দুর্যোগ সাড়াদান বলতে বুঝায়-
A
মজবুত পাকা ভবন নির্মাণ
B
C
শস্য বহুমুখীকরণ
D
শক্ত অবকাঠামো নির্মাণ
উত্তরের বিবরণ
সাড়াদান (Response):
-
সাড়াদান হলো দুর্যোগ ব্যবস্থাপনার একটি অংশ।
-
দুর্যোগের পরপরই উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়।
-
সাড়াদান বলতে বোঝায়: নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি ও উদ্ধার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম।
প্রশমন (Mitigation):
-
দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগ পূর্বপ্রস্তুতি কার্যক্রমকে দুর্যোগ প্রশমন বলা হয়।
-
দুর্যোগ প্রশমনের আওতায় অন্তর্ভুক্ত কার্যক্রমসমূহ:
-
মজবুত পাকা ভবন নির্মাণ
-
শস্য বহুমুখীকরণ
-
ভূমি ব্যবহারে বিপর্যয় হ্রাসের কৌশল নির্ধারণ
-
অর্থনৈতিক উন্নয়ন
-
শক্ত অবকাঠামো নির্মাণ
-
কম ঝুঁকিপূর্ণ এলাকায় লোক স্থানান্তর
-
প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন
-
-
দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন ব্যয়বহুল হলেও সরকার সীমিত সম্পদের মধ্যে বিভিন্ন স্থানে বেড়িবাঁধ নির্মাণ, নদী খনন, আশ্রয়কেন্দ্র নির্মাণ, বনায়ন ইত্যাদি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

0
Updated: 7 hours ago