: ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে
-
কার্যক্রম শুরু: ১৯৪৬ সালে
-
সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস
-
বর্তমান সভাপতি: নওয়াফ সালাম
বিচারক সংখ্যা ও মেয়াদ:
-
মোট ১৫ জন বিচারক, যাদের নির্বাচন করে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ
-
একজন বিচারক ৯ বছরের জন্য নির্বাচিত হন
-
সভাপতি ৩ বছরের জন্য দায়িত্বে থাকেন
মূল কাজ:
-
বিরোধ নিষ্পত্তি: রাষ্ট্রসমূহের মধ্যে আন্তর্জাতিক আইন সম্পর্কিত যেকোনো বিরোধ সমাধান করা
-
আইনি পরামর্শ প্রদান: জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ দেওয়া
উৎস: International Court of Justice ওয়েবসাইট।

0
Updated: 4 weeks ago
বিখ্যাত 'ওয়াশিংটন কনসেনসাস' (Washington Consensus) কোন বিষয়ের সঙ্গে জড়িত?
Created: 1 week ago
A
আন্তর্জাতিক অভিবাসন নীতি
B
নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
C
অস্ত্র নিয়ন্ত্রণ
D
আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন
ওয়াশিংটন কনসেনসাস
ওয়াশিংটন কনসেনসাস হলো একটি অর্থনৈতিক নীতির সেট যা নয়া উদারতাবাদী (Neo-liberal) নীতিমালা বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত। এটি মূলত মুক্ত-বাজার অর্থনীতি প্রবর্তনের ওপর জোর দেয়।
মূল তথ্য:
-
এই নীতিগুলোকে সমর্থন করেছে বিশিষ্ট আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যেমন IMF, বিশ্বব্যাংক এবং মার্কিন ট্রেজারি বিভাগ।
-
ব্রিটিশ অর্থনীতিবিদ জন উইলিয়ামসন (John Williamson) ১৯৮৯ সালে ‘ওয়াশিংটন কনসেনসাস’ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন।
-
মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সংকটে থাকা উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করা।
মূল নীতিমালা:
-
বাণিজ্যকে উদার করা
-
বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা
-
অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা
-
দক্ষ সরকারি ব্যয়ের অগ্রাধিকার দেওয়া
-
কর সংস্কার করা
-
আর্থিক খাতে উদারীকরণ (Financial liberalization)
-
প্রতিযোগিতামূলক বিনিময় হার নির্ধারণ
-
বেসরকারি খাতে হস্তান্তর ও নিয়ন্ত্রণ শিথিল করা
-
সম্পত্তির অধিকার সুরক্ষিত করা
উৎস: Britannica

0
Updated: 1 week ago
আন্তর্জাতিক বিচার আদালত রােহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
Created: 4 days ago
A
৩টি
B
২টি
C
৫টি
D
৪টি
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার করা মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) ২৩ জানুয়ারি ২০২০ তারিখে মিয়ানমারের প্রতি চারটি অন্তর্বর্তী নির্দেশনা জারি করে।
এই মামলায় মিয়ানমারকে ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে তার পক্ষের বক্তব্য আদালতে পেশ করতে বলা হয়। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত সংক্রান্ত মূল তথ্যগুলো হলো:
-
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ) হলো জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
-
এটি ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।
-
সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
-
বর্তমান প্রেসিডেন্ট: নওয়াফ সালাম।
-
বিচারক সংখ্যা: ১৫ জন।
-
বিচারক নির্বাচন করা হয় জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের মাধ্যমে, একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য, এবং আদালতের সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
-
এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের জন্য রাষ্ট্র ও ব্যক্তিদের বিচার করতে সক্ষম।

0
Updated: 4 days ago