[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে গুরুত্বহীন।] সাম্প্রতিককালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন?
A
প্রফেসর ড. আব্দুস সালাম
B
প্রফেসর নরম্যান বোরলগ
C
ড. আব্দুল কাদের
D
ড. স্বামিনাথন
উত্তরের বিবরণ
প্রফেসর নরম্যান বোরলগ
- ১৯৯৯ সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী প্রফেসর নরম্যান বোরলগ বাংলাদেশ সফর করেন।
- প্রফেসর নরম্যান বোরলগ ১৯৯৯ সালে কৃষিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি "সবুজ বিপ্লব"-এর জনক হিসেবে পরিচিত।
- এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
- বোরলগ খাদ্য সুরক্ষা এবং টেকসই কৃষি অর্জন এবং প্রচারের জন্য তাঁর স্বপ্নের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।
সূত্র: দ্য ডেইলি স্টার।

0
Updated: 1 month ago