বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
A
জেনেভা
B
প্যারিস
C
লন্ডন
D
রোম
উত্তরের বিবরণ
FAO হলো Food and Agriculture Organization, যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংক্রান্ত একটি বিশেষায়িত সংস্থা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুধা দূরীকরণে এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
প্রতিষ্ঠা ও ইতিহাস
-
প্রতিষ্ঠার তারিখ: ১৬ অক্টোবর, ১৯৪৫
-
প্রতিষ্ঠাস্থান: কুইবেক, কানাডা
-
বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ: ১৪ ডিসেম্বর, ১৯৪৬
-
সদর দপ্তর: রোম, ইতালি
এই সংস্থাটি জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থা ECOSOC-এর তত্ত্বাবধানে গঠিত হয়। বিশ্বব্যাপী একটি কার্যকর খাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলাই ছিল এর মূল লক্ষ্য।
সদস্যপদ ও নেতৃত্ব
বর্তমানে FAO-এর সদস্য সংখ্যা ১৯৫টি, যার মধ্যে ১৯৪টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
বর্তমান মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. কু ডংগিউ, যিনি চীনের নাগরিক।
লক্ষ্য ও উদ্দেশ্য
FAO-এর মূল লক্ষ্য হচ্ছে—
-
বিশ্বের প্রতিটি মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করা।
-
ক্ষুধা, অপুষ্টি এবং খাদ্য ঘাটতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
গুরুত্বপূর্ণ দিবস
FAO-এর প্রতিষ্ঠাবার্ষিকী ১৬ অক্টোবর বিশ্বব্যাপী “বিশ্ব খাদ্য দিবস” হিসেবে পালন করা হয়, যা খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ ও FAO
বাংলাদেশ ১২ নভেম্বর, ১৯৭৩ সালে FAO-এর সদস্যপদ লাভ করে। এরপর থেকে দেশটি এই সংস্থার বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।
উৎস: FAO অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 3 months ago
ভিয়েনা কনভেনশন-এর আওতায় নিম্নের কোন প্রটোকলটি গৃহীত হয়?
Created: 2 months ago
A
মন্ট্রিল প্রটোকল
B
কার্টাগেনা প্রটোকল
C
কিয়েটো প্রটোকল
D
নাগোয়া প্রটোকল
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
মনট্রিল প্রটোকল
ভিয়েনা কনভেনশন (Vienna Convention)
-
পূর্ণরূপ: The Vienna Convention for the Protection of the Ozone Layer
-
ধরন: জাতিসংঘের ওজোন স্তর সংরক্ষণ ও সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি
-
প্রস্তাব ও কার্যকর:
-
গৃহীত: ২২ মার্চ, ১৯৮৫
-
কার্যকর: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮
-
-
স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
-
স্বাক্ষরকারী দেশ: ২৮টি
-
অনুমোদনকারী দেশ: ১৯৮টি
-
বৈশ্বিক অনুমোদন লাভ: ২০০৯
-
পর্যবেক্ষণ: সংশ্লিষ্ট পক্ষরা প্রতি ৩ বছরে চুক্তির অগ্রগতি ও অন্যান্য বিষয় নিয়ে বৈঠক করে
প্রেক্ষাপট ও উদ্দেশ্য
-
ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস:
-
ক্লোরোফ্লোরোকার্বন (CFC), হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, মিথাইল ব্রোমাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন ইত্যাদি।
-
-
সমস্যা: ওজোন স্তর ক্ষয় হচ্ছে, ফলে ওজোন হোল বা গর্ত তৈরি হচ্ছে।
-
প্রভাব: এই গ্যাসগুলো অধিকাংশ ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করে এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সহায়ক।
-
ব্যবহার: রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, অ্যাজমা ইনহেলার, ফ্যান, প্লাস্টিক ফোম, মাইক্রোইলেকট্রনিক সার্কিট পরিস্কার ইত্যাদি।
-
প্রয়োজন: সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে মানবসভ্যতাকে রক্ষার জন্য ওজোন স্তরের সুরক্ষা অত্যাবশ্যক।
গুরুত্বপূর্ণ সংযোগ
-
ভিয়েনা কনভেনশন হলো ওজোন স্তর রক্ষার জন্য প্রথম আন্তর্জাতিক উদ্যোগ।
-
১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়, যা ওজোন ক্ষয়কারী পদার্থের ব্যবহার কমাতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত।
উৎস:
i) UNEP ওয়েবসাইট
ii) Ozone Secretariat
iii) তথ্য অধিদফতর (PID)
0
Updated: 2 months ago
সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) রাষ্ট্রপ্রধানদের ২৫তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
৩১ আগস্ট- ১সেপ্টেম্বর ২০২৫
B
১১ আগস্ট- ১৩ সেপ্টেম্বর ২০২৫
C
২৭ আগস্ট- ২৯সেপ্টেম্বর ২০২৫
D
২৩ আগস্ট-২৬ আগস্ট ২০২৫
শাংহাই সহযোগিতা সংস্থা (SCO) ২৫তম শীর্ষ সম্মেলন
চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে ২৫তম SCO রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মূল তথ্যসমূহ:
-
সময়কাল: দুই দিনব্যাপী, ৩১ আগস্ট – ১ সেপ্টেম্বর ২০২৫।
-
উদ্বোধন: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
-
অংশগ্রহণকারী: ২০টির বেশি দেশ ও ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।
-
উদ্দেশ্য: ‘তিয়ানজিন ঘোষণা’ অনুমোদন এবং আগামী ১০ বছরের কৌশলগত পরিকল্পনা গ্রহণ।
0
Updated: 1 month ago
'ইন্টারফ্যাক্স' কোন দেশের সংবাদ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
কানাডা
D
রাশিয়া
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি
-
যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN
-
যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি
-
পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি
-
চীন: সিনহুয়া
-
ফ্রান্স: এএফপি
-
অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)
-
কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)
-
সিরিয়া: সানা
-
লিবিয়া: জানা
-
মালয়েশিয়া: বারনামা
-
মিশর: মেনা (Middle East News Agency)
-
পর্তুগাল: লুসা
-
বেলজিয়াম: বেলজা
-
ভারত: PTI, ইউএনআই
-
রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স
-
ইন্দোনেশিয়া: আনতারা
-
ইরান: ইরনা, আইএনএ
-
ইরাক: নিউজ এজেন্সি (ইনা)
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago