নিচের কোন দেশটি লোহিত সাগরের তীরবর্তী দেশ নয়?
A
সুদান
B
ইরিত্রিয়া
C
জিবুতি
D
মরক্কো
উত্তরের বিবরণ
মরক্কো:
-
মরক্কো লোহিত সাগরের তীরবর্তী দেশ নয়।
লোহিত সাগর (Red Sea):
-
লোহিত সাগর ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ জলপথ।
-
এটি আফ্রিকা ও এশিয়ার মধ্যে অবস্থিত।
-
সুয়েজ প্রণালী ও বাব এল-মানদেব প্রণালীর মাধ্যমে ভূমধ্যসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত।
অবস্থান ও সীমান্তবর্তী দেশসমূহ:
-
লোহিত সাগরের তীরবর্তী ৬টি দেশ:
-
পূর্ব তীর: সৌদি আরব, ইয়েমেন
-
পশ্চিম তীর: মিশর, সুদান, ইরিত্রিয়া, জিবুতি
-
0
Updated: 1 month ago
'ক্রুসেড' কীসের জন্য পরিচালিত হয়েছিল?
Created: 3 weeks ago
A
ভ্যাটিকান পুনরুদ্ধার করার জন্য
B
বাইজেন্টাইন সাম্রাজ্যকে পুনরুদ্ধার করার জন্য
C
জেরুজালেম পুনরুদ্ধার করার জন্য
D
ইউরোপে খৃষ্ট ধর্ম পুনরুদ্ধার করার জন্য
১১শ শতাব্দীর শেষের দিকে, ক্যাথলিক চার্চ জেরুজালেম পুনরুদ্ধারের জন্য সামরিক অভিযান বা ক্রুসেড অনুমোদন দিতে শুরু করে। ক্রুসেডাররা বিশ্বাস করত যে এই সেবার মাধ্যমে তারা পাপমোচন পাবে এবং স্বর্গে স্থান নিশ্চিত করবে।
ক্রুসেড (Crusade):
-
বাংলায় ক্রুসেডের অর্থ ধর্মযুদ্ধ।
-
প্রথম ক্রুসেড শুরু হয় ১০৯৬ সালে।
-
মুসলমানদের হাত থেকে জেরুজালেম মুক্ত করার জন্য খ্রিস্টানরা ১০৯৬ থেকে ১২৭১ সাল পর্যন্ত বারংবার অভিযান চালায়, যা ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত।
-
মোট আটবার ক্রুসেড অভিযান পরিচালিত হয়, যার মধ্যে প্রথম অভিযান পরিচালনা করেন গডফ্রে।
-
প্রধানত, ক্রুসেড অভিযানসমূহ ইউরোপ থেকে প্রেরণ করা হয়।
0
Updated: 3 weeks ago
ফরাসি বিপ্লবের সময় 'থার্ড এস্টেট' বলতে কাদের বোঝানো হতো?
Created: 3 weeks ago
A
অভিজাত শ্রেণি
B
রাজা ও তার পরিবার
C
সাধারণ মানুষ
D
ভিক্ষুক শ্রেণি
ফরাসি সমাজে থার্ড এস্টেট হলো সুবিধাবঞ্চিত সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ, যাদের উপর করের বোঝা চাপানো হতো কিন্তু কোনো রাজনৈতিক অধিকার ছিল না।
ফ্রান্সে ফরাসি বিপ্লব:
-
সময়কাল: ১৭৮৯-১৭৯৯ সাল পর্যন্ত।
-
স্লোগান: স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব।
-
বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
-
ফরাসি বিপ্লবের “শিশু” হিসেবে পরিচিত নেপোলিয়ন।
-
বাস্টিল দূর্গের আক্রমণ ফরাসি বিপ্লবের সূচনা করে।
-
দার্শনিক রুশো ও ভলতেয়ারের লেখনী বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিল।
-
ফরাসি বিপ্লবের আনুষ্ঠানিক শুরু ঘটে ১৪ জুলাই, ১৭৮৯ সালে বাস্তিল দূর্গের পতনের মাধ্যমে।
0
Updated: 3 weeks ago
কত সালে নেপালে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়?
Created: 1 month ago
A
২০০৪ সালে
B
২০০৮ সালে
C
২০১০ সালে
D
২০০৬ সালে
নেপাল
-
রাজতন্ত্রের প্রতিষ্ঠা: ১৭৬৯ সালে
-
সর্বশেষ রাজা: জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ
-
গুরুত্বপূর্ণ ঘটনা:
-
২০০১ সালে রাজা হওয়ার পর ২০০৫ সালে জ্ঞানেন্দ্র সংবিধান স্থগিত করে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন।
-
এ সময়ে মাওবাদীরা মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলিত হয়ে বৃহৎ বিক্ষোভ শুরু করেন।
-
২৮ মে, ২০০৮ সালে নবনির্বাচিত গণপরিষদ নেপালকে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।
-
-
ফলাফল: ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত হয়ে নেপালে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
0
Updated: 1 month ago