নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি?
A
১৯৭৭
B
২০০৮
C
২০১৫
D
২০১৯
উত্তরের বিবরণ
বাংলাদেশে কৃষিশুমারি একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, যা কৃষি খাতের তথ্য-উপাত্ত সংগ্রহে সহায়ক ভূমিকা পালন করে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পাঁচটি কৃষিশুমারি সম্পন্ন হয়েছে,
যদিও ২০১৫ সালে কোনো কৃষিশুমারি অনুষ্ঠিত হয়নি। নিচে সময়ক্রম অনুযায়ী কৃষিশুমারির তালিকা দেওয়া হলো।
-
প্রথম কৃষিশুমারি: ১৯৭৭ সালে
-
দ্বিতীয় কৃষিশুমারি: ১৯৮৩-৮৪ সালে
-
তৃতীয় কৃষিশুমারি: ১৯৯৬ সালে
-
চতুর্থ কৃষিশুমারি: ২০০৮ সালে
-
পঞ্চম কৃষিশুমারি: ২০১৯ সালে
এছাড়াও, উল্লেখযোগ্য যে বাংলাদেশ ভূখণ্ডে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে, সর্বপ্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছিল ১৯৬০ সালে।
0
Updated: 1 month ago
বাঙ্গালি উপভাষা অঞ্চল কোনটি?
Created: 1 month ago
A
নদীয়া
B
ত্রিপুরা
C
পুরুলিয়া
D
বরিশাল
বাংলা ভাষার আঞ্চলিক কথ্য রীতিতে অঞ্চলভেদে ভিন্নতা দেখা যায়, আর এই ভিন্নতাকেই উপভাষা বলা হয়। প্রতিটি অঞ্চলের মানুষের উচ্চারণ ও ব্যবহারে পার্থক্য থাকলেও তা সহজেই চিহ্নিত করা সম্ভব।
তথ্যগুলো হলোঃ
-
বাঙ্গালি উপভাষা: বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে ব্যবহৃত হয়।
-
পূর্বি উপভাষা: বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা ও আসামের বরাক উপত্যকায় প্রচলিত।
-
বরেন্দ্রি উপভাষা: বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে ব্যবহৃত হয়।
-
কামরূপি উপভাষা: বিহারের পূর্বাংশ, পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং বাংলাদেশের রংপুর অঞ্চলে প্রচলিত।
-
রাঢ়ি উপভাষা: পশ্চিমবঙ্গ অঞ্চলে ব্যবহৃত হয়।
-
ঝাড়খণ্ডি উপভাষা: পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্বাঞ্চলে প্রচলিত।
উপরের তথ্যের আলোচনায় দেখা যায়, প্রদত্ত অপশনগুলোর মধ্যে বরিশাল সবচেয়ে যথার্থ উত্তর।
0
Updated: 1 month ago
বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা-
Created: 2 months ago
A
২৬
B
২৭
C
২৮
D
৩১
বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) ও ক্যাডারের সংখ্যা
বাংলাদেশে সরকারি চাকরিতে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি দেশের সকল সরকারি কর্মে উপযুক্ত এবং যোগ্য প্রার্থীদের নির্বাচন করার দায়িত্ব পালন করে। BPSC প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজনের মাধ্যমে দেশের মানব সম্পদ পরিকল্পনায় উৎকর্ষ সাধন এবং জনপ্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশে সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা বর্তমানে ২৬টি। এর মধ্যে, ২০১৮ সালের ১৩ নভেম্বরের বাংলাদেশ গেজেট (S.R.O. নং-৩৩৫-আইন/২০১৮) অনুযায়ী, ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সাথে একীভূত করা হয়েছে।
BCS-এর ২৬টি ক্যাডার:
১. প্রশাসন
২. কৃষি
৩. আনসার
৪. সমবায়
৫. শুল্ক ও আবগারি
৬. পরিবার পরিকল্পনা
৭. মৎস্য
৮. খাদ্য
৯. পররাষ্ট্র
১০. বন
১১. সাধারণ শিক্ষা
১২. স্বাস্থ্য
১৩. তথ্য
১৪. পশু সম্পদ
১৫. পুলিশ
১৬. ডাক
১৭. জনস্বাস্থ্য প্রকৌশল
১৮. গণপূর্ত
১৯. রেলওয়ে প্রকৌশল
২০. রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক
২১. সড়ক ও জনপথ
২২. পরিসংখ্যান
২৩. কর
২৪. কারিগরি শিক্ষা
২৫. বাণিজ্য
২৬. নিরীক্ষা ও হিসাব
উৎস: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (bpsc.gov.bd)।
0
Updated: 2 months ago
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন] সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু-
Created: 2 months ago
A
৬৫.৪ বছর
B
৬৭.৫ বছর
C
৭০.৮ বছর
D
৭৩.৭ বছর
[অপশনে সঠিক উত্তর নেই । তাছাড়াও এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
------------------
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- মোট রপ্তানি আয়: মিলিয়ন ডলার।
- মোট আমদানি ব্যয়: মিলিয়ন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
0
Updated: 2 months ago