Speed of a boat in standing water is 18 kmph and the speed of the stream is 3 kmph. A man rows to a place at a distance of 105 km and comes back to the starting point. The total time taken by him is-
A
12 hour
B
18 hour
C
20 hour
D
8 hour
উত্তরের বিবরণ
Question: Speed of a boat in standing water is 18 kmph and the speed of the stream is 3 kmph. A man rows to a place at a distance of 105 km and comes back to the starting point. The total time taken by him is-
Solution:
Given,
Speed of a boat in standing water = 18 kmph
The speed of the stream = 3 kmph
∴ Speed upstream = (18 - 3) kmph
= 15 kmph.
∴ Speed downstream = (18 + 3) kmph
= 21 kmph.
So, Total time taken = (105/15 ) + (105/21) hours
= (7 + 5) hours
= 12 hour
0
Updated: 1 month ago
এক ব্যক্তি ঘুরতে বের হয়ে ৪ মাইল উত্তরে গিয়ে এরপর ১২ মাইল পূর্বে যান এবং আবার ১২ মাইল উত্তরে যান। শুরুর স্থান থেকে তিনি কত দূরত্বে আছেন?
Created: 3 weeks ago
A
১৬ মাইল
B
১৭ মাইল
C
২০ মাইল
D
২৪ মাইল
প্রশ্ন: এক ব্যক্তি ঘুরতে বের হয়ে ৪ মাইল উত্তরে গিয়ে এরপর ১২ মাইল পূর্বে যান এবং আবার ১২ মাইল উত্তরে যান। শুরুর স্থান থেকে তিনি কত দূরত্বে আছেন?
সমাধান:
ধরি,
ব্যক্তিটি A স্থান থেকে যাত্রা শুরু করে ৪ মাইল উত্তরে B বিন্দুতে পৌঁছান।
এরপর B স্থান থেকে ১২ মাইল পূর্বে C বিন্দুতে পৌঁছান।
আবার C স্থান থেকে ১২ মাইল উত্তরে D বিন্দুতে পৌঁছান।
∴ শুরুর স্থান থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব = AD
AB = CE = 4
BC = AE = 12
DE = DC + CE = 12 + 4 = 16
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AD2 = DE2 + AE2
⇒ AD2 = 162 + 122
⇒ AD2 = 256 + 144
⇒ AD2 = 400
⇒ AD = 20
0
Updated: 3 weeks ago
রহমান ঘুরতে বের হয়ে পশ্চিম দিকে 8 কিমি যায়, এরপর উত্তর দিকে 7 কিমি যায়। সেখান থেকে পূর্বদিকে 8 কিমি গিয়ে অতঃপর উত্তর দিকে 8 কিমি যায়। যাত্রা শুরুর স্থান থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব কত?
Created: 1 month ago
A
12 কিমি
B
15 কিমি
C
17 কিমি
D
21 কিমি
প্রশ্ন: রহমান ঘুরতে বের হয়ে পশ্চিম দিকে 8 কিমি যায়, এরপর উত্তর দিকে 7 কিমি যায়। সেখান থেকে পূর্বদিকে 8 কিমি গিয়ে অতঃপর উত্তর দিকে 8 কিমি যায়। যাত্রা শুরুর স্থান থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব কত?
সমাধান:
মনে করি,
রহমান B বিন্দু থেকে 8 কিমি পশ্চিমে C বিন্দুতে যায়।
C বিন্দু থেকে 7 কিমি উত্তরে D বিন্দুতে যায়।
D বিন্দু থেকে 8 কিমি পূর্বে E বিন্দুতে যায়।
E বিন্দু থেকে 7 কিমি উত্তরে A বিন্দুতে যায়।
BC = DE = 8
CD = EB = 7
AB = AE + EB = 8 + 7 = 15
যাত্রা শুরুর স্থান থেকে বর্তমান অবস্থানের দূরত্ব AB = 15 কিমি
0
Updated: 1 month ago
এক ব্যক্তি ঘণ্টায় ৬ কি.মি. বেগে দৌড়ে কোন স্থানে গেলেন এবং ঘণ্টায় ৩ কি.মি. বেগে ফিরে আসলেন। যাত্রাপথে তার গড় গতি কত হবে?
Created: 2 months ago
A
২ কি.মি./ঘণ্টা
B
৩ কি.মি./ঘণ্টা
C
৪ কি.মি./ঘণ্টা
D
৬ কি.মি./ঘণ্টা
হ্যাঁ, পুরো সমাধান ঠিক হয়েছে ✅
রাউন্ড-ট্রিপে গড় গতি = হারমোনিক গড়
দ্রুত যাচাই (ধরি দূরত্ব কি.মি.):
-
যাওয়া: ঘণ্টা
-
ফেরা: ঘণ্টা
-
মোট দূরত্ব: কি.মি., মোট সময়: ঘণ্টা ⇒ কি.মি./ঘণ্টা ✔️
উত্তর: ৪ কি.মি./ঘণ্টা
0
Updated: 2 months ago